কলকাতা: বাংলাদেশের শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয় ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। সেই ঘটনার নিন্দা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় তিনি বলেন, “যেকোনও ধর্মের উপর আক্রমণ আমরা নিন্দা করি। আমি ইতিমধ্যেই এই রাজ্যের ইসকন প্রধানের সঙ্গে দু’বার ফোনে কথা বলেছি। তবে এটি একটি আন্তর্জাতিক বিষয়, কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাই মানতে বাধ্য থাকব।”
তিনি আরও বলেন, “আমরা এই আক্রমণকে নিন্দা করি, কিন্তু আন্তর্জাতিক বিষয়ে হস্তক্ষেপ করতে পারি না।”
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বুধবার বলেন, “আমরা আন্তর্জাতিক বিষয়ে প্রতিক্রিয়া দিতে পারি না, তবে ঘটনাটি দুর্ভাগ্যজনক।”
গত সোমবার ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিন্ময় কৃষ্ণ দাসকে “রাষ্ট্রদ্রোহিতার” অভিযোগে গ্রেফতার করা হয়। তিনি চট্টগ্রামের পুণ্ডরিক ধামের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে গ্রেফতার হন। পুণ্ডরিক ধাম বৈষ্ণব ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং ইসকনের উল্লেখযোগ্য স্থান।
চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হওয়া কথিত অত্যাচারের বিরুদ্ধে একাধিক মিছিল ও প্রতিবাদ সংগঠিত করছিলেন। তাঁর গ্রেফতারির পরই বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকার শাহবাগে বিক্ষোভ শুরু হয়। শাহবাগে প্রতিবাদকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ।
উল্লেখযোগ্য ভাবে, ওপার বাংলায় যে উত্তেজনা ছড়িয়েছে, তার আঁচ এসে পৌঁছেছে এবার বাংলাতেও। কেন মুখ্যমন্ত্রী চুপ রয়েছেন, গতকালই তা নিয়ে সরব হন বিজেপি নেতৃত্ব। আর তার পরই বৃহস্পতিবার বিধানসভায় বাংলাদেশ নিয়ে মুখ খুললেন মমতা। একই সঙ্গে তিনি জানিয়ে দিলেন, অন্য দেশের ব্যাপারে কথা বলার এক্তিয়ার নেই তাঁর।