প্রয়াত মহাশ্বেতা দেবী, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

0

মারা গেলেন মহাশ্বেতা দেবী। বয়স হয়েছিল ৯০ বছর। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে গত ২ মাস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। রক্তে সংক্রমণ ও কিডনি অচল হয়ে পড়ায় তাঁর শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। এরই মধ্যে ২৩ জুলাই নতুন করে হৃদরোগে আক্রান্ত হন মহাশ্বেতা।বৃহস্পতিবার দুপুর ৩টে ১৬মিনিটে তিনি শেষ নি‌ঃশ্বাস ত্যাগ করেন।

সাহিত্য অকাদেমি, পদ্ম বিভূষণ, জ্ঞানপীঠ, ম্যাগসায়সায় সহ বহু পুরস্কার সম্মানিত করেছে মহাশ্বেতা দেবীর সাহিত্যকৃতি ও সমাজকর্মীর ভূমিকাকে।

তাঁর গুরুত্বপূর্ণ লেখার মধ্যে রয়েছে হাজার চুরাশির মা, স্তন্যদায়িনী, তিনকড়ির সাধ ইত্যাদি। তাঁর বেশ কিছু সৃষ্টি সেলুলয়েডে ধরে রেখেছেন চলচ্চিত্র পরিচালকরা। শুধু সাহিত্য কর্ম নয়, আদিবাসীদের নিয়ে সামাজিক কাজগুলির জন্যও স্মরণে থাকবেন মহাশ্বেতা।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শোক প্রকাশ করেছেন সিপিএম নেতা সূর্ষকান্ত মিশ্র


শোক প্রকাশ করেছেন তাঁর পৌত্র ও প্রয়াত নবারুণ ভট্টাচার্যের পুত্র তথাগত ভট্টাচার্য।  

tathagata

মহাশ্বেতা দেবীর সাক্ষাৎকার

সৌজন্য : ইউটিউব

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন