খবর অনলাইনডেস্ক: দেবীপক্ষ শুরু হয়েছে বৃহস্পতিবার। এর মধ্যেই আবহাওয়া কু ডাকতে শুরু করেছে। নিম্নচাপের ভ্রুকুটি দেখা গিয়েছে। শুক্রবার নাগাদ বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে।
উল্লেখ্য, তাইওয়ানে আঘাত হানা টাইফুন ক্রেথনের কারণে পূর্ব ভারতের দিকে আসা জলীয় বাষ্পের সুবাদে এই নিম্নচাপটি তৈরি হতে চলছে বঙ্গোপসাগরে। পশ্চিমবঙ্গ উপকূল লাগোয়া এই নিম্নচাপটি তৈরি হতে পারে। তবে আশার কথা হল, খুব একটা দুর্যোগ ডেকে আনতে পারবে না এই নিম্নচাপ।
শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে ঠিকই, তবে তাতেও চিন্তার কিছু নেই। এই নিম্নচাপের প্রভাবে মূলত স্থানীয় ভাবে ঝড়বৃষ্টি হবে বিভিন্ন জায়গায়। কিছু জায়গায় বৃষ্টির দাপট বেশি থাকতে পারে কিছু জায়গায় কম। কিন্তু মোটের ওপরে, আবহাওয়া খুব একটা দুর্যোগপূর্ণ হবে না।
এমনিতেও ৯ অক্টোবর, অর্থাৎ ষষ্ঠীর দিন পর্যন্ত দক্ষিণবঙ্গে দফায় দফায় ঝড়বৃষ্টির সতর্কতা থাকছে। সপ্তমী থেকে বৃষ্টির আশঙ্কা কিছুটা কমবে। ফলে পুজো ভেসে যাবে, এমন আশঙ্কার কোনো কারণ নেই। বরং দশমীর পর থেকে দক্ষিণবঙ্গে বর্ষা বিদায়ের পরিস্থিতি তৈরি হবে। উত্তুরে হাওয়ার আগমন হবে ধীরে ধীরে।