কলকাতা: ২৪ ঘণ্টায় মধ্যে তিন ডিগ্রি নামল কলকাতার পারদ। বুলবুলের মেঘ পুরোপুরি সরে যেতেই ঢুকে পড়েছে উত্তুরে হাওয়া। তার জেরেই আপাতত মরশুমে সব থেকে নীচে নেমে গেল শহরেই সর্বনিম্ন তাপমাত্রা।
বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৩ ডিগ্রি। ঠিক ২৪ ঘণ্টা আগে, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৩। আসলে মঙ্গলবার সকাল পর্যন্তও বুলবুলের কিছু মেঘ বায়ুমণ্ডলে রয়ে গিয়েছিল। সেটা সরতেই পারদের এমন বড়ো পতন।
বুলবুল আসার ঠিক আগেই, মরশুমে প্রথম বার কুড়ির নীচে নেমেছিল কলকাতার তাপমাত্রা। গত বৃহস্পতিবার হয়েছিল ১৯.৬ ডিগ্রি। এ বার তারও নীচে পারদ।
ইতিমধ্যে পশ্চিমাঞ্চলের শীত শীত ব্যাপারটা বেশ জমিয়ে বসেছে। দক্ষিণবঙ্গে এ দিন সব থেকে শীতলতম স্থান ছিল পুরুলিয়া। সেখানে ১৫ ডিগ্রি ছিল সর্বনিম্ন। এর পর ১৫.৩ ডিগ্রি পারদ রেকর্ড করে দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীনিকেতন।
আরও পড়ুন “স্কাউন্ড্রেলদের সঙ্গে কখনই জোট করব না”… কী প্রসঙ্গে এই কথা বলেছিলেন বাল ঠাকরে
বাঁকুড়া এবং আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২। তুলনায় তাপমাত্রা কিছুটা বেশি বর্ধমানে (১৮.২)। কৃষ্ণনগরেও পারদের পতন হয়েছে অনেকটাই। সেখানে এ দিন তাপমাত্রা ছিল ১৬.৮।
তুলনায় এখনও সে ভাবে পারদপতন দেখা যাচ্ছে না উত্তরবঙ্গে। শৈলশহর দার্জিলিং আর কালিম্পংয়ে সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১১ এবং ১৪ রেকর্ড করা হয়েছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং কোচবিহারে তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করেছে।
উত্তরবঙ্গে পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও, দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে কলকাতায় পারদ ১৭-১৮ ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।