জয়পুর: উত্তরপ্রদেশে বিজেপি-র জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এমনটাই মনে করেন কংগ্রেস নেতা শশী তারুর। মোদীর ‘তেজ’-এরও যথেষ্ট প্রশংসা করেন তরুর।
‘জয়পুর লিটারেচার ফেস্টিভ্যাল’-এ সাহিত্য থেকে সমাজ-নীতি, নানা বিষয়ের আলোচনা সভায় যোগ দিয়েছেন তরুর। তেমনই কিছু আলোচনার ফাঁকে উঠেছিল মোদীর প্রসঙ্গ। তখনই শশী সরাসরি বলেন, ‘‘প্রধানমন্ত্রীর বেশ তেজ আছে। ব্যক্তিত্বও গতিময়। রাজনৈতিক ক্ষেত্রে বেশ উল্লেখযোগ্য কিছু কাজ করেছেন উনি। আমরা আশা করিনি এতটা ব্যবধানে নির্বাচন জিতবে ওঁর দল। কিন্তু জিতল!”
তবে বিজেপি যে সব সময় সাফল্যই পেতে থাকবে, তেমনটা আদৌ মনে করেন না তরুর। সতর্ক শশী মনে করান, ভারতের জনতা সব সময়ে অবাক করতে পারে। যেমন এখন করছে। তবে এখন উত্তরপ্রদেশে বিজেপি ভোট পেয়েছে মানেই আগামী দিন এমন হবে না। শশী বলেন, ‘‘বিজেপি-কেও এক দিন অবাক হতে হবে।’’
তবে প্রধানমন্ত্রীর শুধু প্রশংসাই নয় সমালোচনাও করেছেন তরুর। তাঁর কথায়, ‘‘মোদীর রাজনীতি আমাদের সমাজে বিভাজন সৃষ্টি করছে। রাজনৈতিক এবং ধর্মীয় দিক থেকে।’’ কংগ্রেস নেতার বক্তব্য, ‘‘আজ হয়তো বিজেপি যা চাইছে, তা পেয়ে যাচ্ছে। কিন্তু সব সময়ে এমনটা হবে না।”
আরও পড়তে পারেন
প্রার্থী ঘোষণা না করলেও আসানসোলে বিজেপির পর্যবেক্ষক শুভেন্দু
পানিহাটিতে কাউন্সিলর খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত
টানা দু’সপ্তাহ বৃষ্টিহীন গোটা পশ্চিমবঙ্গ, আপাতত কোনো সম্ভাবনাও নেই
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।