Homeরাজ্যমালদামালদহে ফের তৃণমূল নেতার উপর হামলা, এক কর্মীর মৃত্যু, অঞ্চল সভাপতির অবস্থা...

মালদহে ফের তৃণমূল নেতার উপর হামলা, এক কর্মীর মৃত্যু, অঞ্চল সভাপতির অবস্থা আশঙ্কাজনক

প্রকাশিত

মালদহে ফের তৃণমূল নেতার উপর হামলার ঘটনা। দুলাল সরকার খুনের ১২ দিনের মাথায় কালিয়াচকের নয়া বস্তি এলাকায় মঙ্গলবার সকালে প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগ উঠল। এই হামলায় গুরুতর আহত হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ। নিহত হয়েছেন তৃণমূল কর্মী হাসান শেখ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কালিয়াচক এক নম্বর ব্লকের নওদা যদুপুর এলাকায় নিকাশি এবং রাস্তা উদ্বোধনের অনুষ্ঠান চলছিল। তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ সেখানে উপস্থিত ছিলেন। অভিযোগ, আচমকাই বাইকে করে এসে দুষ্কৃতীরা বকুল শেখের উপর গুলি চালায়।

ঘটনাস্থলে উপস্থিত তৃণমূল কর্মী হাসান শেখও গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় বকুল এবং হাসানকে মালদহ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসান শেখের মৃত্যু হয়। বকুল শেখের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এলাকার একাংশের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই হামলা। বকুল শেখ অভিযোগ করেছেন, অনুষ্ঠানে বাধা সৃষ্টি করছিলেন স্থানীয় এক তৃণমূল নেতা জাকির। সেই সময়েই বাইকে করে এসে দুষ্কৃতীরা গুলি চালায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কে বা কারা এই হামলার পিছনে রয়েছে, তা এখনও নিশ্চিত নয়। ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেছেন, ‘‘এই নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী যদি জানতে চান, তাঁকে বিস্তারিত জানানো হবে।’’

এর আগে, ২ জানুয়ারি মালদহের ইংরেজবাজার শহরে ঝলঝলিয়ার কাছে তৃণমূল নেতা দুলাল সরকারকে গুলি করে হত্যা করা হয়। সেই ঘটনার তদন্তে নাম জড়িয়েছিল তৃণমূলেরই মালদহ শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারির। তাঁকে গ্রেফতার করে পুলিশ। তার পর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।

দুলাল সরকার খুনের রেশ কাটতে না কাটতেই ফের হামলার ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর। তবে এই ধারাবাহিক হামলা রাজ্যের শাসক দলের অভ্যন্তরীণ কোন্দল ও নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন তুলেছে।

সাম্প্রতিকতম

মাঝরাতে নারকেলডাঙার বস্তিতে আগুন, ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন, বহু মানুষ নিরাশ্রয়

কলকাতা: আবার আগুন মহানগরীর বুকে। এ বার নারকেলডাঙার বস্তিতে। শনিবার রাতে খালপাড়ের বস্তিতে আচমকা...

আইএসএল ২০২৪-২৫: চেন্নাইয়ের কাছে হেরে আশাভঙ্গ ইস্টবেঙ্গলের, হায়দরাবাদের কাছে হেরে হ্যাটট্রিক মহমেডানের  

চেন্নাইয়িন এফসি: ৩ (নিশু কুমার, উইলমার জোর্দান গিল, ড্যানিয়েল চিমা চুকু) ইস্টবেঙ্গল এফসি:...

সুন্দরবনের ‘মিনি সুন্দরবন’ ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে, পর্যটকদের কাছে নতুন আকর্ষণ

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন: এ বছর সুন্দরবনের 'মিনি সুন্দরবন'-এ ভিড় ব্যাপকভাবে বেড়ে গেছে। নতুন পর্যটন...

দিল্লিতে কেজরিওয়ালের ভরাডুবি, বিরোধী শিবিরের নেতৃত্ব নিয়ে নয়া সমীকরণ

দিল্লি বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের চমকে দেওয়া হার শুধু আম আদমি পার্টির (আপ) জন্যই...

আরও পড়ুন

ইংরেজবাজারে তৃণমূল কাউন্সিলর খুনে টাউন সভাপতির গ্রেফতার

তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় গ্রেফতার ইংরেজবাজার টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। পুলিশি তদন্তে ধরা পড়ল আরও ষড়যন্ত্রের সূত্র।

মালদহে দুষ্কৃতীদের গুলিতে খুন তৃণমূলের দাপুটে নেতা, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

তৃণমূল নেতাকে গুলি করে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ইংরেজবাজারে দুষ্কৃতীদের ছোড়া গুলি...

মালদায় ধানক্ষেতের পাশ থেকে মহিলার দেহ উদ্ধার, মুখ দগ্ধ অ্যাসিডে, শরীরে কাটাছেঁড়া, পাশে পড়ে গর্ভনিরোধক

রবিবার সকালে ধানক্ষেতের পাশে এই ভাবে বীভৎস অবস্থায় মহিলাকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁর পরিচয় জানা যায়নি।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে