Homeখবররাজ্যবাংলায় লোকসভা ভোট প্রচারে সর্বাধিক হেলিকপ্টার ব্যবহার তৃণমূলের

বাংলায় লোকসভা ভোট প্রচারে সর্বাধিক হেলিকপ্টার ব্যবহার তৃণমূলের

প্রকাশিত

চলতি লোকসভা ভোটের প্রচারে সবচেয়ে বেশি হেলিকপ্টার ব্যবহার করেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, গোটা নির্বাচনে বাংলার বিভিন্ন প্রান্তে তৃণমূল প্রচার কর্মসূচিতে মোট ৫২১ বার হেলিকপ্টার ব্যবহার করেছে। অন্যদিকে, রাজ্যে বিজেপি ১২৪টি কর্মসূচিতে হেলিকপ্টার ব্যবহার করেছে। কংগ্রেসের ব্যবহারের সংখ্যা ছিল মাত্র দু’টি। এবারের প্রচারে বামেরা কোনও হেলিকপ্টার ব্যবহার করেনি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তৃণমূল মোট ৬৭৬ বার হেলিকপ্টার ব্যবহারের অনুমতি চেয়েছিল, যার মধ্যে ৫২১ বার অনুমোদন পেয়েছে। বিজেপি ১৮৩ বার প্রচারে কপ্টার ব্যবহার করেছে। নির্দল প্রার্থীরাও দু’বার হেলিকপ্টার ব্যবহারের অনুমতি চেয়ে দু’বারই ছাড়পত্র পেয়েছে। তাদের ব্যবহারের সংখ্যার সঙ্গে কংগ্রেস সমান।

উল্লেখ্য, ভোটের প্রচারে দেশের মধ্যে বাংলাই এগিয়ে আছে। এ রাজ্যে প্রায় ১ লক্ষ সভা, মিছিল-সহ নানা কর্মসূচি করেছে বিভিন্ন রাজনৈতিক দল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আর কোনও রাজ্যে ভোটের প্রচারে এত বেশি সভা, মিছিল ইত্যাদি হয়নি।

বৃহস্পতিবার শেষ দফার ভোটপ্রচার শেষে কমিশন সূত্রে জানা যায়, বাংলায় কর্মসূচি করতে চেয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের তরফে এক লক্ষ ১৯ হাজার ২৭৬টি আবেদন জমা পড়ে। তার মধ্যে ৯৫ হাজার আবেদনের অনুমতি দেওয়া হয়। রাজ্যের মধ্যে আবার সবচেয়ে বেশি প্রচার হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। সেখানে ১০,৬৮৮টি কর্মসূচি হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা।

তৃণমূলের ব্যাপক প্রচার 

তৃণমূল কংগ্রেসের এই ব্যাপক প্রচারের মাধ্যমে দলের শক্তিকে আরও বৃদ্ধি করতে চেয়েছে। হেলিকপ্টার ব্যবহার ও প্রচারের এই পরিসংখ্যান প্রমাণ করে যে, তৃণমূল নির্বাচনী লড়াইয়ে কতটা গুরুত্ব দিয়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূলের এই প্রচেষ্টা তাদের ভোটব্যাঙ্ককে কি আরও সুসংহত করবে? জানা যাবে ৪ জুন।

পড়ুন

শনিবার শেষ দফার ভোটে নজরে মোদী, কঙ্গনা, অনুরাগ, অভিষেক 

শনিবার শেষ দফার ভোট, ফলাফলের অপেক্ষায় থাকা শেয়ার বাজারে কী প্রভাব পড়বে

বিজেপি ও অন্যান্য দলের প্রচার 

বিজেপি ও অন্যান্য দলের প্রচারও কম ছিল না, তবে তৃণমূলের তুলনায় তাদের প্রচার ছিল অনেক কম। বিজেপির হেলিকপ্টার ব্যবহারের সংখ্যা ছিল ১২৪, যা তৃণমূলের ব্যবহারের সংখ্যার প্রায় এক-চতুর্থাংশ। কংগ্রেস ও নির্দল প্রার্থীদের হেলিকপ্টার ব্যবহারের সংখ্যা ছিল সমান, মাত্র দু’টি করে।

সাম্প্রতিকতম

স্মার্টফোনে ম্যালওয়্যার আছে কি না কী ভাবে বুঝবেন, কী করবেন ফোনকে সুরক্ষিত রাখতে

স্মার্টফোন আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সারাক্ষণ নেটজালে বন্দি রয়েছি আমরা, নেটের...

ভারতের নতুন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা, দায়িত্ব গ্রহণ বুধবার থেকে, জানুন তাঁর পরিচয়

আরবিআই-এর ২৬তম গভর্নর হিসেবে নিয়োগ পেলেন সঞ্জয় মালহোত্রা। তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন এই প্রথিতযশা আইএএস অফিসার।

চলতি অধিবেশনেই ‘এক দেশ, এক ভোট’ বিল পেশ করতে পারে মোদী সরকার, তীব্র বিতর্কের সম্ভাবনা

শীতকালীন অধিবেশনে কেন্দ্র আনতে চলেছে ‘এক দেশ, এক নির্বাচন’ বিল। ঐক্যমত গড়ে তোলার উদ্যোগ নিয়েছে মোদী সরকার। বিরোধীদের অংশগ্রহণে আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ ভারতের

সোমবার ঢাকায় বাংলাদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর প্রতিবেশী দেশে...

আরও পড়ুন

ভোটার কার্ডে ভুল পরিচয়, ৬ বছর কারাবাস, অবশেষে পরিবারের কাছে ফিরলেন নলিনী

ভুল পরিচয়ে ৬ বছর কারাবাস। নলিনী চৌধুরীর পরিবারকে খুঁজে বের করে তাঁর মুক্তির ব্যবস্থা করল ডিএলএসএ।

আলু না দিলে সব্জি নয়, ঝাড়খণ্ড সীমানায় লরি আটকে ক্ষোভ বাসিন্দাদের

আলু রফতানিতে কড়াকড়ি করায় ঝাড়খণ্ডে আলুর দাম অস্বাভাবিক বেড়েছে। এর প্রতিবাদে বাংলার সব্জি লরি আটকে সীমান্তে বিক্ষোভ ঝাড়খণ্ডবাসীর।

ইডির মামলা থেকে জামিন পেলেন ‘কালীঘাটের কাকু’, হাই কোর্টের শর্তসাপেক্ষে অনুমতি

কলকাতা হাই কোর্টের তিনটি শর্তে জামিন পেলেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে