Homeখবররাজ্যমেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর ঘটনায় ১২ চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা

মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর ঘটনায় ১২ চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা

প্রকাশিত

মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রসূতি মামনি রুইদাসের মৃত্যুর ঘটনায় ১২ জন চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিশ। শুক্রবার গাফিলতির অভিযোগে তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়।

গত ৮ জানুয়ারি কেশপুরের বাসিন্দা মামনি রুইদাস পুত্রসন্তানের জন্ম দেন মেদিনীপুর মেডিক্যাল কলেজে। ৯ জানুয়ারি রাতে তাঁর মৃত্যুর পর অভিযোগ ওঠে, রিঙ্গার ল্যাকটেট স্যালাইনের বিষক্রিয়ার কারণেই এই মৃত্যু। তবে তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য।

স্বাস্থ্যদপ্তরের নির্দেশে গঠিত ১৩ সদস্যের তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী, মৃত্যুর কারণ স্যালাইনের বিষক্রিয়া নয়, বরং অপারেশন থিয়েটারে দায়িত্বশীল চিকিৎসকদের অনুপস্থিতি এবং জুনিয়র ডাক্তারদের ভুল চিকিৎসা। জানা যায়, ঘটনার দিন কোনও RMO বা সিনিয়র চিকিৎসক উপস্থিত ছিলেন না। অ্যানাস্থেশিয়া থেকে প্রসূতির ডেলিভারি – সবই করেছিলেন অভিজ্ঞতা কম থাকা ডাক্তাররা।

এই রিপোর্টের ভিত্তিতে মেদিনীপুর মেডিক্যালের সুপার-সহ অভিযুক্ত ১২ চিকিৎসককে সাসপেন্ড করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, সিআইডির মাধ্যমে এই ঘটনার তদন্তের নির্দেশও দেন তিনি। শুক্রবার কোতোয়ালি থানায় গাফিলতি, সরকারি কর্মচারী হিসেবে দায়িত্বে অবহেলা এবং অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করা হয়।

আজ সিআইডি কর্মকর্তারা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে নতুন সুপার ইন্দ্রলীন সেনের সঙ্গে দেখা করেন এবং তথ্য সংগ্রহ করেন।

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “সিনিয়র চিকিৎসকরা দায়িত্ব না নিয়ে জুনিয়র ডাক্তারদের উপর চাপিয়ে দিয়েছিলেন। তাঁদের এই গাফিলতির ফলেই প্রসূতির মৃত্যু হয়েছে। হাসপাতালের অন্যান্য ইউনিটে একই স্যালাইন ব্যবহৃত হয়েছে, তাতে কোনো সমস্যা হয়নি। এটা স্পষ্টভাবে ‘হিউম্যান এরর।’”

এই ঘটনায় চিকিৎসা পরিষেবার গাফিলতির বিষয়টি নিয়ে রাজ্যজুড়ে বিতর্ক তুঙ্গে। রাজ্য সরকারের সাপেন্ডের সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকে প্রতিবাদ শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের অভিযোগ গোটা ঘটনার দায়, চাপিয়ে দেওয়া হচ্ছে।

সাম্প্রতিকতম

নিউ দিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা রেলের

নিউ দিল্লি রেল স্টেশনে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করল...

আইএসএল ২০২৪-২৫: কেরলকে তিন গোল, শিল্ড জয় থেকে আর এক পা দূরে মোহনবাগান

মোহনবাগান সুপার জায়ান্ট: ৩ (জেমি ম্যাকলারেন ২, আলবার্তো রদ্রিগুয়েজ) ...

ফের ১১৯ ভারতীয়কে দেশে ফেরাল আমেরিকা, পাঞ্জাবকে ‘ডিপোর্টেশন সেন্টার’ করার অভিযোগ মানের

শনিবার রাত ১১:৪০ মিনিটে অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আমেরিকার সামরিক বাহিনীর সি-১৭ বিমানটি।

নিউ দিল্লি রেল স্টেশনে কুম্ভ পুণ্যার্থীদের ভিড়, হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১৮, কী ভাবে ঘটল দুর্ঘটনা?

দিল্লির রেল স্টেশনে ভয়াবহ স্ট্যাম্পিডে ১৮ জনের মৃত্যু, আহত একাধিক। ট্রেন দেরি ও কুম্ভ মেলার অতিরিক্ত যাত্রীচাপকে কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। রেল মন্ত্রকের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন।

আরও পড়ুন

প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়

প্রখ্যাত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই। দীর্ঘ অসুস্থতার পর শনিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ...

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি: সিবিআইয়ের তালিকায় নাম দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষেরও

প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে নয়া মোড়। সিবিআইয়ের হাতে এসেছে একটি তালিকা, যেখানে নাম রয়েছে...

নিউটাউনে কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনার জের, কর্মরত মহিলাদের নিরাপত্তা জোরদারের নির্দেশ হাইকোর্টের

নিউটাউনে কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনায় ক'দিন আগেই চাঞ্চল্য ছড়ায়। এর পর কর্মরত মহিলাদের...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে