মালদা
মালদহের গঙ্গাবক্ষে লরি: সাঁতার কেটে পাড়ে ১২ জন, এখনও নিখোঁজ ২
স্থানীয় মানুষদের অভিযোগ, প্রতি দিন এই ভেসেলগুলি বহনক্ষমতার অতিরিক্ত যানবাহন বোঝাই করে রাজমহল-মানিকচক যাতায়াত করে।

খবরঅনলাইন ডেস্ক: মালদহের মানিকচকে গঙ্গাবক্ষে লরি পড়ে যাওয়ার ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ২ জন নিখোঁজ রয়েছেন। যাঁরা জলে পড়ে গিয়েছিলেন তাঁদের মধ্যে ১২ জন সাঁতরে পাড়ে উঠেছেন বলে পুলিশ জানিয়েছে।
এখনও যে ২ জন নিখোঁজ রয়েছেন তাঁরা হলেন ময়না শেখ ও মন্টু শেখ। এঁরা ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে। এঁদের উদ্ধার করার চেষ্টা এখনও চলছে বলে পুলিশ জানিয়েছে।
সোমবার রাতে গঙ্গাবক্ষে ভেসেল উলটে ৯টি লরি পড়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত সেগুলি তোলা সম্ভব হয়নি। ক্রেন এনে সেই লরিগুলিকে তোলার চেষ্টা হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে সাহায্য করছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ঝাড়খণ্ডের রাজমহল থেকে পাথরকুচি ও বালি বোঝাই গোটা দশেক লরি সোমবার রাতে মানিকচক ঘাটে ভেড়ে। রোল অন রোল অফ ভেসেল থেকে লরিগুলি একে একে নামতে শুরু করে। হঠাৎ ভেসেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। ফলে ভেসেলের বাকি লরিগুলি একে একে গঙ্গায় পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল নিয়ে পুলিশ কিছুক্ষণের মধ্যেই মানিকচক ঘাটে পৌঁছোয়। এ ছাড়া মালদহের জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অলোক রাজোরিয়া-সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা দুর্ঘটনাস্থলে যান। সার্চলাইট জ্বালিয়ে উদ্ধারকাজ শুরু হয়।
স্থানীয় মানুষদের অভিযোগ, প্রতি দিন এই ভেসেলগুলি বহনক্ষমতার অতিরিক্ত যানবাহন বোঝাই করে রাজমহল-মানিকচক যাতায়াত করে। অনেকে গাড়ি নিয়েও এই ভেসেলে নদী পারাপার করেন। যাত্রীরাও বেছে নেন এই পরিবহণ। ভেসেলগুলির উপর ঠিকমতো নজরদারি হয় না। অতিরিক্ত ওজন বহন করার জন্য দুর্ঘটনার আশঙ্কা সব সময়েই থাকে।
খবরঅনলাইনে আরও পড়ুন
আচমকা মেঘের আনাগোনা, থমকে গেল পারদ-পতন
মালদা
মালদহের মানিকচকে ভেসেল উলটে ৮টি ট্রাক পড়ল গঙ্গায়, বেশ কিছু মানুষ নিখোঁজ
ওই ট্রাকগুলিতে চালক-খালাসি মিলিয়ে অন্তত ১৫-১৬ জন ছিলেন। এ ছাড়াও ভেসেলে অল্প কিছু যাত্রীও ছিলেন।

খবরঅনলাইন ডেস্ক: মালদহের মানিকচক ঘাটে ভেসেল উলটে ৮টি ট্রাক গঙ্গায় পড়ে গিয়েছে। এর ফলে বেশ কয়েক জন নিখোঁজ হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। কিন্তু ঠিক কত জন নিখোঁজ তা সরকারি ভাবে জানানো হয়নি। সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল নিয়ে পুলিশ কিছুক্ষণের মধ্যেই মানিকচক ঘাটে পৌঁছোয়। এ ছাড়া মালদহের জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অলোক রাজোরিয়া-সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা দুর্ঘটনাস্থলে যান। সার্চলাইট জ্বালিয়ে উদ্ধারকাজ চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের রাজমহল থেকে পাথরকুচি ও বালি বোঝাই গোটা দশেক ট্রাক সোমবার রাতে মানিকচক ঘাটে ভেড়ে। রোল অন রোল অফ ভেসেল থেকে ট্রাকগুলি একে একে নামতে শুরু করে। হঠাৎ ভেসেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। ফলে ভেসেলে বাকি ট্রাকগুলি একে একে গঙ্গায় পড়ে যায়। ৮টি ট্রাক গঙ্গায় পড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই ট্রাকগুলিতে চালক-খালাসি মিলিয়ে অন্তত ১৫-১৬ জন ছিলেন। এ ছাড়াও ভেসেলে অল্প কিছু যাত্রীও ছিলেন। এঁরা সকলেই গঙ্গায় পড়ে যান।
তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গঙ্গায় যাঁরা পড়ে যান, তাঁদের মধ্যে কেউ কেউ সাঁতরে পাড়ে ওঠেন। বাকিদের খোঁজে সার্চলাইট জ্বালিয়ে তল্লাশি শুরু হয়। ভোরে তল্লাশি আরও জোরদার করা হবে জেলা প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন। ডুবে যাওয়া ট্রাকগুলিও তোলার চেষ্টা হবে।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় মানুষদের অভিযোগ, প্রতি দিন এই ভেসেলগুলি বহনক্ষমতার অতিরিক্ত যানবাহন বোঝাই করে রাজমহল-মানিকচক যাতায়াত করে। অনেকে গাড়ি নিয়েও এই ভেসেলে নদী পারাপার করেন। যাত্রীরাও বেছে নেন এই পরিবহণ।ভেসেলগুলির উপর ঠিকমতো নজরদারি হয় না। অতিরিক্ত ওজনে দুর্ঘটনার আশঙ্কা সব সময়েই থাকে। প্রশাসনের তরফে অবশ্য দুর্ঘটনার কারণ প্রসঙ্গে কিছু জানানো হয়নি।
মালদা
মালদহে প্লাস্টিকের কারখানায় বিস্ফোরণে মৃত ৫, মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে ফিরহাদ হাকিম, আর্থিক সাহায্য
মৃতদের পরিবারকে ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য!

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ মালদহের সুজাপুরে একটি প্লাস্টিক কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত কমপক্ষে পাঁচ, আহত অনেকে। মুখ্যমন্ত্রীর নির্দেশ ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। মৃত এবং আহদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করে রাজ্য।
জানা যায়, এ দিন সকাল ১১টা নাগাদ স্থানীয় একটি প্লাস্টিক কারখানায় বিস্ফোরণটি হয়। কর্মরত শ্রমিকরা সকলেই ওই এলাকারই বাসিন্দা। মোট জনা পঞ্চাশেক শ্রমিক ওই কারখানায় কাজ করতেন। কাজ চলাকালেই একটি ক্রাশার মেশিন সশব্দে ফেটে যায়। এই বিস্ফোরণে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। আরও পাঁচজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণকাণ্ডে মৃত্য়ু হয়েছে পাঁচ জনের। আহত পাঁচ জনের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। প্রমিলা মণ্ডল (৪৫), জুলি বেওয়া (৩৫), জুলেখা বিবি (২৫), আবু শাহেদ (৪৫), মুসা শেখ (৫০) আহত হয়েছেন। এঁরা প্রত্যেকেই কারখানার কর্মী বলেই জানা গিয়েছে।
বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে যান মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া, জেলাশাসক রাজর্ষি মিত্র। ঘটনাস্থল ঘিরে তাঁরা উদ্ধারকাজ শুরু করেন। ফরেনসিক দলের তত্ত্বাবধানে শুরু হয় তদন্ত। ঘটনাস্থলে যান রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা স্থানীয় নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরিও।
অন্যদিকে বিস্ফোরণের খবর পাওয়ার পরই নড়েচড়ে বসে নবান্ন। হেলিকপ্টারে করে ঘটনাস্থলে যান ফিরহাদ হাকিম। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় মৃত এবং আহতদের পরিবারের উদ্দেশে রাজ্যের তরফে আর্থিক সাহায্য় ঘোষণা করেন। বলা হয়, মৃতদের পরিবারকে ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।
পাশাপাশি তিন বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সবাই বৈঠক করেছি। জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি”।
আরও পড়তে পারেন: অপরাধ রুখতে সিসিটিভি-তে মুড়ছে জয়নগর!
