কলকাতা: কলকাতা পুরসভা নির্বাচনে কিছুটা হলেও ঘুরে দাঁড়াল বামফ্রন্ট। ২০১৯-এর লোকসভা নির্বাচন, ২০২১-এর বিধানসভা নির্বাচনে আসন খরা কাটিয়ে উঠল তারা। ছোটো লালবাড়ির লড়াইয়ে জিতে গেলেন বামেদের দুই মহিলা প্রার্থী। ৯২ নম্বর ওয়ার্ডে জিতলেন সিপিআইয়ের মধুছন্দা দেব, ১০৩ নম্বর ওয়ার্ডে জিতলেন সিপিএমের নন্দিতা রায়।
শুরু দুটো ওয়ার্ড জয়ই নয়, এ বার পুরভোটে ভোটপ্রাপ্তির হারে বিজেপিকে টেক্কা দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। দুপুর পর্যন্ত বামেরা পেয়েছে ১৩ শতাংশের কাছাকাছি ভোট। সেখানে বিজেপির ভোটপ্রাপ্তির হার ১০ শতাংশও পেরোয়নি। পুরসভার ১৪৪টার মধ্যে ৬৬টি আসনে দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা, ৫০-এর কাছাকাছি আসনে দ্বিতীয় স্থানে বিজেপি।
জোট ছাড়া লড়ে কিন্তু মান রেখেছে বামফ্রন্ট। গত বিধানসভা নির্বাচনের কলকাতার ওয়ার্ডভিত্তিক ফলাফলে কোনো আসনেই বামেরা এগিয়ে ছিল না। সে দিকে, এ বার প্রাপ্তি কিন্তু যথেষ্ট ভালো। এ ছাড়া আরও অন্তত দুটো ওয়ার্ডে বামেরা বেশ অনেকক্ষণই এগিয়ে ছিল। সব মিলিয়ে বামেদের ফল যথেষ্ট ভালো হয়েছে এ বার।
এই ফলাফলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে আলিমুদ্দিন স্ট্রিট। আরও বেশি করে কংগ্রেস-নির্ভরতা ভুলে একলা চলোর দাবি জোরদার হতে পারে দলের বৈঠকে।
আরও পড়তে পারেন:
রেকর্ড! গণতন্ত্রের শ্মশানযাত্রা ঘটিয়ে জয়ী দিদিতন্ত্র আর ছাপ্পাতন্ত্র, বলছে বামেরা
পুরভোটে জয়ী তৃণমূলের ৭ সাংসদ-বিধায়ক
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।