কলকাতা: একসময়ে পূর্ব মেদিনীপুরের দোর্দণ্ডপ্রতাপ নেতা তথা প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠ। সিপিএম ত্যাগের পর বেশ কয়েক বার দল পরিবর্তন করেও কোনো দলে সে ভাবে জায়গা করতে পারেননি। সরাসরি তৃণমূলে যাওয়ার কথা বললেও মেলেনি উত্তর। এ বার আম আদমি পার্টিতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ প্রাক্তন সাংসদের।
বুধবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস দলটা খুবই ভালো, রাজ্যের বাইরেও বিস্তার লাভ করুক, আমিও রাজনীতির মানুষ, তৃণমূলে যোগদান করতে চাই। বহুবার তৃণমূলে যোগদান করার ইচ্ছাপ্রকাশ করলেও কোনো উত্তর মেলেনি”।
এর পরই তিনি বলেন, “পুরসভা, পঞ্চায়েত ও লোকসভা ভোটের আগে তৃণমূল না নিলে আম আদমি পার্টিতে যোগ দেওয়ার কথা ভেবে দেখব”।
এ ব্যাপারে অবশ্য কোনো প্রতিক্রিয়া জানায়নি তৃণমূল। তবে লক্ষ্মণ ঘনিষ্ঠদের মতে, ঘাসফুল শিবিরের তরফে এখনও পর্যন্ত তাঁকে ইতিবাচক কোনো উত্তর দেওয়া হয়নি। আবার নেতিবাচক কিছুও বলা হয়নি। যে কারণে ওই দলে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। শেষমেশ যদি তৃণমূল না নেয়, তা হলে আপ-এ যোগ দিতে পারেন প্রাক্তন সাংসদ।
লক্ষ্মণের রাজনৈতিক সফর
১৯৮২-৯৬ সিপিএম বিধায়ক।
১৯৯৮-২০০৯ সিপিএম সাংসদ।
২০১৪ সালে সিপিএম থেকে বহিষ্কৃত।
এর পরই গড়েছিলেন নিজের দল ‘ভারত নির্মাণ মঞ্চ’।
২০১৬ সালে যোগ দেন বিজেপি-তে। মিশে যায় তাঁর নিজের দল।
২০১৮ সালে বিজেপি থেকে বহিষ্কার।
২০১৯-এর লোকসভা ভোটের আগে কংগ্রেসে যোগ দিয়ে তমলুক আসনে প্রার্থী।
একাধিক বার তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ। মেলেনি সাড়া।
আরও পড়তে পারেন:
প্রাথমিকে নিয়োগ মামলায় সিবিআই তদন্ত, সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে
কোলে ২ বছরের সন্তান, কয়লা-কাণ্ডে ইডি দফতরে হাজিরা অভিষেক-পত্নী রুজিরার
মন্ত্রী নাকভিকে জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর করতে পারে কেন্দ্র
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।