মালদা
বছর ঘুরলেই ভোট, মালদহে নয়া জেলা এবং ব্লক কমিটি গড়ল তৃণমূল
জেলা কমিটিতে ঠাঁই পেলেন ৮৮ জন তৃণমূল নেতা।

মালদহ: ২০২১ বিধানসভা ভোটকে সামনে রেখে নতুন জেলা এবং ব্লক কমিটি গঠন করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
ঘটনায় প্রকাশ, মঙ্গলবার রাতে দলের জেলা কোর কমিটির পাঁচ জনের বৈঠকে জেলা কমিটির চূড়ান্ত তালিকা তৈরি করে অনুমোদনের জন্য রাজ্য কমিটিতে পাঠানো হয়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন মেলার পর নতুন কমিটির তালিকা বৃহস্পতিবার প্রকাশ করে তৃণমূল।
জেলা কমিটিতে চেয়ারম্যানপদে রাখা হয়েছে মোয়াজ্জেম হোসেনকে। অন্য দিকে মৌসম নুরকে জেলা সভাপতি করে কো-অর্ডিনেটর পদে নিয়ে আসা হয়েছে তিন তৃণমূল নেতা দুলাল সরকার, মানব বন্দ্যোপাধ্যায় এবং অম্লান ভাদুডি়কে।
অন্য দিকে ২৮ জন সহ-সভাপতির মধ্যে রয়েছেন আবু নাসের খান চৌধুরি এবং জেলার চার বিধায়ক সমর মুখোপাধ্যায়, নিহাররঞ্জন ঘোষ, সাবিনা ইয়াসমিন এবং দিপালি বিশ্বাস।
রয়েছেন ২৯ জন সাধারণ সম্পাদক এবং ২৪ জন সম্পাদক। অন্য দিকে জেলার ১৭টি ব্লকে এক জন করে সভাপতি, দু’জন করে সহ-সভাপতি এবং এক জন করে সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটের ফলাফলের পরে মালদহে দলের জেলা কমিটি ভেঙে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সময় মৌসম নুরকে জেলা সভাপতি, মোয়াজ্জেম হোসেনকে চেয়ারম্যান ও সমর মুখোপাধ্যায়কে কার্যকরী সভাপতি করে তিন জনের জেলা কমিটি গড়ে দেন দলনেত্রী।
কয়েক মাস আগে জেলায় দল পরিচালনার জন্য পাঁচ জনের কোর কমিটি গড়ে রাজ্য কমিটি। তাতে মৌসমকে সভাপতি, মোয়াজ্জেমকে চেয়ারম্যান এবং মানব বন্দ্যোপাধ্যায়, দুলাল সরকার ও অম্লান ভাদুড়িকে কো-অর্ডিনেটর করা হয়।
তবে ভোটের আগে যাতে সাংগঠনিক কাজকর্মে কোনো ব্যাঘাত না ঘটে, সে দিকে তাকিয়েই ৮৮ জন সদস্যকে নিয়ে কমিটি গঠিত হয়েছে বলে দলীয় সূত্রে খবর।
আরও পড়তে পারেন: বাঙালি ভুলতে বসলেও জন্মদিনে গুগল ডুডলে আরতি সাহা
-
হাওড়া3 days ago
বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল
-
বিনোদন3 days ago
বাজেটের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের, সঙ্গে সানি দেওল
-
প্রবন্ধ2 days ago
‘কয়েকটা টাকার বিনিময়ে নেতাজির স্মৃতি ধুলোয় মিশিয়ে দেব?’, বলেছিলেন পদমবাহাদুর
-
বাংলাদেশ3 days ago
টাঙ্গাইলে জেলাশাসকের মানবিক উদ্যোগ, শীতবস্ত্র ও কম্বল বিতরণ