রাজ্য
বাংলার রায়: রাজ্যের ৪২ আসনের কোন কেন্দ্রে কে এগিয়ে?

ওয়েবডেস্ক: শেষ হল সাত দফার লোকসভা ভোট ২০১৯। প্রথম থেকে সপ্তম দফার ভোটগ্রহণে খবরঅনলাইনের জেলা প্রতিনিধিদের এলাকাভিত্তিক জনমত সংগ্রহ, রাজনৈতিক এবং ভোট বিশ্লেষকদের মতামত-সহ আনুষঙ্গিক বিষয়ের পর্যালোচনার মাধ্যমে এই বুথ ফেরত সমীক্ষায় তুলে ধরা হচ্ছে রাজ্যের ৪২টি আসনের কোন কেন্দ্রে কোন প্রার্থী আনুমানিক ভাবে এগিয়ে রয়েছেন। তবে এটি একটি আভাসমাত্র।
১. কোচবিহার
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | পরেশচন্দ্র অধিকারী | |
বিজেপি | নিশীথ প্রামাণিক | ✔ |
ফরওয়ার্ড ব্লক | গোবিন্দচন্দ্র রায় | |
কংগ্রেস | পিয়া রায়চৌধুরী |
২. আলিপুরদুয়ার
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | দশরথ তিরকে | |
বিজেপি | জন বারলা | ✔ |
আরএসপি | মিলি ওঁরাও | |
কংগ্রেস | মোহনলাল বসুমাতা |
৩. জলপাইগুড়ি
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | বিজয়চন্দ্র বর্মন | ✔ |
বিজেপি | জয়ন্তকুমার রায় | |
সিপিআইএম | ভগীরথচন্দ্র রায় | |
কংগ্রেস | মণিকুমার দারনাল |
৪. দার্জিলিং
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | অমর সিং রাই | |
বিজেপি | রাজু বিস্ত | ✔ |
সিপিআইএম | সুমন পাঠক | |
কংগ্রেস | শঙ্কর মালাকার |
৫. রায়গঞ্জ
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | কানাইয়ালাল আগরওয়াল | ✔ |
বিজেপি | দেবশ্রী চৌধুরী | |
সিপিআইএম | মহম্মদ সেলিম | |
কংগ্রেস | দীপা দাশমুন্সি |
৬. বালুরঘাট
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | অর্পিতা ঘোষ | |
বিজেপি | সুকান্ত মজুমদার | ✔ |
আরএসপি | রণেন বর্মন | |
কংগ্রেস | আবদুস সাদেক সরকার |
৭. মালদহ উত্তর
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | মৌসম বেনজির নুর | ✔ |
বিজেপি | খগেন মুর্মু | |
সিপিআইএম | বিশ্বনাথ ঘোষ | |
কংগ্রেস | ইশা খান চৌধুরি |
৮. মালদহ দক্ষিণ
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | মহম্মদ মোয়াজ্জেম হোসেন | |
বিজেপি | শ্রীরূপা মিত্রচৌধুরী | ✔ |
এসইউসিআই | অংশুধর মণ্ডল | |
কংগ্রেস | আবু হাসেম খানচৌধুরি |
৯. জঙ্গিপুর
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | খলিলুর রহমান | |
বিজেপি | মাফুজা খাতুন | |
সিপিআইএম | জুলফিকার আলি | |
কংগ্রেস | অভিজিৎ মুখোপাধ্যায় | ✔ |
১০. বহরমপুর
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | অপূর্ব সরকার (ডেভিড) | |
বিজেপি | কৃষ্ণ জোয়ারদার আর্য | |
আরএসপি | ইদ মহম্মদ | |
কংগ্রেস | অধীর রঞ্জন চৌধুরী | ✔ |
১১. মুর্শিদাবাদ
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | আবু তাহের খান | ✔ |
বিজেপি | হুমায়ুন কবির | |
সিপিআইএম | বদরুজ্জোয়া খান | |
কংগ্রেস | আবু হেনা |
১২. কৃষ্ণনগর
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | মহুয়া মৈত্র | ✔ |
বিজেপি | কল্যাণ চৌবে | |
সিপিআইএম | ডা. শান্তনু ঝা | |
কংগ্রেস | ইনতাজ আলি শাহ |
১৩. রানাঘাট
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | রূপালি বিশ্বাস | |
