নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমান হাসপাতালের বিছানায় শুয়ে জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষাটি দিচ্ছে এক ছাত্র। শেখ রয়াল। সে ভাতার থানার পানুয়া গ্রামের বাসিন্দা। ভাতারের ‘বামুনাড়া আইসিডিপি ইন্সটিটিউটের’ এ বছরের মাধ্যমিকের ছাত্র। পারিবারিক অবস্থা ভালো নয় । বাবা ভ্যানরিক্সা চালিয়ে রুজি রোজগার করেন। রয়ালের মা জানিয়েছেন, শেখ রয়াল পাশের গ্রামে মুরগি ফার্মে দৈনিক মজুরিতে কাজ করে। সেই টাকাতেই নিজের পড়াশুনার খরচ চালায় সে। গত শুক্রবার ফার্মের কাজে কলকাতায় গিয়েছিল, ফেরা সময় ফার্মের গাড়িটি দুর্ঘটনায় পড়লে রয়ালের বাঁ-পা ভেঙে যায়। তারপর থেকেই সে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। মধ্যশিক্ষা পর্ষদ ও নিজের স্কুলের সহযোগিতায় হাসপাতালের বিছানায় শুয়ে পরীক্ষা দিচ্ছে রয়াল।
স্কুলের প্রধান শিক্ষক মোল্লা হায়দার আলি বলেন, “রয়াল খুবই ভালো ছাত্র। ও পরীক্ষা না দিতে পারলে খুবই খারাপ হতো। আশা করি ও খুবই ভাল ফল করবে। ওর বাকি পরীক্ষাগুলিও হাসপাতালে বসেই হবে”।