Homeখবররাজ্য‘দিদি আছে, ভয় পাবেন না, দরকারে থালাবাটি বেচে...!’ এসআইআর ইস্যুতে বার্তা মমতার,...

‘দিদি আছে, ভয় পাবেন না, দরকারে থালাবাটি বেচে…!’ এসআইআর ইস্যুতে বার্তা মমতার, অভিষেকের দিল্লি অভিযানের ঘোষণা

প্রকাশিত

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে চলতে থাকা আতঙ্কের প্রতিবাদে মঙ্গলবার রাজপথে নামল তৃণমূল কংগ্রেস। রেড রোডের বি.আর. আম্বেদকর মূর্তির সামনে থেকে সংবিধানের কপি হাতে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে বিশাল মিছিল শুরু হয়।
বিভিন্ন ধর্মের প্রতিনিধি, মতুয়া সম্প্রদায়ের মানুষ, বিশিষ্ট ব্যক্তিত্ব ও টলি-টেলি তারকারা অংশ নেন এই মিছিলে। প্রায় ৪.৫ কিলোমিটার পথ হাঁটে তৃণমূলের এই মিছিল, শেষ হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে, যেখানে গড়ে ওঠে প্রতিবাদ মঞ্চ।

সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দিদি এখনও আছে, ভয় পাবেন না! ওরা কারও নাম বাদ দিতে পারবে না। যাঁদের কোনও কাগজ নেই, তাঁরা তৃণমূলের ক্যাম্পে যান, আমরা সব ব্যবস্থা করব—দরকারে থালাবাটি বেচে হলেও সাহায্য করব।”

তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন ও বিজেপি “ভোটের আগে আতঙ্ক ছড়াতে চাইছে”। তাঁর প্রশ্ন, “কেন শুধু বাংলায় এসআইআর হচ্ছে? নাগাল্যান্ড, অসম, ত্রিপুরায় নয় কেন? রোহিঙ্গারা যদি বাংলায় আসে, তবে কোথা থেকে আসে?”

অভিষেকের ঘোষণা: দু’মাসের মধ্যে দিল্লি অভিযান

মমতার আগেই বক্তৃতা করতে উঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, “নেত্রীর অনুমতি নিয়েই বলছি—আগামী দু’মাসের মধ্যে এসআইআর বিরোধী আন্দোলন নিয়ে দিল্লি অভিযান হবে।”

তিনি জানান, শিগগিরই জেলা সফরে গিয়ে এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখবেন। মঞ্চের সামনে গত এক সপ্তাহে ‘এসআইআর আতঙ্কে মৃত’ সাত জনের নাম লেখা তোরণ ছিল। সেই তোরণে পুষ্পার্ঘ অর্পণ করেন মমতা ও অভিষেক—তাঁরা তাঁদের “শহিদ” বলে উল্লেখ করেন।

বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি রাজীব বসু

মতুয়া সম্প্রদায় ও বিজেপিকে বার্তা

মমতা বলেন, “মতুয়াদের ভুল বুঝিয়ে বিজেপি নাগরিকত্বের নামে টাকা তুলেছিল, কিন্তু কিছুই দেয়নি। এখন ভয়ের পরিবেশ তৈরি করছে।”

অভিষেক সতর্ক করে বলেন, “মতুয়া ভাইবোনেরা বিজেপির ফাঁদে পা দেবেন না। না হলে আপনারা অসমের ১২ লক্ষ হিন্দু বাঙালির মতো অবস্থায় পড়বেন।”

কমিশন ও কেন্দ্রকে একসঙ্গে নিশানা

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতার বক্তব্য, “২০০২ সালের তালিকা কতটা নির্ভুল, সেটা নিয়েও সন্দেহ আছে। ১৯৮৯ সালে দ্বিজেন মুখোপাধ্যায় সল্টলেকে গিয়েছিলেন, কিন্তু ২০০২ সালের তালিকায় তাঁর নাম ছিল না! এখন সেই তালিকাকেই সূচক ধরা হচ্ছে!”