বিজেপি | জগন্নাথ সরকার | ✔ |
সিপিআইএম | রুমা বিশ্বাস | |
কংগ্রেস | মিনতি বিশ্বাস |
১৪. বনগাঁ
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | মমতা ঠাকুর | ✔ |
বিজেপি | শান্তনু ঠাকুর | |
সিপিআইএম | অলকেশ দাস | |
কংগ্রেস | সৌরভ প্রসাদ |
১৫. ব্যারাকপুর
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | দীনেশ ত্রিবেদী | ✔ |
বিজেপি | অর্জুন সিং | |
সিপিআইএম | গার্গী চট্টোপাধ্যায় | |
কংগ্রেস | মহম্মদ আলম |
১৬. দমদম
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | সৌগত রায় | ✔ |
বিজেপি | শমীক ভট্টাচার্য | |
সিপিআইএম | নেপালদেব ভট্টাচার্য | |
কংগ্রেস | সৌরভ সাহা |
১৭. বারাসত
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | ডা. কাকলি ঘোষদস্তিদার | ✔ |
বিজেপি | ডা. মৃণালকান্তি দেবনাথ | |
ফব | হরিপদ বিশ্বাস | |
কংগ্রেস | সুব্রতা দত্ত |
১৮. বসিরহাট
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | নুসরত জাহান | ✔ |
বিজেপি | সায়ন্তন বসু | |
সিপিআই | পল্লব সেনগুপ্ত | |
কংগ্রেস | কাজি আবদুর রহিম |
১৯. জয়নগর
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | প্রতিমা মণ্ডল | ✔ |
বিজেপি | ডা. অশোক কান্ডারি | |
আরএসপি | সুভাষ নস্কর | |
কংগ্রেস | তপন মণ্ডল |
২০. মথুরাপুর
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | চৌধুরী মোহন জাটুয়া | ✔ |
বিজেপি | শ্যামাপ্রসাদ হালদার | |
সিপিআইএম | ডা. শরৎচন্দ্র হালদার | |
কংগ্রেস | কৃত্তিবাস সর্দার |
২১. ডায়মন্ড হারবার
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | অভিষেক বন্দ্যোপাধ্যায় | ✔ |
বিজেপি | নীলাঞ্জন রায় | |
সিপিআইএম | ডা. ফুয়াদ হালিম | |
কংগ্রেস | সৌম্য আইচ রায় |
২২. যাদবপুর
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | মিমি চক্রবর্তী | ✔ |
বিজেপি | অনুপম হাজরা | |
সিপিআইএম | বিকাশরঞ্জন ভট্টাচার্য | |
কংগ্রেস | নেই |
২৩. কলকাতা দক্ষিণ
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | মালা রায় | ✔ |
বিজেপি | চন্দ্রকুমার বোস | |
সিপিআইএম | নন্দিনী মুখোপাধ্যায় | |
কংগ্রেস | মিতা চক্রবর্তী |
২৪. কলকাতা উত্তর
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | সুদীপ বন্দ্যোপাধ্যায় | ✔ |
বিজেপি | রাহুল সিনহা | |
সিপিআইএম | কনীনিকা বোস ঘোষ | |
কংগ্রেস | সৈয়দ শাহিদ ইমাম |
২৫. হাওড়া
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | প্রসূন বন্দ্যোপাধ্যায় | ✔ |
বিজেপি | রন্তিদেব সেনগুপ্ত | |
সিপিআইএম | সুমিত্রা অধিকারী | |
কংগ্রেস | শুভ্রা ঘোষ |
২৬. উলুবেড়িয়া
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | সাজদা আহমেদ | ✔ |
বিজেপি | জয় বন্দ্যোপাধ্যায় | |
সিপিআইএম | মকসুদা খাতুন | |
কংগ্রেস | শোমা রানিশ্রী রায় |
২৭. শ্রীরামপুর
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | কল্যাণ বন্দ্যোপাধ্যায় | ✔ |
বিজেপি | দেবজিত সরকার | |
সিপিআইএম | তীর্থঙ্কর রায় | |
কংগ্রেস | দেবব্রত বিশ্বাস |
২৮. হুগলি
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | ডা. রত্না দে নাগ | ✔ |
বিজেপি | লকেট চট্টোপাধ্যায় | |
সিপিআইএম | প্রদীপ সাহা | |
কংগ্রেস | প্রতুলচন্দ্র সাহা |
২৯. আরামবাগ
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | অপরূপা পোদ্দার (আফরিন আলি) | ✔ |
বিজেপি | তপন রায় | |
সিপিআইএম | শক্তিমোহন মালিক | |
কংগ্রেস | জ্যোতিকুমারী দাস |
৩০. তমলুক
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | দিব্যেন্দু অধিকারী | ✔ |
বিজেপি | সিদ্ধার্থ নস্কর | |
সিপিআইএম | শেখ ইব্রাহিম আলি | |
কংগ্রেস | লক্ষ্মণচন্দ্র শেঠ |
৩১. কাঁথি
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | শিশিরকুমার অধিকারী | ✔ |
বিজেপি | ডা. দেবাশিস সামন্ত | |
সিপিআইএম | পরিতোষ পট্টনায়ক | |
কংগ্রেস | দীপককুমার দাস |
৩২. ঘাটাল
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | দীপক অধিকারী (দেব) | ✔ |
বিজেপি | ভারতী ঘোষ | |
সিপিআইএম | তপনকুমার গঙ্গোপাধ্যায় | |
কংগ্রেস | খন্দেকর মহম্মদ সইফুল্লাহ |
৩৩. ঝাড়গ্রাম
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | বীরবাহা সোরেন | |
বিজেপি | কুনার হেমব্রম | ✔ |
সিপিআইএম | দেবলীনা হেমব্রম | |
কংগ্রেস | যজ্ঞেশ্বর হেমব্রম |
৩৪. মেদিনীপুর
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | মানস ভুঁইয়া | ✔ |
বিজেপি | দিলীপ ঘোষ | |
সিপিআইএম | বিপ্লব ভট্ট | |
কংগ্রেস | শম্ভুনাথ চট্টোপাধ্যায় |
৩৫. পুরুলিয়া
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | মৃগাঙ্ক মাহাত | |
বিজেপি | জ্যোতির্ময় সিং মাহাত | ✔ |
ফব | বীর সিং মাহাত | |
কংগ্রেস | নেপাল মাহাত |
৩৬. বাঁকুড়া
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | সুব্রত মুখোপাধ্যায় | |
বিজেপি | ডা. সুভাষ সরকার | ✔ |
সিপিআইএম | অমিয় পাত্র | |
কংগ্রেস | নেই |
৩৭. বিষ্ণুপুর
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | শ্যামল সাঁতরা | |
বিজেপি | সৌমিত্র খাঁ | ✔ |
সিপিআইএম | সুনীল খাঁ | |
কংগ্রেস | নারায়ণচন্দ্র খাঁ |
৩৮. বর্ধমান পূর্ব
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | সুনীলকুমার মণ্ডল | ✔ |
বিজেপি | সন্তোষ রায় | |
সিপিআইএম | ঈশ্বরচন্দ্র দাস | |
কংগ্রেস | চন্দনা মাঝি |
৩৯. বর্ধমান দুর্গাপুর
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | ডা. মমতাজ সংঘমিত্রা | ✔ |
বিজেপি | এস এস অহলুওয়ালিয়া | |
সিপিআইএম | আভাষ রায়চৌধুরী | |
কংগ্রেস | রণজিত মুখোপাধ্যায় |
৪০. আসানসোল
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | মুনমুন সেন | ✔ |
বিজেপি | বাবুল সুপ্রিয় | |
সিপিআইএম | গৌরাঙ্গ চট্টোপাধ্যায় | |
কংগ্রেস | বিশ্বরূপ মণ্ডল |
৪১. বোলপুর
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | অসিতকুমার মাল | ✔ |
বিজেপি | রামপ্রসাদ দাস | |
সিপিআইএম | ডা. রামচন্দ্র ডোম | |
কংগ্রেস | অভিজিত সাহা |
৪২. বীরভূম
দল | প্রার্থী | কে এগিয়ে |
তৃণমূল | শতাব্দী রায় (বন্দ্যোপাধ্যায়) | ✔ |
বিজেপি | দুধকুমার মণ্ডল | |
নির্দল | ডা. রেজাউল করিম | |
কংগ্রেস | ইমাম হোসেন |
