কলকাতা: সদ্য গঠিত হয়েছে রাজ্য বিজেপির নতুন কমিটি। শুক্রবার বৈঠকের পর শনিবার সকালে অধিকাংশ জেলা সভাপতিকে অপসারণ করল বিজেপি।
৩৯টি সাংগঠনিক জেলা ছিল বিজেপির। এ বার সেটা বাড়িয়ে করা হয়েছে ৪২টি। নতুন তিন সাংগঠনিক জেলা হল বোলপুর, মালদহ দক্ষিণ এবং জয়নগর। প্রত্যেকটির জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এক জন করে সভাপতি।
উত্তর ও দক্ষিণ কলকাতার জেলা-সহ মোট ৩০টি জেলার সভাপতি পদে বদল আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী বছর রাজ্যের পুরসভাগুলির ভোটের কথা মাথায় রেখে এই বাছাই। তবে একসঙ্গে এতজন সভাপতি বদলে দেওয়ার ঘটনা বিরল বলেই দলের অন্দরের একাংশের মত।
তবে শুধুমাত্র জেলা সভাপতি নয়, ইনচার্জ-সহ একাধিক পদে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিজেপি।
উল্লেখ্য, পুরভোটের ফলাফল ঘোষণার পর দিনই, বুধবার নতুন রাজ্য কমিটি ঘোষণা করেছে বঙ্গ বিজেপি। সেই কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে ছাঁটাই হয়েছে সায়ন্তন বসুর নাম। সঞ্জয় সিংহ এবং রথীন বসুকে সাধারণ সম্পাদক পদ থেকে সরানো হলেও তাঁদের দেওয়া হয়েছে নতুন দায়িত্ব। কিন্তু প্রায় বছরপাঁচেক ধরে বঙ্গ বিজেপির অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন এখন সংগঠনে কার্যত ‘পদহীন’। এমনকী, বিজেপির রাজ্য কমিটি থেকে বাদ পড়ার পর এ বার জোনের আহ্বায়ক পদও খোয়াতে হয়েছে তাঁকে।
আরও পড়তে পারেন:
‘বাবা ভুল বলেছে’, অসংলগ্ন মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া মুকুল-পুত্র শুভাংশুর
দিল্লি-মহারাষ্ট্রে সংক্রমণ বাড়লেও তেমন প্রভাব পড়ল না দেশের সংখ্যায়
বড়োদিনে কমল শীত, কলকাতায় পারদ বেড়ে চোদ্দর ঘরে
‘বড়োদিনের আনন্দ করুন কোভিডবিধি মেনে’, উৎসবের রাতে বার্তা মুখ্যমন্ত্রীর
ফের ভেঙে পড়ল মিগ যুদ্ধবিমান, মৃত্যু পাইলটের
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।