যেমন কথা তেমন কাজ। নোবেল চুরির তদন্তভার রাজ্যের হাতে চেয়ে কেন্দ্রকে চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্য মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় এদিন বর্ধমানে বলেন, ২০১৫ সালের ডিসেম্বরে নোবেল চুরি তদন্তের গতি প্রকৃতি জানতে চেয়ে রাজ্য সরকার চিঠি দিয়েছিল কেন্দ্রকে, তার উত্তর এখনও আসেনি। আবারও ২৪ ঘণ্টার মধ্যে তদন্তের হাল হকিকত জানতে চেয়ে কেন্দ্রকে চিঠি দেওয়া হবে।
বৃহস্পতিবার বিশ্বভারতীতে দাঁড়িয়ে সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, ‘ নোবেল চুরি আমাদের লজ্জা, সিবিআই তদন্ত করছে, যদি কিনারা না করতে পারে তবে যদি আমি দায়িত্ব পাই চুরির কিনারা করব’। গত ২০০৪ সালের মার্চ মাসে বিশ্বভারতী থেকে চুরি হয়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদকটি। কিছুদিন তদন্ত চলার পর তদন্ত থেকে হাত গুটিয়ে নেয় সিবিআই। সুইডেন থেকে নোবেল পদকের রেপ্লিকা নিয়ে আসেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। পরে জনসমাজের চাপে ফের তদন্ত শুরু করে সিবিআই। তবে এখনও চুরির কিনারা করা যায়নি।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।