Homeখবররাজ্যবাংলায় লোকসভা ভোট প্রচারে সর্বাধিক হেলিকপ্টার ব্যবহার তৃণমূলের

বাংলায় লোকসভা ভোট প্রচারে সর্বাধিক হেলিকপ্টার ব্যবহার তৃণমূলের

প্রকাশিত

চলতি লোকসভা ভোটের প্রচারে সবচেয়ে বেশি হেলিকপ্টার ব্যবহার করেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, গোটা নির্বাচনে বাংলার বিভিন্ন প্রান্তে তৃণমূল প্রচার কর্মসূচিতে মোট ৫২১ বার হেলিকপ্টার ব্যবহার করেছে। অন্যদিকে, রাজ্যে বিজেপি ১২৪টি কর্মসূচিতে হেলিকপ্টার ব্যবহার করেছে। কংগ্রেসের ব্যবহারের সংখ্যা ছিল মাত্র দু’টি। এবারের প্রচারে বামেরা কোনও হেলিকপ্টার ব্যবহার করেনি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তৃণমূল মোট ৬৭৬ বার হেলিকপ্টার ব্যবহারের অনুমতি চেয়েছিল, যার মধ্যে ৫২১ বার অনুমোদন পেয়েছে। বিজেপি ১৮৩ বার প্রচারে কপ্টার ব্যবহার করেছে। নির্দল প্রার্থীরাও দু’বার হেলিকপ্টার ব্যবহারের অনুমতি চেয়ে দু’বারই ছাড়পত্র পেয়েছে। তাদের ব্যবহারের সংখ্যার সঙ্গে কংগ্রেস সমান।

উল্লেখ্য, ভোটের প্রচারে দেশের মধ্যে বাংলাই এগিয়ে আছে। এ রাজ্যে প্রায় ১ লক্ষ সভা, মিছিল-সহ নানা কর্মসূচি করেছে বিভিন্ন রাজনৈতিক দল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আর কোনও রাজ্যে ভোটের প্রচারে এত বেশি সভা, মিছিল ইত্যাদি হয়নি।

বৃহস্পতিবার শেষ দফার ভোটপ্রচার শেষে কমিশন সূত্রে জানা যায়, বাংলায় কর্মসূচি করতে চেয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের তরফে এক লক্ষ ১৯ হাজার ২৭৬টি আবেদন জমা পড়ে। তার মধ্যে ৯৫ হাজার আবেদনের অনুমতি দেওয়া হয়। রাজ্যের মধ্যে আবার সবচেয়ে বেশি প্রচার হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। সেখানে ১০,৬৮৮টি কর্মসূচি হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা।

তৃণমূলের ব্যাপক প্রচার 

তৃণমূল কংগ্রেসের এই ব্যাপক প্রচারের মাধ্যমে দলের শক্তিকে আরও বৃদ্ধি করতে চেয়েছে। হেলিকপ্টার ব্যবহার ও প্রচারের এই পরিসংখ্যান প্রমাণ করে যে, তৃণমূল নির্বাচনী লড়াইয়ে কতটা গুরুত্ব দিয়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূলের এই প্রচেষ্টা তাদের ভোটব্যাঙ্ককে কি আরও সুসংহত করবে? জানা যাবে ৪ জুন।

পড়ুন

শনিবার শেষ দফার ভোটে নজরে মোদী, কঙ্গনা, অনুরাগ, অভিষেক 

শনিবার শেষ দফার ভোট, ফলাফলের অপেক্ষায় থাকা শেয়ার বাজারে কী প্রভাব পড়বে

বিজেপি ও অন্যান্য দলের প্রচার 

বিজেপি ও অন্যান্য দলের প্রচারও কম ছিল না, তবে তৃণমূলের তুলনায় তাদের প্রচার ছিল অনেক কম। বিজেপির হেলিকপ্টার ব্যবহারের সংখ্যা ছিল ১২৪, যা তৃণমূলের ব্যবহারের সংখ্যার প্রায় এক-চতুর্থাংশ। কংগ্রেস ও নির্দল প্রার্থীদের হেলিকপ্টার ব্যবহারের সংখ্যা ছিল সমান, মাত্র দু’টি করে।

সাম্প্রতিকতম

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

র‍্যাগিং বিতর্ক নয়, এবার যাদবপুর শিরোনামে উপায়নের কোটি টাকার চাকরির সাফল্যে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপায়ন দে ১ কোটি ৪৫ লক্ষ টাকার চাকরি পেলেন। প্লেসমেন্টে নজিরবিহীন সাফল্য বিশ্ববিদ্যালয়ের, চাকরি পেলেন ৯৫ শতাংশেরও বেশি পড়ুয়া।

আরও পড়ুন

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

ইডির মামলায় জামিন কল্যাণময়ের, তবে এখনও জেলমুক্তি নয়, অন্য কোন মামলায় তাঁকে থাকতে হবে জেলে?

ইডির মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তবে সিবিআইয়ের মামলায় জেল হেফাজতেই থাকছেন তিনি।

উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় ফের রোদের দেখা

উত্তরবঙ্গের একাধিক জেলায় সপ্তাহভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, কলকাতায় সোমবারের পর মঙ্গলবার রোদের দেখা মিলল।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে