আজ কেওড়াতলা মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল প্রয়াত সাহিত্যিক মহাশ্বেতা দেবীর। তাঁর মরদেহ সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রবীন্দ্র সদনে রাখা ছিল। সেখানে তাঁর অনুরাগী থেকে শুরু করে পাঠকরা শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতারাও। গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রয়াত সাহিত্যিকের অন্তিম যাত্রাতেও শামিল হন মুখ্যমন্ত্রী। গতকাল দুপুরে মহাশ্বেতা দেবী মারা যান। তাঁর মৃত্যুর খবর পেয়েই দিল্লি সফর কাটছাঁট করে মুখ্যমন্ত্রী কলকাতা ফিরে আসেন।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।