রাজ্য
চা-শ্রমিকের খুবলে খাওয়া দেহ, ‘মানুষ-খেকো’ চিতাবাঘের আতঙ্ক ডুয়ার্সে
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: ‘মানুষ-খেকো’ চিতাবাঘের আতঙ্ক ছড়াল ডুয়ার্সে। চা-বাগান থেকে এক মহিলার দেহাংশ উদ্ধারের পর এই আতঙ্ক ছড়িয়েছে শ্রমিকদের মধ্যে। জলপাইগুড়ির মালবাজার ব্লকের বেতগুড়ি চা-বাগান থেকে মঙ্গলবার সকালে ওই মহিলা চা-শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। শুক্রামণি ওরাওঁ (৩৮) নামে ওই মহিলা ওই চা-বাগানেরই বাসিন্দা। শুক্রামণি সোমবার বিকেলে কাজ থেকে স্বামী বীরসাই-এর সঙ্গেই ফিরছিলেন। মাঝপথে তিনি […]
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: ‘মানুষ-খেকো’ চিতাবাঘের আতঙ্ক ছড়াল ডুয়ার্সে। চা-বাগান থেকে এক মহিলার দেহাংশ উদ্ধারের পর এই আতঙ্ক ছড়িয়েছে শ্রমিকদের মধ্যে। জলপাইগুড়ির মালবাজার ব্লকের বেতগুড়ি চা-বাগান থেকে মঙ্গলবার সকালে ওই মহিলা চা-শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। শুক্রামণি ওরাওঁ (৩৮) নামে ওই মহিলা ওই চা-বাগানেরই বাসিন্দা।
শুক্রামণি সোমবার বিকেলে কাজ থেকে স্বামী বীরসাই-এর সঙ্গেই ফিরছিলেন। মাঝপথে তিনি স্বামীকে বাড়িতে চলে যেতে বলে বাজারে যান। আর বাড়ি ফেরেননি। সারা রাত খুঁজেও তাঁর খোঁজ মেলেনি। মঙ্গলবার সকালে কাজ করতে গিয়ে চা-বাগানের ২২নং সেকশনে তাঁর ক্ষতবিক্ষত, খোবলানো দেহ দেখতে পান চা-শ্রমিকরা। হাত, পা, বুকের অনেকটা অংশই ছিল না। এর পরেই খবর দেওয়া হয় বন দফতরে। মাল ওয়াইল্ড লাইফ স্কোয়াড থেকে বনকর্মীরা এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পাঠান। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বনকর্মীরা জানিয়েছেন, মৃতদেহের আশেপাশে চিতাবাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া গিয়েছে। তা থেকেই অনুমান চিতাবাঘের আক্রমণেই মৃত্যু হয়েছে ওই মহিলার। তার পর তাঁর দেহের কিছু অংশ খুবলে খেয়েছে সে। যদিও ঘটনা বিরলতম, বলছেন বনকর্তা থেকে শুরু করে পশুপ্রেমীরাও।
ডুয়ার্সের চা-বাগান এলাকায় চিতাবাঘের আতঙ্ক নতুন কিছু নয়। তবে চিতার আক্রমণে জখম হওয়ার ঘটনা ঘটলেও দেহ খাওয়ার মতো ঘটনা ঘটেনি। জলপাইগুড়ির একটি পশু এবং পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক এবং প্রাণীবিদ্যার অধ্যাপক রাজা রাউত জানিয়েছেন, “চিতাবাঘের মানুষ খাওয়ার মতো ঘটনা খুবই বিরল। বছর দশেক আগে ডুয়ার্সের এক শিশুর সঙ্গে এই ঘটনা ঘটেছিল। কিন্তু পূর্ণবয়স্ক মানুষ মেরে খাওয়ার এই ঘটনা বিপদের সংকেত দিচ্ছে। জঙ্গলে খাদ্য-খাদকের সংকট প্রকট করছে এই ঘটনা।”
আতঙ্কে রয়েছেন চা-শ্রমিকরাও। বাগানের ম্যানেজার শংকর সিংহ জানিয়েছেন, কিছু দিন থেকেই এখানে চিতাবাঘের উৎপাত চলছে। তাঁরা বন দফতরের কাছে খাঁচা বসানোর অনুরোধ জানিয়েছেন। বন দফতর সেই ব্যবস্থা করছে। উত্তরবঙ্গের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) উজ্বল ঘোষ জানিয়েছেন, ময়না তদন্তে যদি প্রমাণ মেলে মহিলার দেহ চিতাবাঘ খেয়েছে, তবে এটি বিরলতম ঘটনা বলে গণ্য হবে।
রাজ্য
নতুন করে উদ্বেগের মাঝে সাময়িক স্বস্তি রাজ্যের কোভিডগ্রাফে
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ২০৯ জন।

