Homeখবররাজ্য'স্কুলে ফিরুন', বললেন মমতা, আন্দোলনে অনড় চাকরিহারারা

‘স্কুলে ফিরুন’, বললেন মমতা, আন্দোলনে অনড় চাকরিহারারা

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

‘যাঁরা চাকরি ফিরে পেয়েছেন, তাঁরা নিশ্চিন্তে স্কুলে ফিরে যান’, এমন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর কলেজ মাঠের প্রশাসনিক সভা থেকে তিনি সাফ জানিয়ে দেন, আন্দোলন নয়, কর্মস্থলে ফিরে গিয়ে ক্লাস করাই এখন বেশি জরুরি। একই সঙ্গে তিনি বলেন, “গরমে বসে থাকবেন না। বেতনের চিন্তা করবেন না। সরকার বেতন দেবে, যারা আপনাদের উস্কানি দিচ্ছে, তারা কিছু দেবে না।”

প্রয়োজনে আবার সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও জানালেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “আপনাদের চাকরি গিয়েছিল সুপ্রিম কোর্টে। আমরা রিভিউ পিটিশন করেছিলাম। গ্রুপ সি-ডি নিয়েও দরকার হলে ফের রিভিউ করব। আমাদের ওপর বিশ্বাস রাখুন। যারা চাকরি ফিরিয়েছে, তাদের ওপর আস্থা রাখুন— যারা চাকরি কেড়ে নিয়েছে, তাদের নয়।”

এই ইস্যুতেই বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী। নাম না করে বিজেপিকে বিঁধে বললেন, “বাংলায় কিছু লোক বসে আছে, চাকরি খাওয়ার জন্য। জনগণের কোনও কাজ করে না, শুধু কোর্টে গিয়ে পিআইএল করে। চাকরি আমরা দিচ্ছি আর ওরা চাকরি খাচ্ছে! এর দায় কোর্টের নয়।”

এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও বলেন, “মুখ্যমন্ত্রী পূর্ণভাবে আন্দোলনকারীদের পাশে রয়েছেন। বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন, আমরা রিভিউ করছি।” যদিও আন্দোলনরত চাকরিহারারা যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ না হওয়ায় এসএসসি ভবনের সামনে সোমবার সন্ধ্যা থেকে অবস্থানে অনড়। যদিও কমিশন একটি বিবৃতি দিলেও, তাতে তালিকা প্রকাশ নিয়ে কিছু উল্লেখ ছিল না।

অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন ‘জুটা’ আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, “সরকার যোগ্য-অযোগ্য গুলিয়ে দিতে চাইছে, এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। অবিলম্বে তালিকা প্রকাশ করা উচিত।”

এদিকে এসএসসি ভবনে সোমবার থেকে আটকে রয়েছেন কমিশনের চেয়ারম্যান-সহ আধিকারিকেরা। সোমবার রাতে আন্দোলনকারীদের একাংশ ভবনের ভিতরে খাবার পাঠাতে দেননি। পরে অবশ্য পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হয় এবং খাবার প্রবেশ করতে দেয় আন্দোলনকারীরা।

বিধাননগর পুলিশের ডিসি অনীশ সরকার জানান, শান্তিপূর্ণ প্রতিবাদে আপত্তি নেই, তবে পুলিশকে কর্তব্য পালনে বাধা দেওয়া চলবে না।

সাম্প্রতিকতম

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খোলা প্রাক্তন মিস পুদুচেরি সান রেচালের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করলেন প্রাক্তন মিস পুদুচেরি ও মডেল সান রেচাল। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় এসেছিলেন তিনি। মানসিক চাপই কি কারণ?

খাফরের পিরামিডের নীচে লুকনো শহর! স্ফিংক্সের নীচে গোপন চেম্বারের হদিশ

গিজার পিরামিডের নীচে বিশাল গোপন শহরের সন্ধান! সোনার স্ক্যানে মিলল স্ফিংক্সের নীচে গোপন চেম্বার ও ঘোরানো সিঁড়ির হদিশ। গবেষণায় চমকে উঠেছেন মিশরবিদরা।

আরও পড়ুন

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা; ১৭ জুলাইয়ের পর উত্তরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা

নতুন নিম্নচাপের সম্ভাবনায় দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির আনাগোনা। পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা। ১৭ জুলাইয়ের পর উত্তরবঙ্গেও সক্রিয় হতে চলেছে বর্ষা, সম্ভাবনা অতি ভারী বৃষ্টির।