বাঁকুড়া
ডিসেম্বর থেকে ‘দুয়ারে দুয়ারে সরকার’, নয়া প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী এ দিন জানান, ব্লকে ব্লকে ক্যাম্প করে পৌঁছে দেওয়া হবে সরকারি সুবিধা।

খবরঅনলাইন ডেস্ক: বছর ঘুরলেই ভোট। তার আগে সাধারণ মানুষের ঘরে ঘরে সুবিধা পৌঁছে দিতে সোমবার বাঁকুড়ার খাতড়া থেকে নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘দুয়ারে দুয়ারে সরকার।’ মুখ্যমন্ত্রী এ দিন জানান, ব্লকে ব্লকে ক্যাম্প করে পৌঁছে দেওয়া হবে সরকারি সুবিধা।
এ দিন সভায় মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, ভোটের মুখে জনগণের আরও কাছে পৌঁছোতে চাইছে রাজ্য সরকার। এখনও যাঁরা বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য অথচ পাননি, তাঁরা যেমন আবেদন জানাতে পারবেন ওই সব ক্যাম্প থেকে, তেমনই নতুন কোনো দাবিদাওয়া থাকলেও জানাতে পারবেন তাঁরা।
সরকারি আধিকারিকদের মুখ্যমন্ত্রী এ দিন নির্দেশ দেন, ‘‘ব্লকে ব্লকে ক্যাম্প করতে হবে সব দফতরকে নিয়ে। সেখানে কোনো মানুষ যদি বলেন, আমার এটা দরকার, সেটা সঙ্গে সঙ্গে দিতে হবে।” আগামী ১ ডিসেম্বর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রকল্প। বেলা ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত বসবে ক্যাম্প।
এ ছাড়া এ দিন আরও ৩২টি সরকারি প্রকল্পের শিলান্যাস ও সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মোট মূল্য ৩৫৩ কোটি টাকা।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
অক্সফোর্ডের কোভিড-টিকা ৯০ শতাংশ কার্যকরী হতে পারে, বলল অ্যাস্ট্রাজেনেকা
বাঁকুড়া
‘পাহাড়ে আগুন লাগিয়ে ১ জানুয়ারি সেলিব্রেট করল মদ্যপরা,’ শুশুনিয়ার আগুনে ক্ষুব্ধ সাধারণ মানুষ

খবরঅনলাইন ডেস্ক: হাড়কাঁপানো শীতে আগুন লেগে গেল শুশুনিয়া পাহাড়ে। শুক্রবার সন্ধ্যা থেকে আগুনের লেলিহান শিখা গ্রাস করে গোটা পাহাড়কে। এই আগুন লাগার পেছনে একদল মানুষের বেপরোয়া আচরণকে দায়ী করছে বাঁকুড়াবাসী এবং পরিবেশবিদরা।
সাধারণত, গরম কালে এই পাহাড়ে আগুন লাগতে পারে। সেটা খুব একটা অস্বাভাবিক ঘটনাও নয়। গত বছর এপ্রিল মাসেও দাউদাউ করে আগুন জ্বলে উঠেছিল শুশুনিয়ায়। পাহাড়ের শুকনো পাতায় কোনো ভাবে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে।
কিন্তু ভরা শীতে যে ভাবে পাহাড়ে আগুন লেগেছে, সেটা সম্পূর্ণ ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার এই আগুন লাগার পরেই পাহাড় থেকে জীবজন্তু এবং পাখিদের আর্ত চিৎকার শোনা যায়। দমকলকর্মী এবং স্থানীয় প্রশাসন এই আগুন নেভানোর কাজে নেমে পড়েছেন।
এই আগুন সম্পর্কে নিজের ফেসবুক পোস্টে সব্যসাচী ভট্টাচার্য অভিযোগ করেন, “পিকনিকের নামে মদ্যপদের এতটাই উপদ্রব বেড়েছে যে অনেকে পরিবার নিয়ে যেতে ভয় পাচ্ছে শুশুনিয়ায়, বড়ো বড়ো ডিজে বাজিয়ে অশ্লীল গান আর মেনুতে মদ-মাংস এটাই এখন ফ্যাশনে পরিণত হয়েছে। মদ্যপরাই শুশুনিয়ায় আগুন লাগিয়ে এক জানুয়ারি সেলিব্রেট করল।”
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
ইউপিআই লেনদেনে স্বস্তি, কোনো চার্জ লাগবে না
পুরুলিয়া
সাড়ে ৮ মাস পর অবশেষে পুরুলিয়া-বাঁকুড়ার সঙ্গে কলকাতার ট্রেন
উল্লেখ্য, গত ২১ মার্চ, তথা জনতা কার্ফুর আগের দিন এই রুটে শেষবার চলেছিল ট্রেন।

খবরঅনলাইন ডেস্ক: দীর্ঘ সাড়ে ৮ মাস পর অবশেষে কলকাতার সঙ্গে রেলে সংযুক্ত হতে চলেছে পুরুলিয়া-বাঁকুড়া। বৃহস্পতিবার দক্ষিণপূর্ব রেলের তরফে এমনই ঘোষণা করা হয়েছে।
ট্রেনটির নাম হাওড়া-পুরুলিয়া স্পেশাল হলেও সাবেক পুরুলিয়া এক্সপ্রেসের সময়সূচি অনুযায়ী চলবে এই ট্রেনটি। আগামী সোমবার, ১৪ ডিসেম্বর থেকে চালু হচ্ছে এই ট্রেন।
হাওড়া থেকে ট্রেনটি বিকেল ৪:৫০-এ ছেড়ে পুরুলিয়া পৌঁছোবে রাত ১০:১৫-এ। বাঁকুড়ায় পৌঁছোবে রাত ৮:২৮। ফিরতি রুটের ট্রেনটি প্রতি দিন ভোর সাড়ে ৫টায় পুরুলিয়া থেকে ছেড়ে হাওয়া পৌঁছোবে সকাল ১১:২০-তে। পথে দু’মিনিটের স্টপ দিয়ে বাঁকুড়া থেকে ছাড়বে সকাল ৭:০৫-এ।
বাঁকুড়া ছাড়াও, হাওড়া থেকে পুরুলিয়ার মাঝে ট্রেনটি খড়গপুর, গিরি ময়দান, মেদিনীপুর, শালবনি, চন্দ্রকোনা রোড, গড়বেতা, বিষ্ণুপুর, আদ্রা এবং আনারা স্টেশনে দাঁড়াবে।
উল্লেখ্য, গত ২১ মার্চ, তথা জনতা কার্ফুর আগের দিন এই রুটে শেষ বার চলেছিল ট্রেন। তার পর থেকে বন্ধই ছিল ট্রেন চলাচল। ধীরে ধীরে অন্যান্য রুটে স্পেশাল দূরপাল্লার ট্রেন চালু হলেও বাঁকুড়া-পুরুলিয়ার সঙ্গে কলকাতা সংযোগকারী কোনো ট্রেন চালানো হয়নি। এর ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছিল।
সোমবার থেকে ট্রেন চালু হওয়ায় সাধারণ মানুষের সমস্যার অনেকটা সুরাহা হবে বলেই মনে করা হচ্ছে।
খবরঅনলাইনে আরও পড়ুন
কুয়াশা-মেঘ-বৃষ্টি সরিয়ে রাজ্যে কবে পড়বে জাঁকিয়ে শীত?
বাঁকুড়া
‘বিজেপি যদি আমাকে গ্রেফতার করে, তা হলে জেলে বসেই তৃণমূলকে জেতাব’, চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের
জেলবন্দি লালুপ্রসাদ যাদবের কথা টেনে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাঁকুড়া: করোনা আবহে এই প্রথম বুধবার জনসভা করলেন তৃণমূলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ দিন বাঁকুড়ার শুনুকপাহাড়ির সভায় বিজেপির উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, “ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুক”।
তিনি বলেন, “এ কথা মনে রাখবেন আমি মোটেই বিজেপি অথবা তাদের এজেন্সির ধমক-চমকে ভয় পাই না। আমাকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না”।
তিনি বলেন, “বলছে, হয় ঘরে থাকো, নয় জেলে থাকো। আমি বলছি, ক্ষমতা থাকে আমাকে অ্যারেস্ট করুক ধমক-চমকে ভয় পাই না। চ্যালেঞ্জ করছি, জেলে বসেও আমি তৃণমূলকে জেতাব”।
এ প্রসঙ্গেই বিহার বিধানসভা ভোটের কথা টেনে আনেন মমতা। সেখানে জনমতের উপর ভিত্তি করে নয়, বিজেপি কারচুপি করে ক্ষমতা দখল করেছে বলে অভিযোগ করেন তিনি। আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের কথা তুলে ধরে মমতা বলেন,”বিহারেও কারচুপি করে ভোটে জিতেছে বিজেপি। লালুপ্রসাদ যাদব জেলে ভরে রেখেছে, তাও আরজেডি-কে আটকাতে পারেনি”।
২৯৪ বিধানসভা পশ্চিমবঙ্গে ভোট হওয়ার কথা আগামী এপ্রিল-মে মাসে। তার আগে বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনাবেচার অভিযোগ তুলেছেন মমতা। কারও নাম না করেই মমতা বলেন, “বিজেপি ক্ষমতা আসতে পারে বলে কিছু মানুষ দোটানায় পড়েছে। তাই তারাও সুযোগ খুঁজছে। তাঁর কথায়, বিজেপি মিথ্যে জঞ্জালের দল। যখনই ভোট আসে, তখনই তারা নারদা-সারদার ধুয়ো তুলে তৃণমূলকে ভয় দেখায়। কিন্তু আমি বলছি, বিজেপির কোনো চান্স নেই। আমরা আবার বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় ফিরব”।
বিজেপি-সিপিএম-কংগ্রেসকে এক আসনে বসিয়ে মমতা বলেন, “জগাই-মাধাই-গদাইয়ের জোট। সিপিএমের হার্মাদরা এখন বিজেপি। বিজেপি-সিপিএমের কোনো চান্স নেই। রাতের অন্ধকারে গাড়ি নিয়ে বেরোচ্ছেন। আমাদের দলীয় কর্মীরাই খবর দিচ্ছেন। ভোটের আগে টাকা লোভ দেখাচ্ছে। ওটা একটা রাজনৈতিক দল? টাকা নিয়ে নেবেন, কিন্তু ভোট দেবেন না”।
আরও পড়তে পারেন: ‘কে কার সঙ্গে যোগাযোগ করছে, সব নজর রাখছি’, বাঁকুড়ার সভা থেকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
-
হাওড়া3 days ago
বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল
-
বিনোদন3 days ago
বাজেটের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের, সঙ্গে সানি দেওল
-
প্রবন্ধ2 days ago
‘কয়েকটা টাকার বিনিময়ে নেতাজির স্মৃতি ধুলোয় মিশিয়ে দেব?’, বলেছিলেন পদমবাহাদুর
-
কলকাতা2 days ago
ভিক্টোরিয়ায় একসঙ্গে মোদী-মমতা