- নির্বাচনের ফলাফল ঘোষণা আগামী ২৩ মে।
- এই সমীক্ষা একটি পূর্বাভাসমাত্র, নির্বাচনের ফলাফলের সঙ্গে হু-বহু মিল থাকবেই, এমন কোনো নিশ্চয়তা নেই।

খবরঅনলাইন ডেস্ক: খুব ধীরগতিতে হলেও রাজ্যে বাড়ছে কোভিডের সংক্রমণ। শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত রিপোর্টে সেই ছবিটাই ধরা পড়েছে। এতে ফের একবার প্রমাণিত হল রাজ্যে সতর্কতায় কোনো ভাবেই ঢিলে দিলে চলবে না এখন। পরিস্থিতি যে কোনো দিন নতুন করে উদ্বেগজনক হয়ে উঠতে পারে।
রাজ্যের কোভিড-তথ্য
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে কোভিডে (Covid 19) আক্রান্ত হয়েছেন ২৫৫ জন। এর ফলে রাজ্যে মোট কোভিডরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৭৬ হাজার ১৭৬ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬৩ জন। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৬২ হাজার ৬৭৫ জন। গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। রাজ্যে মোট মৃতের সংখ্যা ১০ হাজার ২৭৫ হয়েছে।
রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৩ হাজার ২২৬ জন। গত ২৪ ঘণ্টায় ১০ জন সক্রিয় রোগী কমেছে রাজ্যে। রাজ্যে সুস্থতার হার বর্তমানে ৯৭.৬৬ শতাংশ।
দৈনিক সংক্রমণের হার অনেকটাই বাড়ল
গত ২৪ ঘণ্টায় রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ২০ হাজার ৮৫১টি। ফলে এ দিন সংক্রমণের হার ছিল ১.২২ শতাংশ।গত সোমবার রাজ্যে সংক্রমণের হার ছিল ১.২৩ শতাংশ। এ দিনের হারটা সোমবারের থেকে কিছুটা কম।
তবে রাজ্যের সামগ্রিক সংক্রমণের হারও আরও কিছুটা কমেছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট ৮৬ লক্ষ ৫৮ হাজার ৯২৯টি নমুনা পরীক্ষা হয়েছে। সংক্রমণের হার রয়েছে ৬.৬৫ শতাংশ।
হাসপাতাল শয্যা-তথ্য
সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে বর্তমানে ৫৮ হাসপাতালের ৬,৭৩৬টি শয্যা কোভিডের চিকিৎসার জন্য নির্ধারিত রয়েছে। এর মধ্যে ভরতি আছে মাত্র ৩.২৭ শতাংশ বেড।
কলকাতা ও উত্তর ২৪ পরগণার পরিস্থিতি
উত্তর ২৪ পরগণায় নতুন আক্রান্তের সংখ্যা বেশ কিছুটা বেড়েছে, তবে কলকাতার পরিস্থিতি একই রয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৭৮ এবং উত্তর ২৪ পরগণায় ৭২ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এই দুই জেলায় সুস্থ হয়েছেন যথাক্রমে ৭১ এবং ৬৭ জন। উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ২ জনের।
কলকাতায় এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৭৭৭, উত্তর ২৪ পরগণায় মোট আক্রান্ত ১ লক্ষ ২৩ হাজার ৪২৮। কলকাতায় বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ১,২২৫ জন এবং উত্তর ২৪ পরগণায় ৯৩৬। দুই জেলায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৩,১০২ এবং ২,৫১১ জনের।
কিছু জেলায় সংক্রমণ ফের বাড়ল
গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণ যে অনেকটাই বেড়েছে, তার মূল কারণে রয়েছে কয়েকটি জেলা। এই জেলাগুলিতে নতুন সংক্রমণ ফের দুই অঙ্কে উঠে গিয়েছে। জেলাগুলি হল দক্ষিণ ২৪ পরগণা (১৫), হাওড়া (১৪), পশ্চিম বর্ধমান (১২) এবং বাঁকুড়া (১০)।
