শ্রয়ণ সেন
২০০৫ সালে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছিল ২০ জুন। চলতি শতাব্দীর সব থেকে বিলম্বিত বর্ষা প্রবেশের রেকর্ড এত দিন তারই ছিল। এবার সেই রেকর্ডও ভেঙে গিয়েছে। কারণ ২১ জুনের সকালেও কলকাতায় সরকারি ভাবে বর্ষা প্রবেশ করেনি। তবে সেই অপেক্ষা এবার শেষ হতে চলেছে।
আশা করা যায় যে ২১ জুনের দুপুরের বুলেটিনেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের কথা জানিয়ে দেবে আলিপুর আবহাওয়া দফতর। কারণ পরিস্থিতি একদম বর্ষার অনুকূল। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় একেবারে বর্ষাসুলভ বৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই মেঘাচ্ছন্ন ছিল কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ। এমনকি দক্ষিণপূর্ব দিক থেকে হাওয়া দেওয়ার ফলে অস্বস্তিকর গরমটাও অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু বৃষ্টি হচ্ছিল না কিছুতেই। অবশেষে বৃষ্টির অপেক্ষাও ঘুচল বৃহস্পতিবার। তাই মনে করা হচ্ছে বর্ষা প্রবেশের সরকারি ঘোষণা শুক্রবারই হয়ে যাবে।
তবে বর্ষা ঢুকলেও এখনই প্রবল বৃষ্টির কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই। আপাতত বিক্ষিপ্ত ভাবেই বৃষ্টিপাত চলবে। কারণ প্রবল বৃষ্টি নামানোর জন্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়া বাঞ্ছনীয়। এখনও পর্যন্ত সেই নিম্নচাপ তৈরি হওয়ার কোনো ইঙ্গিত নেই। ফলে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হবে।