আজ থেকে ধীরে ধীরে গরম বাড়তে শুরু করবে গোটা রাজ্যে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে, যা ১৭-১৮ মার্চ নাগাদ ৩৮ ডিগ্রিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা আরও দ্রুত বাড়তে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরে পারদ ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে বলে অনুমান। ইতিমধ্যেই এই এলাকায় দাবদাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
অন্যদিকে, জঙ্গলমহলে দাবানলের আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার ফলে শুকনো ঘাস, গাছের পাতা এবং শুকনো মাটিতে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।
তবে সুন্দরবন এবং উপকূলবর্তী এলাকাগুলিতে তাপমাত্রা তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত থাকবে। সমুদ্র থেকে আসা আর্দ্র বাতাসের ফলে এই অঞ্চলে তাপমাত্রা ৩২-৩৩ ডিগ্রির মধ্যেই থাকতে পারে।
তবে স্বস্তির খবর হল, ১৯-২০ মার্চ বিশেষ করে ২০ তারিখের পর দক্ষিণবঙ্গে কালবৈশাখী হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা হলেও কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, এই সময়ে ঝড়বৃষ্টির পরিমাণ নির্ভর করবে পশ্চিমী ঝঞ্ঝার গতিপথ ও বঙ্গোপসাগরের জলীয় বাষ্পের ওপর। তবে এপ্রিল মাসের শুরু থেকেই ফের বাড়তে পারে গরমের দাপট।