যে যে জেলায় সংক্রমণ এক অঙ্কে ছিল, সেই জেলাগুলি হল দক্ষিণ দিনাজপুর (১), কোচবিহার (২), মালদা (২), ঝাড়গ্রাম (২), পূর্ব বর্ধমান (২), মুর্শিদাবাদ (৩), নদিয়া (৪), বীরভূম (৪), উত্তর দিনাজপুর (৬), দার্জিলিং (৪), জলপাইগুড়ি (৬), হুগলি (৬), পূর্ব মেদিনীপুর (৭), পশ্চিম মেদিনীপুর (৯)।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ার, কালিম্পং এবং পুরুলিয়ায় নতুন করে কেউ কোভিডে আক্রান্ত হননি।
রাজ্য
জল্পনার অবসান! নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশে বিজেপিতে যোগ দিচ্ছেন মিঠুন চক্রবর্তী?
নরেন্দ্র মোদীর ব্রিগেডে থাকছেন মিঠুন চক্রবর্তী!

খবর অনলাইন ডেস্ক: জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন অভিনেতা এবং প্রাক্তন সাংসদ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সূত্রের খবর, আগামী ৭ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ব্রিগেড সমাবেশে বিজেপিতে নাম লেখাবেন তিনি।
কয়েক সপ্তাহ আগেই মুম্বইয়ে তাঁর বাড়িতে গিয়ে দেখা করেন আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। তার পর থেকেই জল্পনা ক্রমশ গাঢ় হয়। তবে মাঝখানে সেই জল্পনা সাময়িক ভাবে স্থিমিত হলেও শুক্রবার এবিপি আনন্দ-র প্রতিবেদন অনুযায়ী, শেষমেশ “বিজেপিতে যোগ দিচ্ছেন তারকা অভিনেতা”।
ভাগবতের সঙ্গে ওই বৈঠকের পরে মিঠুন সংবাদ মাধ্যমের কাছে বলেছিলেন, “মোহন ভাগবতের সঙ্গে আমার আধ্যাত্মিক যোগাযোগ রয়েছে। লখনউতে তাঁর সঙ্গে আমার দেখা হয়েছিল এবং পরে মুম্বইতে থাকাকালীন আমার বাড়িতে আসার জন্য তাঁকে অনুরোধ করেছিলাম”। এমনকী রাজনীতিতে প্রবেশেরও কোনো পরিকল্পনা নেই বলে জানিয়ে তিনি বলেছিলেন, “জল্পনা-কল্পনা করবেন না, এ ধরনের কিছুই এখনও ঘটেনি”।
এখনও পর্যন্ত বিজেপি বা রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনার কথা স্বীকার করেননি মিঠুন। তবে কলকাতায় প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে তিনি গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন বলে জোর জল্পনা ছড়িয়েছে।
উল্লেখ্য, এর আগে রাজ্যসভার সদস্য হয়েছিলেন মিঠুন। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সংসদের উচ্চকক্ষে পাঠিয়েছিলেন ২০১৪-র এপ্রিল। তবে বছর দুয়ের পরেই শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেন। ২০১৬-র ডিসেম্বর মাসে তিনি রাজ্যসভা থেকে ইস্তফা দেন।
সারদা আর্থিক কেলেঙ্কারিতেও নাম জড়ায় মিঠুনের। ২০১৪ সালে তাঁকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। অভিযোগ, সারদা থেকে তাঁর অ্যাকাউন্টে ১.২ কোটি টাকা স্থানান্তরিত করা হয়েছিল। সেই টাকা তিনি ইডি-কে ফেরতও দেন।
এক সময়ে উগ্র বামপন্থার সমর্থক হিসেবে পরিচিত ছিলেন মিঠুন। রাজ্যের প্রয়াত পরিবহণমন্ত্রী সুভাষ চক্রবর্তী-সহ বেশ কিছু বামনেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাঁর।
আরও পড়তে পারেন: টিকিট মেলেনি, কান্নায় ভেঙে পড়লেন তৃণমূল বিধায়ক
বীরভূম
টিকিট মেলেনি, কান্নায় ভেঙে পড়লেন তৃণমূল বিধায়ক
“ওরা টুপি পরতে বারন করেছিল, কিন্তু আমি শুনিনি”, অভিযোগ বিদায়ী বিধায়কের!

