কলকাতা: এ বার পুকুর ভরাট করে ফ্ল্যাট তৈরি অভিযোগ উঠল স্বয়ং মেয়রের ওয়ার্ডে। শুধু তাই নয় বিল্ডিং প্ল্যান পাশ করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুরসভার বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সেই বিল্ডিং প্ল্যান বাতিল করার নির্দেশ দিলেন ক্ষুব্ধ মেয়র।
ঘটনাটি কলকাতা পুরসভার ১৩১ নম্বর ওয়ার্ডে বিএন রোডে। পুকুর ভরাট করার অভিযোগ এ শহরে অবশ্য নতুন নয়। এর আগেও পুকুর ভরাটের ভুরি ভুরি অভিযোগ উঠেছে। তবে এবার মেয়র, শোভন চট্টোপাধ্যায়, যে ভাবে নিজের উদ্যোগে সেটা আটকালেন সেটা উল্লেখযোগ্য। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকে শো-কজ করা হবেও বলে জানিয়েছেন মেয়র।
মেয়র এ দিন বলেন, “বিল্ডিং প্ল্যানটি বাতিল করা নিয়ে ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার আর আর্কিটেক্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।” এর পাশাপাশি মানিকতলায়ও একটি পুকুর বুজিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গে মেয়র বলেন, “পুরসভার রেকর্ডে এবং গুগুল ম্যাপ দেখে যদি জানা যায় এখানে পুকুর ছিল তাহলে পুরসভাই সেই পুকুর আবার নতুন করে কেটে দেবে।”