ওয়েবডেস্ক: নিঃসন্দেহে প্রত্যাশার থেকে ভালো ফল করেছে তৃণমূল। বিজেপিকে পেছনে ফেলে এই প্রথম বার কালিয়াগঞ্জ আর খড়গপুর সদরে জিতেছেন তৃণমূলের প্রার্থীরা। অন্য দিকে করিমপুরেও ভালো ব্যবধানে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী। এই ফলাফল নিয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সাধারণ মানুষকে এই জয় উৎসর্গ করে মুখ্যমন্ত্রী বলেন, “এই জয় মা-মাটি-মানুষের জয়। ব্যবধান অতিক্রম করে আমরা জিতেছি। নিঃসন্দেহে খুব ভালো ব্যপার।”
উল্লেখ্য, তৃণমূল তৈরি হওয়ার পর গত ২১ বছরে এই প্রথম বার কালিয়াগঞ্জ আর খড়গপুর সদরে জিতল তারা।
এই জয়ের ব্যাপারে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা আদিবাসী, রাজবংশী, অবাঙালি, সংখ্যালঘু সবার ভোট পেয়েছি।”
আরও পড়ুন উপনির্বাচনের ফলাফল আপডেট: কালিয়াগঞ্জের পর খড়গপুরেও জিতল তৃণমূল, এগিয়ে করিমপুরে
এ ছাড়া বিজেপির উদ্দেশেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী। এই ভোটের ফলাফল যে এনআরসির বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটা বলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি বলেন, “ঔদ্ধত্য, যথেচ্ছাচার চালাচ্ছে বিজেপি। সেই সঙ্গে বেকারত্বে জেরবার সাধারণ মানুষ।”
বিজেপি সাধারণ মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করছে সে কথাও বলেন মুখ্যমন্ত্রী।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।