খবরঅনলাইন ডেস্ক: পুদুচেরি উপকূল দিয়ে প্রবেশ করে অন্ধ্রপ্রদেশের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘নীবর’ (Cyclone Nivar)। এর ফলে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে মেঘের আনাগোনা ততই বাড়ছে। ফলে, সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে।
বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রাটি স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। মেঘের আগমনের ফলে দক্ষিণবঙ্গের সর্বত্রই পারদ বেড়ে গিয়েছে।
পানাগড়ে এ দিন তাপমাত্রা ১২ আর পুরুলিয়ায় ১৩ ডিগ্রিতে উঠে গিয়েছে। বাঁকুড়া, আসানসোল-সহ পশ্চিমাঞ্চলের জায়গাগুলিতে তাপমাত্রা বেড়ে ১৫ ডিগ্রি হয়ে গিয়েছে। মেঘের আগমনের ফলে বাধাপ্রাপ্ত হয়েছে উত্তুরে হাওয়া, সেই কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এ দিকে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণে ‘নীবর’ এবং উত্তর ভারতে অবস্থানরত একটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে মূলত ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।
তবে শনিবার থেকে আকাশ ফের পরিষ্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। রবিবার থেকে ফিরবে শীত। কলকাতায় তাপমাত্রা ফের ১৫ ডিগ্রি বা তারও নীচে নেমে জেতে পারে।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
সক্রিয় রোগী ফের বেড়ে সাড়ে ৪ লক্ষের ঘরে, তবে দৈনিক সংক্রমণ ও সংক্রমণের হার কমছে
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।