কলকাতা: কলকাতা পুরভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতার পথে তৃণমূল। সরকারি ভাবে পুরো ফলাফল এখনও ঘোষণা না হলেও মোটামুটি ১৩৪টা ওয়ার্ড তৃণমূল পাচ্ছে এটা ধরে নেওয়াই যায়। আর তাই এ বার পরবর্তী পুরবোর্ড গঠন করার চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে ঘাসফুল শিবিরে।
আগামী ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার হাজরা রোডের মহারাষ্ট্র নিবাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কলকাতা পুরসভায় নতুন বোর্ড গঠন হবে। ওই দিনই মনোনীত হবে মেয়রের নাম। মঙ্গলবার পুরভোটের ফলাফল স্পষ্ট হতেই এ কথা জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিন অসমের উদ্দেশে রওনা দেন মমতা। তার আগে বিমানবন্দরে পৌঁছে তৃণমূলনেত্রী জানান, আগামী ২৩ ডিসেম্বর মহারাষ্ট্র নিবাসে জয়ী প্রার্থীদের নিয়ে সভা করবে দল। ওই সভায় মনোনীত করা হবে পুরসভার নতুন মেয়রের নাম।
ফলাফলের প্রতিক্রিয়া দিতে গিয়ে মমতা বলেন, ‘‘আমি মা মাটি মানুষদের, আমার ভাই বোনদের অভিনন্দন জানাই। উৎসবের মতো করে এই নির্বাচন হয়েছে। গণতন্ত্রের জয়। এটাই আশা ছিল। আমরা মা মাটি মানুষের প্রতি কৃতজ্ঞ।”
আরও পড়তে পারেন:
রেকর্ড! গণতন্ত্রের শ্মশানযাত্রা ঘটিয়ে জয়ী দিদিতন্ত্র আর ছাপ্পাতন্ত্র, বলছে বামেরা
পুরভোটে জয়ী তৃণমূলের ৭ সাংসদ-বিধায়ক
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।