পচা ডাল খাইয়ে দেওয়ার প্রতিবাদ সে দিন স্লোগান ছিল। তবে সেটা রাস্তায় নয়। মনে মনে ঠিক করেছিলেন নিজেরা যদি কিছু করতে পারেন। সেই জেদ থেকে গড়ে উঠল বড়িষা ওয়েলফেয়ার সেন্টার অফ আওয়ারনেস রিসার্চ, এডুকেশন অ্যান্ড সাপোর্ট- এর ‘মমস কেয়ারস’। ২০০৫ সালে ২টি শিশু নিয়ে পথ চলা শুরু। আজ সদস্য সংখ্যা ৩০। এখানে স্পেশ্যাল চাইল্ড -এর পাশাপাশি স্বাভাবিক শিশুদের রাখা হয়। শহরের নানা জায়গা থেকে আসা এবং স্থানীয় সদস্যরা এখানে নানা থেরাপির মধ্য দিয়ে সুস্থ হতে চলেছেন। ৪ জন সদস্য নিজের কাজে যুক্ত হতে পেরেছেন। এই সদস্যরা মনের আনন্দে স্বাধীনতা দিবস উদযাপন করলেন সংস্কার ভারতীর বেহালা শাখার সঙ্গে।
প্রতি বছরের মতো এ বারও স্বাধীনতা দিবস উদযাপন করল ‘ডিভাইন স্মাইল’। বন্ধ ঘরে আটকে না থেকে বাবা-মায়ের বোঝা না হয়ে এখানকার ছাত্রছাত্রীরা সারা বছর নানা গঠনমূলক কাজে ব্যস্ত থাকে। সংস্থার কর্ণধার মায়া বিশ্বাস বেহালা দৃষ্টিহীন বিদ্যালয়ে এক মনোরম অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সংস্থার পাশে থাকা মানুষ ও অন্য সংস্থাকে স্মারক দিয়ে সম্মান জানান। ‘ডিভাইন স্মাইল’-এর পড়ুয়ারা নাচেগানে দর্শকদের মন ভরিয়ে দেয়।
ডিভাইন স্মাইল-এর ছবি তাপস রায়ের তোলা।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।