Homeখবররাজ্য‘পুজোয় ফিরে আসুন’ মমতার আহ্বান, তীব্র সমালোচনায় সরব আন্দোলনকারী থেকে বিরোধীরা

‘পুজোয় ফিরে আসুন’ মমতার আহ্বান, তীব্র সমালোচনায় সরব আন্দোলনকারী থেকে বিরোধীরা

প্রকাশিত

সোমবার এক মাস পূর্ণ হল আরজি কর কাণ্ডে নির্যাতিতার মৃত্যুর। এই দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান জানান, ‘‘পুজোয় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন।’’ তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিরোধী দলগুলি তীব্র সমালোচনায় সরব হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থাকেন, অনেক মানুষের তো সমস্যা হয়। অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছেন। আলো লাগলে তাঁদের ঘুমের সমস্যা হয়।’’

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন, ‘‘মুখ্যমন্ত্রী কি গোটা রাজ্যের মানুষকে তাঁর দলের চাকরবাকর মনে করছেন? তিনি কি ঠিক করবেন, মানুষ কখন আন্দোলন থামাবে?’’ তিনি আরও বলেন, ‘‘গোটা বাংলা ভারাক্রান্ত, আন্দোলনকারীরা নিজেদের কন্যা, মা, সহোদরা মনে করে প্রতিবাদ করছেন। মুখ্যমন্ত্রীর উচিত ছিল সমব্যথী হয়ে মানুষের পাশে দাঁড়ানো, অথচ তিনি মানুষকে পুজোর আনন্দে মাততে বলছেন।’’

এই সমালোচনার পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরাও মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন। রাত দখলের ডাক দেওয়া রিমঝিম সিংহ বলেন, ‘‘জনসাধারণ এখন আন্দোলনকেই মহোৎসব মনে করছেন। তাঁরা ঠিক করবেন কোনটা উৎসব।’’ তিনি আরও যোগ করেন, ‘‘এই আন্দোলন শুধুমাত্র একটি ঘটনার জন্য নয়, ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে, সেই দাবিতেই মানুষ পথে নেমেছেন। রাজ্য প্রশাসন এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি, তাই মানুষই ঠিক করবেন, তাঁরা কোন উৎসবে যোগ দেবেন।’’

আরজি কর মামলায় সুপ্রিম কোর্টের একাধিক প্রশ্নের মুখে রাজ্য

সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি শেষ হওয়ার পরে মুখ্যমন্ত্রীর এই আহ্বান এসেছে। আদালত জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিলেও সাধারণ আন্দোলনকারীদের জন্য কোনো নির্দেশ দেয়নি। এরই মধ্যে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে এবং পুজোর সময়ে আন্দোলনের রূপ কেমন হবে, তা নিয়ে প্রশাসন চিন্তিত।

অনেকে মনে করছেন, পুজোর আবহে আন্দোলনের তীব্রতা কমতে পারে, তবে অন্য অনেকের ধারণা পুজোর সময়ে আন্দোলনের রূপ পরিবর্তিত হতে পারে। বামপন্থী হিসেবে পরিচিত অভিনেত্রী উষসী চক্রবর্তী বলেন, ‘‘এবার পুজোর মুড নেই কারও মনেই। যেখানে নারীরা সুরক্ষিত নন, সেখানে পুজোর কেনাকাটা করার কোনো মানে হয় না।’’

সাম্প্রতিকতম

মহানগরীতে ঠাকুর দেখা ১: রাজীব বসুর ক্যামেরায়

একদিকে ডাক্তাররা বসে আছেন ধর্মতলার অনশন-মঞ্চে অন্যদিকে জনস্রোত নেমেছে কলকাতার বিভিন্ন পূজামণ্ডপে – শহরের...

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করে পদার্থবিদ্যায় নোবেল পেলেন জন হপফিল্ড এবং জিওফ্রে হিন্টন  

এবার পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার জিতলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপফিল্ড এবং কানাডার জিওফ্রে হিন্টন।...

কলগামে পঞ্চমবারের জন্য জয়ী হলেন সিপিআই (এম) নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি

সিপিআই (এম) নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি কলগাম আসনে পঞ্চমবারের জন্য জয়ী হয়েছেন। তিনি ৩৩,৩৯০ ভোট পেয়ে জামাত-এ-ইসলামি প্রার্থী সায়ার রেশিকে পরাজিত করেছেন।

‘সত্যের জয় হয়েছে,’ হরিয়ানা বিধানসভা নির্বাচনে জিতে বললেন বিনেশ ফোগাট

কুস্তিগীর বিনেশ ফোগাট জুলানা আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিনেশ ফোগাটের জয়ে কংগ্রেস সমর্থকদের উচ্ছ্বাস বাড়ছে।

আরও পড়ুন

জয়নগরে স্কুল ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় সঠিক তদন্তের দাবিতে এপিডিআরের মিছিল

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: কুলতলির নাবালিকা স্কুল ছাত্রীর ধর্ষণ ও হত্যার ঘটনার সঠিক তদন্তের দাবিতে...

বীরভূমের কয়লাখনিতে বিস্ফোরণে ৭ শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণ ঘোষণা, প্রশ্ন শ্রমিকদের নিরাপত্তা নিয়ে

বীরভূমের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭ জন শ্রমিকের পরিবার পিছু ৩২ লক্ষ টাকা ক্ষতিপূরণ...

ধর্নামঞ্চে গিয়ে বুঝলাম সাহস কেন সংক্রামক

শ্রয়ণ সেন এক জুনিয়র ডাক্তারকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছেন মধ্যবয়সি এক মহিলা। অশীতিপর...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?