কলকাতা: নতুন করে করোনা সংক্রমণে সাময়িক ভাবে স্থিতাবস্থা ধরা পড়ল বৃহস্পতিবার। রাজ্যের দৈনিক করোনা সংক্রমণের হার এ দিন ১-এর উপরে থাকলেও কিছুটা কমল সক্রিয় রোগীর সংখ্যা। এক মাসেরও বেশি সময় পর দেশে দৈনিক সংক্রমণ ১৭ হাজারের গণ্ডি অতিক্রম করে ফেলেছে। এহেন পরিস্থিতিতে সাময়িক স্বস্তি রাজ্যের কোভিডগ্রাফে।
রাজ্যের কোভিড-তথ্য
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে কোভিডে (Covid 19) আক্রান্ত হয়েছেন ২০৯ জন। এর ফলে রাজ্যে মোট কোভিডরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৭৫ হাজার ৯২১ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৭ জন। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৬২ হাজার ৪১৪ জন। গত ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যু হয়েছে রাজ্যে। রাজ্যে মোট মৃতের সংখ্যা ১০ হাজার ২৭৩ হয়েছে।
রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৩ হাজার ২৩৬ জন। গত ২৪ ঘণ্টায় ৯ জন সক্রিয় রোগী কমেছে রাজ্যে। রাজ্যে সুস্থতার হার বর্তমানে ৯৭.৬৫ শতাংশ।
দৈনিক সংক্রমণের হার
গত ২৪ ঘণ্টায় রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৪৯১টি। ফলে এ দিন সংক্রমণের হার ছিল ১.০৭ শতাংশ।
তবে রাজ্যের সামগ্রিক সংক্রমণের হারও আরও কিছুটা কমেছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট ৮৬ লক্ষ ৩৮ হাজার ৭৮টি নমুনা পরীক্ষা হয়েছে। সংক্রমণের হার রয়েছে ৬.৬৭ শতাংশ।
কলকাতা ও উত্তর ২৪ পরগণার পরিস্থিতি
উত্তর ২৪ পরগণায় নতুন সংক্রমণ কিছুটা কমলেও, কলকাতায় নতুন আক্রান্তের সংখ্যা সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৭৫ এবং উত্তর ২৪ পরগণায় ৪৫ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এই দুই জেলায় সুস্থ হয়েছেন যথাক্রমে ৬০ এবং ৫৫ জন। দুই জেলাতেই নতুন করে কারও মৃত্যু হয়নি।
কলকাতায় এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৬৯৯, উত্তর ২৪ পরগণায় মোট আক্রান্ত ১ লক্ষ ২৩ হাজার ৩৫৬। কলকাতায় বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ১,২১৮ জন এবং উত্তর ২৪ পরগণায় ৯৩৩। দুই জেলায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৩,১০২ এবং ২,৫০৯ জনের।
জেলায় জেলায়
এ দিন দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ায় নতুন করে আক্রান্ত যথাক্রমে ১০ এবং ১৩ জন। বাকি সমস্ত জেলাতেই নতুন করে আক্রান্তের সংখ্যা ১০-এর নীচে। তবে নদিয়ায় মৃত্যু হয়েছে এক কোভিডরোগীর।
উল্লেখযোগ্য ভাবে পশ্চিম বর্ধমানে ৯ জন, হুগলিতে ৮ জন, নদিয়ায় ৮ জন, দার্জিলিংয়ে ৭ জন এবং উত্তর দিনাজপুরে ৫ জন কোভিড আক্রান্ত শনাক্ত হয়েছেন। তবে আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুরে নতুন করে শনাক্ত হননি।
আরও পড়তে পারেন: নতুন সংক্রমণ ছাড়াল ১৭ হাজারের গণ্ডি, শুধু মহারাষ্ট্রেই ১০ হাজার
পশ্চিম মেদিনীপুর
সুশান্তবাবু না? অশীতিপর বৃদ্ধ পিছনে থেকে হাত টেনে ধরতেই প্রাক্তন মন্ত্রী বললেন, ‘আমি বাবু নই’
“ঘর থেকে তুলে এনে হাত-পা ভেঙে আমিই চিকিৎসা করাব”, গ্রামবাসীদের উদ্দেশে টোটকা-বার্তা সিপিএমের এক সময়ের দোর্দণ্ডপ্রতাপ নেতার!

খবর অনলাইন ডেস্ক: জনশ্রুতি রয়েছে, তাঁর কথায় এক সময় বাঘে-গোরুতে এক ঘাটে জল খেত। সিপিএমের সেই দোর্দণ্ডপ্রতাপ নেতা সুশান্ত ঘোষ ফের স্বমহিমায়! তবে এখন তিনি আরও বেশি ‘কাছের মানুষ’! নিজেকে ‘বাবু’ সম্বোধনেও ঘোর আপত্তি তাঁর!