তিনি আরও বলেন, “বাংলাদেশ ও মায়ানমারের সীমানা যে রাজ্যগুলির সঙ্গে, তার মধ্যে একমাত্র বাংলাতেই এসআইআর হচ্ছে কেন? কারণ, অসমে হলে বিজেপি হেরে যেত!”

শেষে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, “ভোটার তালিকা থেকে এক জন বৈধ ভোটারের নাম বাদ দিলে দিল্লির সরকারও টিকবে না।”

এসআইআর ইস্যুতে তপ্ত বাংলা

এক সপ্তাহে ‘এসআইআর আতঙ্কে’ ছয় জনের মৃত্যু এবং কলকাতায় তৃণমূলের শক্তিপ্রদর্শনের পর এই ইস্যু এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু।  তৃণমূল যেখানে এসআইআর-কে “মানবিক সংকট” হিসেবে তুলে ধরছে, বিজেপি বলছে, “এটি নির্বাচন কমিশনের নিয়মিত প্রক্রিয়া, বৈধ নাগরিকদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্মার্টফোন আসক্তিতে বাড়ছে মনঃসংযোগহীনতা ও মানসিক অস্থিরতা, ‘পপকর্ন ব্রেন’র সমস্যায় ভুগছেন না তো?

রিল ভিডিওর প্রতি অতিরিক্ত আসক্তি বাড়াচ্ছে মনঃসংযোগের ঘাটতি ও মানসিক অস্থিরতা। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘পপকর্ন ব্রেন’। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার মস্তিষ্ককে করে তুলছে চঞ্চল ও ক্লান্ত।

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ! আশপাশের গাড়িতেও আগুন, ১০জনের মৃত্যু

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান! জলের অভাবে তেহরান খালি করার ‘হুঁশিয়ারি’ প্রেসিডেন্টের

ইরানে ভয়াবহ খরার পরিস্থিতি। রাজধানী তেহরানের জলাধার প্রায় শূন্য, বৃষ্টিপাত ৯২% কম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আশঙ্কা—পরিস্থিতি না সামলালে তেহরান খালি করতে হতে পারে। সরকার জলের রেশনিং ও জরিমানা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত চক্ষু অস্ত্রোপচার শিবির ২৩ ডিসেম্বর থেকে

খবর অনলাইন ডেস্ক: জীবন্ত ঈশ্বরের আরাধনায়, অসহায় আত্মজনের সেবায়…। গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত ‘বিনা...

আরও পড়ুন

বঙ্গে হেমন্ত! নেমেছে তাপমাত্রা—কবে আসছে শীত?

বঙ্গজুড়ে নেমেছে তাপমাত্রা, ভোরে কুয়াশার চাদরে মোড়া শহর ও গ্রাম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে শীতের আগমনী হাওয়া বইছে।

এ বার আলাদা আবেদন ছাড়াই স্বয়ংক্রিয় ভাবে হবে পুর-মিউটেশন! জমি-বাড়ি কেনাবেচায় নতুন পদক্ষেপ রাজ্য সরকারের

জমি ও বাড়ি কেনাবেচায় আর আলাদা করে পুর-মিউটেশনের আবেদন করতে হবে না। রেজিস্ট্রেশনের সময়েই স্বয়ংক্রিয়ভাবে পুরসভার নথিতে নতুন মালিকের নাম যুক্ত হবে—রাজ্য সরকারের নতুন উদ্যোগে সহজ হবে প্রক্রিয়া।

হেমন্তেই শিরশিরানি বাতাস! দক্ষিণবঙ্গে পারদ নামার ইঙ্গিত, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস— দক্ষিণবঙ্গে নামবে তাপমাত্রা, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা। হেমন্তের সকালে বাড়ছে শীতের আমেজ, আসছে শীতের বার্তা।