‘৫০ হাজারের বেশি ভোটে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়’, বিস্ফোরক মন্তব্য জয় বন্দ্যোপাধ্যায়ের

0

কলকাতা: বৃহস্পতিবার ভোটগ্রহণ চলছে ভবানীপুরে। প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee)। তবে ভোট শেষ হওয়ার আগেই তৃণমূল প্রার্থীর জয় সুনিশ্চিত করে আগামী ভবিষ্যদ্বাণী করে দিলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। যা শুনে হতবাক রাজনৈতিক মহল।

বিজেপির জাতীয় কার্যকরী কমিটির সদস্য এবং রাজ্য বিজেপির সহ-সভাপতি জয় জানিয়ে দিলেন, ভবানীপুর থেকে ৫০ হাজারেরও বেশি ভোটে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট শেষ হওয়ার আগেই তাঁর এই মন্তব্যই এখন রাজ্য-রাজনীতির অন্যতম চর্চার বিষয় হয়ে উঠল।

এই সময় ডিজিটালের রিপোর্ট অনুযায়ী, বিজেপি নেতা দাবি করেছেন, গত বিধানসভা নির্বাচনে বিজেপি যে ভুল করেছিল, সেই একই ভুল করেছে এই বারের উপনির্বাচনেও। তাঁর দাবি, রাজ্যের শীর্ষ নেতৃত্বকে তিনি বারবার বলেছিলেন, এই রাজ্যে ক্ষমতায় আসতে হলে বাঙালি প্রার্থীকে দিয়েই বাংলার মানুষের মন জয় করতে হবে। অবাঙালি প্রার্থী দিয়ে ভোটব্যাঙ্কে প্রভাব ফেলা সম্ভব নয়।

গত বিধানসভা ভোটে ভবানীপুর থেকে জয়ী হয়েছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর বিপরীতে বিজেপির প্রার্থী হয়েছিলেন রুদ্রনীল ঘোষ। প্রায় ২৮ হাজার ভোটে হারেন অভিনেতা। ২১ মে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শোভনদেব। সেই আসনের উপনির্বাচনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা।

তৃণমূল নেতৃত্বের মতে, গতবারের মার্জিন এ বার আরও বাড়বে। তবে প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে প্রার্থী করে প্রচারে কোনো খামতি রাখেনি বিজেপি। বিজেপির আইনজীবী প্রার্থী নিজের জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। কিন্তু খোদ রাজ্য বিজেপির অন্যতম নেতার এহেন মন্তব্য তৃণমূলের ধারণাকেই মান্যতা দিল।

জয় বলেছেন, দীর্ঘ অভিনয় জীবনে বাংলার গ্রামেগঞ্জে ঘুরেছেন তিনি। বাংলার মাটি ও মানুষকে খুব ভালো করেই চেনেন। মানুষের পছন্দ-অপছন্দ বোঝার ক্ষমতা তাঁর বেশি। ভবানীপুরে অনেক অবাঙালি থাকলেও তাঁরা বাঙালি প্রার্থীকেই চান। কারণ, তাঁরাও নিজেদের বাঙালি বলেই পরিচয় দেন। ফলে মমতার বিরুদ্ধে অবাঙালি প্রার্থী দিয়ে একই ভুল করল বিজেপি।

তবে সব কিছুই স্পষ্ট হয়ে যাবে আগামী ৩ অক্টোবর ভোটের বাক্স খুললেই!

আজকের আরও কিছু কিছু উল্লেখযোগ্য খবর পড়তে পারেন:

উত্তর ভারত থেকে বর্ষার বিদায়যাত্রা শুরু ৬ অক্টোবর, অত্যন্ত দ্রুতগতিতে বাকি পথ অতিক্রম করার আশা

বড়োসড়ো ধাক্কা! কংগ্রেসে থাকছেন না পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ

এত বছর বাদে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বোমা বিস্ফোরণ, মণিপুরে হত ২

বড়োসড়ো ধাক্কা! কংগ্রেসে থাকছেন না পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ

দিল্লির আদালতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হাজিরা দিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়

পঞ্জাবের পর এ বার ছত্তীসগঢ়েও সমস্যায় জর্জরিত কংগ্রেস, দিল্লিতে রাহুলের কাছে ১৫ বিধায়ক

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.