খবর অনলাইন ডেস্ক: শুক্রবার ২৯১ আসনে প্রার্থীতালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। সেই তালিকায় বাদ পড়েছে নলহাটির বিদায়ী বিধায়ক মইনুদ্দিন শাসমসের নাম। টিকিট না পেয়ে ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়লেন তিনি।
এ দিন ফেসবুক লাইভে তিনি বলেন, “দল যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, সেখানে নলহাটি বিধানসভা থেকে আমার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমার অপরাধ এটাই, আমি পাঁচ বছরে নিজের বিধানসভা এলাকার মানুষের সেবা করার চেষ্টা করেছি। মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সমস্ত বাধা অতিক্রম করে আমি নলহাটির উন্নয়নের চেষ্টা করেছি। আমি কোনো দিন বালি মাফিয়াদের সঙ্গে আপস করিনি। আমি কোনো দিন কয়লা, পাথর মাফিয়াদের সঙ্গে আপস করিনি। এটাই আমার অপরাধ”।
তাঁর মারাত্মক অভিযোগ, “আমার সব থেকে বড়ো অপরাধ, আমি এক জন টুপি পরা মুসলমান। ওরা আমাকে টুপি পরতে বারণ করেছিল। আমি তা শুনিনি”।
পাশাপাশি তৃণমূল নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দলের টিকিট না পেলেও এ বারের ভোটে নলহাটি থেকেই ফের ভোটের ময়দানে লড়বেন। তবে কোন দলে যোগ দেবেন, তা স্পষ্ট করেননি তিনি।
আগামী দু’দিনের মধ্যেই তা স্পষ্ট করবেন বলে জানিয়েছেন তিনি। প্রাক্তন বাম মন্ত্রী কলিমুদ্দিন শামসের পুত্র। উল্লেখ্য,নলহাটি বিধানসভা কেন্দ্রে এ বার তৃণমূলের প্রার্থী হচ্ছেন রাজেন্দ্র প্রসাদ সিং। এই ঘোষণার পরেই ফেসবুক লাইভে তাঁর ওপর হওয়া ‘অবিচারের’ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন মইনুদ্দিন।
উল্লেখ্য, ২০১৬ সালের ভোটে তৃণমূল প্রার্থী হন ছেলে মইনুদ্দিন। সে বার তিনি ফরোয়ার্ড ব্লক প্রার্থী দীপক চট্টোপাধ্যায়কে ১০ হাজারের বেশি ভোটে হারিয়ে দেন।
আরও পড়তে পারেন: পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল
-
রাজ্য8 hours ago
পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল
-
শিক্ষা ও কেরিয়ার2 days ago
কেন্দ্রের নতুন শিক্ষানীতির আওতায় মাদ্রাসায় পড়ানো হবে গীতা, রামায়ণ, বেদ-সহ অন্যান্য বিষয়
-
শিক্ষা ও কেরিয়ার2 days ago
প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় নয়া মোড়, ফের কলকাতা হাইকোর্টে রাজ্য
-
বিনোদন2 days ago
রাজনীতিতে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, যোগ দিলেন তৃণমূলে