আমরা করি ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ওরা করে ‘কুৎসার ভাণ্ডার’: মমতা বন্দ্যোপাধ্যায়ের

তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই লক্ষ্মীর ভান্ডার চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীকী ছবি

কলকাতা: বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের স্টেডিয়াম থেকে ২০ লক্ষ মহিলার হাতে ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র প্রাপ্য পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে জানালেন, সবমিলিয়ে রাজ্যের ১ কোটি ৫১ লক্ষ মহিলা এই প্রকল্পের আওতাভুক্ত হলেন।

বৃহস্পতিবার তৃতীয় তৃণমূল সরকার শপথ নেওয়ার প্রথম বর্ষপূর্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করলেন বিজেপি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বিধানসভা ভোটের প্রচারে রাজ্যে ঝড় তুলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তবে তার পর আর রাজ্যে আসেননি। বছরখানেক পরে দু’দিনের সফরে এখন রাজ্যে রয়েছেন অমিত শাহ। নাম না করেই তাঁর কড়া সমালোচনা করেন মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা অন্য রাজ্যের থেকে অনেক ভালো। আমরা যেটা বলি সেটা করি। অন্যেরা সেটা করে না। বরং কুৎসা করে। আমরা করি লক্ষ্মীর ভাণ্ডার, ওরা করে কুৎসার ভাণ্ডার”!

mamata banerjee lakshmir bh

তিনি আরও বলেন, “২০ লক্ষ মহিলার লক্ষ্মীর ভাণ্ডারে একসঙ্গে এ দিন টাকা পৌঁছল। অন্যরা প্রতিশ্রুতি দিলে তা রাখে না। কোনো ঘটনা ঘটলে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। কোনো রং দেখে বাংলায় বিচার হয় না। এটা উত্তরপ্রদেশ, বিহার নয়, এটা বাংলা। যদি কেউ বলে বাংলায় যেও না, গেলে খুন হয়ে যাবে, আমার খুব গায়ে লাগে। বাংলা অন্য রাজ্যের থেকে অনেক ভাল। উত্তরপ্রদেশে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ ধর্ষণ করে”।

তাঁর হুঁশিয়ারি, “আমাদের কেউ দোষ করে যেমন শাস্তি হয়, যে চক্রান্ত করে তারও শাস্তি হয়। …আমদের রাজ্যে মেয়েদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প রয়েছে। কৃষক, খেতমজুরদের জন্য আর্থিক সাহায্য দেওয়া হয়। স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্যের মানুষ বিনামূল্যে চিকিৎসা পায়”।

২০২১ সালের রাজ্য বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসার পর চালু হয় ওই প্রকল্প। এর আওতায় প্রতি মাসে ৫০০ টাকা করে হাতে পান সাধারণ মহিলারা। তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের জন্য এই অনুদানের অংক ১০০০ টাকা।

আরও পড়তে পারেন:

দীর্ঘ ৬ বছর পর রাজ্যে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে শিক্ষক নিয়োগ, জানাল এসএসসি

দুর্গাপুজোকে স্বীকৃতির অনুষ্ঠানে আমন্ত্রিত নয় রাজ্যেরই কেউ, অমিত শাহের অনুষ্ঠান ঘিরে বিতর্ক

সংক্রমণের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতা, গত ২৪ ঘণ্টায় তিন হাজার সুস্থ

পশ্চিমবঙ্গে বেড়েছে বামেদের প্রভাব? খোঁজ নেবেন অমিত শাহ

ইউক্রেনের মানুষদের দুর্দশা অবিলম্বে শেষ হোক, যৌথ বিবৃতি ভারত আর ফ্রান্সের

বিজ্ঞাপন