ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জট কাটলেই পশ্চিমবঙ্গে ২-৩ লক্ষ কর্মসংস্থান হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় তিনি বলেন, সুপ্রিম কোর্ট ওবিসি সংরক্ষণ নিয়ে কোনও বিরূপ মন্তব্য করেনি, বরং বিষয়টি খতিয়ে দেখছে।
এর আগে, মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কপিল সিবাল জানান, ওবিসি তালিকাভুক্তির জন্য নতুন করে সমীক্ষা চালাচ্ছে রাজ্য সরকার। এর জন্য আদালতের কাছে তিন মাস সময় চেয়ে আবেদন করা হয়, যা শীর্ষ আদালত মঞ্জুর করেছে।
বিরোধীদের আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “আমার সঙ্গে শত্রুতা করে নিয়োগ আটকে দেবেন না। শিক্ষা, স্বাস্থ্য ও পুলিশ বিভাগ মিলিয়ে কয়েক লক্ষ কর্মসংস্থানের রাস্তা খুলবে এই সমস্যার সমাধান হলে।”
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের রায়ে ২০১০ সালের পর দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল ঘোষণা করা হয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে রাজ্য সরকার। পরবর্তী শুনানি জুলাই মাসে হবে বলে জানানো হয়েছে।
শীর্ষ আদালতে রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কপিল সিবল জানান, হাই কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন সমীক্ষার কাজ শুরু হয়েছে। এই অবস্থায় ওবিসি সংরক্ষণ মামলার শুনানি তিন মাস পিছিয়ে দেওয়ার আবেদন জানান তিনি।
সুপ্রিম কোর্ট রাজ্যের আবেদনে সাড়া দিয়ে তিন মাস সময় দেয়। বিচারপতি বি আর গবই বলেন, “একটি গুরুত্বপূর্ণ মামলা থেকে আমরা একটু স্বস্তি পেলাম।”
সুপ্রিম কোর্টের নির্দেশ, জুলাই মাসের পরে এই মামলার পরবর্তী শুনানি হবে। আদালত আরও জানিয়েছে, রাজ্য নতুন করে সমীক্ষা করলেও এই মামলার ভবিষ্যতের উপর রাজ্যের পদক্ষেপ নির্ভর করবে।