নির্ধারিত সময়ের প্রায় পাঁচ দিন আগেই আন্দামান সাগরে ঢুকে পড়ল বর্ষা। সাধারণত ২০ মে নাগাদ আন্দামানে বর্ষা ঢোকে, কিন্তু এবারে তা আগেভাগেই শুরু হয়েছে। এই আগাম প্রবেশের প্রভাব পড়বে মূল ভূখণ্ডেও।
কেরলে বর্ষা ঢোকার স্বাভাবিক দিন ১ জুন হলেও এবার তা হয়তো ২৫ মে-র আশেপাশেই ঘটতে পারে বলে পূর্বাভাস। অর্থাৎ দক্ষিণ ভারতেও আগেভাগে পৌঁছবে বর্ষা।
এই প্রবণতা অনুযায়ী উত্তরবঙ্গ এবং উত্তরপূর্ব ভারতে বর্ষা পৌঁছাতে পারে জুনের ৫ তারিখের আগেই। ফলে কৃষিজীবী ও সাধারণ মানুষ উভয়ের জন্যই স্বস্তির খবর হতে চলেছে এটি।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে ১০ জুন নাগাদ। তবে সবকিছু নির্ভর করছে পূর্ব-মৌসুমি বায়ুর শক্তি এবং বঙ্গোপসাগরের পরিস্থিতির ওপর।
উল্লেখযোগ্যভাবে, বর্তমানে বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ তো নেইই, এমনকি কোনও নিম্নচাপ তৈরিরও সম্ভাবনা নেই বলে জানিয়েছে মৌসম ভবন। অর্থাৎ ঘূর্ণিঝড়ের ঝুঁকি আপাতত নেই, যা স্বস্তির বিষয়।
তবে দক্ষিণবঙ্গের মানুষকে এখনই বর্ষার প্রস্তুতি নিতে বলা হচ্ছে না। কারণ, তাপপ্রবাহের প্রভাব এখনো কাটেনি। এর মধ্যে যেকোনো সময় আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়তে পারে।