Homeখবররাজ্যরহস্যময় কারণে হাতছাড়া জেতা আসন, হারতে বসেও বাংলার ফল দেখে দিলীপ ঘোষ...

রহস্যময় কারণে হাতছাড়া জেতা আসন, হারতে বসেও বাংলার ফল দেখে দিলীপ ঘোষ কি হাসছেন?

প্রকাশিত

কলকাতা: ২০১৯ সালের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের ৪২টি আসনে ১৮টিতে জিতেছিল বিজেপি। আর এ বারের ভোটে এখনও পর্যন্ত যা প্রবণতা, তাতে ১০-১২টি আসনেই থমকে যাবে বলে ধরে নেওয়া যেতে পারে। উল্লেখযোগ্য ভাবে, হারতে বসেছেন বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষ!

মঙ্গলবার সারা দেশের সঙ্গেই লোকসভা ভোটের ফলাফল ঘোষণা পশ্চিমবঙ্গেও। বাংলায় ফলাফলের প্রবণতা দেখার পরই কার্যত হতাশ বিজেপি নেতৃত্ব। দেখা যাচ্ছে, বর্ধমান-দুর্গাপুরে দিলীপ ঘোষ হারতে চলেছেন। অথচ, সেই তিনিই ২০১৯ সালের লোকসভা ভোটে নিজের কেন্দ্র মেদিনীপুর থেকে প্রায় ৮৯ হাজার ভোটে জিতেছিলেন।

গত বার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে বাংলায় লড়েছিল বিজেপি। আর এ বার খাতায়-কলমে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হলেও দলের অন্দরে খবর, প্রার্থী বাছাইয়ে বড়সড় ভূমিকা নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বিজেপির অন্দরমহলে কান পাতলেই শোনা যায়, দিলীপকে এবার নিজের কেন্দ্র থেকে সরিয়ে দেওয়ার নেপথ্যে ভূমিকা থাকতে পারে শুভেন্দুর। ২০১৯ সালে আড়াই হাজারের কম ভোটে জেতা আসনেই প্রার্থী হতে হয় দিলীপকে। আর তার পরিণতি যা হওয়ার সেটাই হচ্ছে। এই কারণেই সম্ভবত, আসন বদলের পর আকারে-ইঙ্গিতে নিজের অনিচ্ছার কথা জানিয়েছিলেন দিলীপ।

এমনিতে, এখনও পর্যন্ত বঙ্গ-বিজেপির সবচেয়ে সফল সভাপতির আখ্যা পেয়ে থাকেন দিলীপ ঘোষ। শুধু বিতর্কিত মন্তব্যের জেরে নয়, ২ থেকে বাংলায় বিজেপির আসন সংখ্যাকে কী ভাবে ১৮-য় পৌঁছে দিতে হয়, সেটা তিনি বাস্তবে করে দেখিয়েছেন। ফলে তাঁর জনপ্রিয়তা বা সাংগঠনিক ক্ষমতাকে খাটো করার একটা চেষ্টা চলেছে বলে মনে করেন রাজ্য বিজেপির আদি নেতারা।

বিশেষ করে, দিলীপকে অন্য আসনে সরিয়ে দেওয়া এবং দিলীপের আসনে আসানসোল থেকে অগ্নিমিত্রা পালকে উড়িয়ে আনার মধ্যে কী এমন রাজনৈতিক কৌশল ছিল, সেটাই স্পষ্ট নয় বিজেপির অনেকের কাছে। এখন বিপর্যয়ের ইঙ্গিত মিলতেই ফের এক বার দিলীপকে তাঁর জেতা আসন থেকে অন্যত্র সরিয়ে দেওয়ার রহস্যময় কারণ নিয়ে চর্চা তুঙ্গে!

আরও পড়ুন: অভিষেকের জয়ে শুভেন্দুর ‘বিপর্যয়’! তৃণমূলের কোন অস্ত্রে বাংলায় ঘায়েল বিজেপি?

সাম্প্রতিকতম

ইরান-আমেরিকা যুদ্ধ কি লাগছে? ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন আসার আগে কী বলল তেহেরান?

ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দিলেন ট্রাম্প, দাবি মার্কিন সংবাদমাধ্যমের। ইরান হুঁশিয়ারি দিয়েছে, আমেরিকা জড়ালে ছড়াবে পূর্ণাঙ্গ যুদ্ধ।

অভিন্ন পোর্টালে কলেজ ভর্তির ঢল, প্রথম দিনেই আবেদন ২৮ হাজার! এআই সহায়তায় রেকর্ড সাড়া

অভিন্ন অনলাইন পোর্টালের মাধ্যমে শুরু হল রাজ্যে কলেজ ভর্তির প্রক্রিয়া। এআই-ভিত্তিক চ্যাট বট ‘বীণা’-র সহায়তায় প্রথম দিনেই আবেদন করলেন ৩৩৮২ জন।

কালোজাম খাচ্ছেন নিয়মিত? বেশি খেলেই বিপদ! কোন খাবারের সঙ্গে একেবারেই নয়

পুষ্টিগুণে ভরপুর কালোজাম রক্তস্বল্পতা ও ডায়াবেটিসে উপকারী হলেও, অতিরিক্ত খেলেই হতে পারে বিপদ। জেনে নিন কোন কোন খাবারের সঙ্গে একে একসঙ্গে খাওয়া বিপজ্জনক।

লোকালে ১৬-২০ বগি! রেলমন্ত্রীর ঘোষণা, বাড়বে কামরা, কমবে বাদুড়ঝোলা ভিড়

১২ কোচের ট্রেনেও কমছে না ভিড়। এবার ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন আনছে রেলমন্ত্রক, জানালেন অশ্বিনী বৈষ্ণব। উপকৃত হবেন কলকাতা-সহ দেশের কোটি নিত্যযাত্রী।

আরও পড়ুন

দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার ইঙ্গিত, কলকাতা সহ বহু জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করছে ঘূর্ণাবর্তের হাত ধরে। কলকাতা সহ উপকূল ও পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস। শুকনো নদীতে ফিরতে পারে জল।

দক্ষিণবঙ্গে বর্ষার আগমন আসন্ন, আজ থেকেই কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে বর্ষা আসছে আগামী ২৪-৪৮ ঘণ্টায়। ১৬ জুন থেকে শুরু ভারী বৃষ্টি, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ১৭ জুন অতি ভারী বৃষ্টির সতর্কতা।

খাদ্যশস্য ঠিকমতো মিলছে কি না জানতে রাজ্যে রেশন দোকানে সোশ্যাল অডিট, প্রথম ধাপে ৫৫৯৩ দোকানে সমীক্ষা

রেশন পরিষেবার মান যাচাইয়ে অভিনব উদ্যোগ রাজ্য সরকারের। প্রথম পর্যায়ে রাজ্যের ৫৫৯৩টি রেশন দোকানে চলবে সোশ্যাল অডিট, জানানো হবে গ্রাহক ও দোকান কর্মীদের মতামত।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে