স্বাধীনতা দিবসের দিন ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উতপ্ত হল মানিকতলা এলাকা। ঘটনাকে কেন্দ্র করে ধোপাপাড়া বস্তি এলাকায় রাতভর চলে ইট বৃষ্টি। পরে সকালে শুরু হয় তুমুল সংঘর্ষ ও বোমাবাজি। এলাকা সংলগ্ন রেল লাইনেই চলে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। জনতা সঙ্গে পুলিশ একপ্রস্থ সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্থানীয় কয়েক জন বাসিন্দা সহ সংঘর্ষে দুই পুলিশকর্মী আহত হয়েছেন। এই সংঘর্ষের জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল। এই ঘটনায় তৃণমূলের ২ গোষ্ঠী জড়িত বলে অভিযোগ উঠেছে।
ঘটনাস্থলে পৌঁছন এলাকার বিধায়ক সাধন পাণ্ডে। তাকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিধায়ক জানান, ‘পাড়ায় পাড়ায় অশান্তি হয়েছে। দ্রত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’ পরিস্থিতি আয়ত্বে রাখতে শুরু হয় র্য়াফের টহল। এই সংঘর্ষের সঙ্গে দলের কোনও যেগ নেই বলে তৃণমূলের পক্ষ থেকে জানান হয়েছে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।