জলপাইগুড়ি ও মালদা জেলা পরিষদ দখলে নেওয়ার পর এবার মোর্চাকেও নতুন করে ভাঙল তৃণমূল। বুধবার তৃণমূলে যোগ দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সহ সভাপতি ও জিটিএর সভা চেয়ারম্যান প্রদীপ প্রধান। মদন তামাং হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রদীপের তৃণমূলে যোগ দেওয়া আটকাতে যাবতীয় চেষ্টা করেছিলেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। কিন্তু শেষ রক্ষা হল না। মোর্চায় ভাঙন অবশ্য এই প্রথম নয়। এর আগে প্রাক্তন বিধায়ক হরকা বাহাদুর ছেত্রীও যোগ দিয়েছেন তৃণমূলে। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতাও করেন হরকা।

প্রদীপ প্রধান তৃণমূলে যোগ দেওয়ার পর এদিন কার্সিয়াং-এর এক সভা থেকে মোর্চার উদ্দেশ্যে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কিছুদিন আগেই জিটিএ থেকে পদত্যাগ করার হুমকি দিয়েছেন বিমল গুরুং। শুধু এবার নয় গত বছরও এমন হুমকি দিয়েছিলেন মোর্চা সুপ্রিমো। যদিও শেষ পর্যন্ত পদত্যাগ করেননি। সেই কথা তুলে মমতা এদিন বলেন, ‘প্রতিবছর জিটিএ নির্বাচনের আগেই মোর্চা রাজনীতি করে। নির্বাচনের ছয়মাস আগে থেকে ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট স্কিম নেওয়ার মত এক স্কিম শুরু কিরে মোর্চা। এটা পাহাড়ের মানুষ দেখতে চায় না। এই করে পাহাড় ২০-২৫ বছর পিছিয়ে গেছে’।
আগামী দিনে পাহাড় তৃণমূল কংগ্রেস-কে ভোট দিলে, পাহাড়কে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।