২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে আর বাড়ি ফিরতে পারেননি সুশান্ত। জেলায় হয়তো গিয়েছেন, ভোট দিয়েছেন, কিন্তু বাড়ি ফেরা আর হয়নি। কঙ্কালকাণ্ডে নাম জড়িয়েছিল পশ্চিম মেদিনীপুরের দাপুটে সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন পঞ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী। দীর্ঘদিন জেলবন্দি থাকার পর জামিনে মুক্তির পর বাড়ি ফিরেছেন তিনি।
শোনা যাচ্ছে, এ বারের বিধানসভা ভোটেও সুশান্তকে প্রার্থী করবে সিপিএম। তবে গড়বেতায় নয়। তাঁকে প্রার্থী করা হতে পারে শালবনি থেকে। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের শালবনিতেই তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
জেলায় ফেরার দিনেই তিনি বলেছিলেন, “মানুষের ভালোবাসা ছাড়া আমাদের মতো কমিউনিস্টদের আর বড়ো কিছুই পাওয়ার নেই। যাঁরা লাল পতাকাকে ভালোবাসেন, তাঁরা আমাকেও ভালোবাসেন।”
তবে রাজ্যপাট গেলেও তাঁর কথার ঝাঁঝ এখনও অটুট। ওই ভাইরাল ভিডিয়োয় শোনা যাচ্ছে, তিনি গ্রামবাসীদের উদ্দেশে বলছেন, ‘‘মাওবাদীরা জানে সুশান্ত ঘোষ কে? তৃণমূল- বিজেপির বাপ-ঠাকুরদারাও জানে, এত দিন যা করেছে, করেছে, আমি তো ছিলাম না, মানুষের পাশে দাঁড়াতে পারিনি, এখন কারোর গায়ে যদি হাত পড়ে, সোজা গাঁয়ে যাব, ঘর থেকে তুলে এনে হাত-পা ভেঙে আমিই চিকিৎসা করাব’’।
গ্রামবাসীদের উদ্দেশে তাঁর এই টোটকা-বার্তা মধ্যেই পিছন থেকে এক অশীতিপর বৃদ্ধ তাঁর হাত টেনে ধরে বলেন, “আরে সুশান্তবাবু না”?
জবাবে প্রাক্তন মন্ত্রী বললেন, “সুশান্তবাবু না, আপনাদের ঘরের ছেলে”।
আরও পড়তে পারেন: রাজ্যের ৯৭ বিধায়ক কোটিপতি, ধনীর তালিকায় প্রথম তিন শাসক দলের
রাজ্য
তৃণমূলে যোগ দিলেন সংগীতশিল্পী অদিতি মুন্সি-সহ আরও অনেকেই
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ঊষা চৌধুরী।

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার তৃণমূল ভবনে দলের সাংসদ সৌগত রায়ের হাত থেকে শাসক দলের পতাকা তুলে নিলেন সংগীতশিল্পী অদিতি মুন্সি (Aditi Munshi)। শোনা যাচ্ছে, তাঁকে প্রার্থী করতে পারে তৃণমূল।
তৃণমূল-যোগ অনুষ্ঠানে সৌগত বলেন, “অদিতি পরিচিত মুখ।বিদেশেও গিয়েছে। আমি অদিতিকে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিক কালে তার যোগদান বিশেষ ভাবে উল্লেখ্যযোগ্য”।
রাজ্য সরকারি অনুষ্ঠানে এর আগে একাধিক বার সংগীত পরিবেশন করতে শোনা গিয়েছে অদিতিকে। এ দিন যোগদান মঞ্চেও তিনি গান শোনালেন। বলেন, “আমাকে যোগ্য মনে করায় আমি কৃতজ্ঞ। তৃণমূলের কর্মী হতে পেরে আমি খুবই আনন্দিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই কাজ করব”।
এ দিনই রাজ্যের মন্ত্রী শশী পাঁজার নেতৃত্বে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন টেলিভিশন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ঊষা চৌধুরী, ভোজপুরী অভিনেতা-পরিচালক ধীরজ পণ্ডিতও শাসক শিবিরে যোগ দেন।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই তৃণমূলে টলিউডের বিভিন্ন পরিচিত মুখ যোগ দিচ্ছেন। শাসক শিবিরের থেকে খানিকটা পিছিয়ে থাকলেও যুযুধান বিজেপি-ও তারকাদের যোগদান করাচ্ছে। যেমন সোমবার বিজেপিতে যোগ দিয়েছেন টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বুধবার তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কয়েক সপ্তাহ ধরেই রাজনীতিতে টলিউড-যোগ রীতিমতো ধারাবাহিক ভাবেই চলছে। তৃণমূল, বিজেপি উভয় দলেই নাম লেখাচ্ছেন অভিনেতারা।
আরও পড়তে পারেন: রাজ্যের ৯৭ বিধায়ক কোটিপতি, ধনীর তালিকায় প্রথম তিন শাসক দলের
-
প্রযুক্তি2 days ago
মাত্র ২২ টাকায় জিও ফোন প্রিপেড ডেটা ভাউচার! জানুন বিস্তারিত
-
শিক্ষা ও কেরিয়ার1 day ago
কেন্দ্রের নতুন শিক্ষানীতির আওতায় মাদ্রাসায় পড়ানো হবে গীতা, রামায়ণ, বেদ-সহ অন্যান্য বিষয়
-
রাজ্য3 days ago
৯২ আসনে লড়বে কংগ্রেস, জানালেন অধীর, আব্বাসকে নিয়ে জট অব্যাহত
-
দেশ2 days ago
স্বামীর ‘দাসী’ নন স্ত্রী, এক সঙ্গে থাকতে বাধ্য করা যাবে না, বলল সুপ্রিম কোর্ট