আরজি কর মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন এবং তার সঙ্গে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের তুলনা টেনে এনে বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক-স্বাধীনতা দিবসে বেহালায় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, “অনেকে ভাবছেন, বাংলাদেশের মতো এখানেও সরকার ফেলে দেবেন। কিন্তু আমি ক্ষমতার লোভ করি না।”
মমতার মতে, আরজি করের ঘটনার প্রতিবাদে যে আন্দোলন চলছে, তা বিশেষ রাজনৈতিক দল পরিকল্পিতভাবে করাচ্ছে। তিনি অভিযোগ করেন, “বিরোধীরা মনে করছে, মমতাকে ক্ষমতা থেকে সরাবে। কিন্তু তারা জানে না, মমতার সরতে মাত্র এক সেকেন্ড লাগে। অন্যায়ের কাছে মাথা নত করি না, করব না।”
উল্লেখ্য, বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন ধীরে ধীরে সরকারবিরোধী আন্দোলনের রূপ নেয় এবং তার ফলস্বরূপ শেখ হাসিনার সরকার পতন ঘটে। সেই আন্দোলনের ধাক্কায় হাসিনা প্রধানমন্ত্রী পদ ছেড়ে দিতে বাধ্য হন এবং বর্তমানে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। কিছু বিরোধী নেতা আরজি কর আন্দোলনের সঙ্গে বাংলাদেশের সেই আন্দোলনের তুলনা টানেন। মমতা এদিন সেই প্রসঙ্গই তুলে বলেন, “এই আন্দোলনে অধিকাংশই ছাত্রছাত্রী নন। রাজনৈতিক দল এটি পরিকল্পিতভাবে করছে।”
বিরোধীদের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেন, “তৃণমূল এই রাজনৈতিক চক্রান্তের বিরুদ্ধে পাল্টা কর্মসূচির ডাক দেবে। যতদিন বেঁচে থাকব, আমি মানুষের জন্য ন্যায়বিচার আনতে কাজ করব।”