রাজ্য
বিজেপি ছেড়ে তৃণমূলে মুকুল রায়ের শ্যালক
বিড়ম্বনায় পড়ল বিজেপি।

খবরঅনলাইন ডেস্ক: বড়ো বিড়ম্বনায় পড়ল বিজেপি। গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মুকুল রায়ের (Mukul Roy) শ্যালক সৃজন রায় (Srijan Roy) ওরফে সাজা। বুধবার তৃণমূল ভবনে এসে দলে যোগ দেন তিনি। সেখানে তাঁকে তৃণমূলে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু।
বছরখানেক আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন সৃজন। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুলের ঘনিষ্ঠ আত্মীয় তৃণমূলে চলে আসায় মুকুল খানিক ‘বিড়ম্বিত’ বলেই মনে করছেন তাঁর সহকর্মীরা।
বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার হিড়িক পড়েছে রাজ্যে। কিন্তু দলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুলের পরিবারেই এ বার ‘উলটপুরাণ’। বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার আগে পদ্মশিবির ছেড়ে তৃণমূলে যোগদান সৃজনের।
প্রসঙ্গত, রেলে চাকরি পাইয়ে দেওয়ার নামে ২ কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত সৃজন। মুকুল রেলমন্ত্রী থাকাকালীনই ৫০-৬০ জনের কাছ থেকে তিনি ওই টাকা তুলেছিলেন বলে অভিযোগ। সেই মামলায় ২০১৮ সালে তাঁকে গ্রেফতারও করেছিল রাজ্য পুলিশ। প্রায় ১ বছর জেলে থাকতে হয় তাঁকে। পরে জামিনে ছাড়া পেয়ে যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেন তিনি। তার পর গত বছর বিজেপিতে যোগ দেন।
তৃণমূলে ফিরে আসার কারণ জানতে চাইলে সৃজন বলেন, ‘‘পরিবারে অশান্তি হয়। বড়ো ভাইয়ের সঙ্গে ছোটো ভাইয়ের অশান্তি হয়। তাতে কিছু দিনের জন্য কোনো এক ভাই পরিবারের বাইরে থাকে। কিন্তু মনোমালিন্য মিটে গেলে সবাই ঘরে ফিরে আসে। আমার সঙ্গেও তেমনই হয়েছিল। সংবাদমাধ্যমে এ সব বলতে পারব না। দলের অন্দরের ব্যাপার। ভুল বোঝাবুঝির জন্যই যেতে হয়েছিল আমাকে।’’
হঠাৎ বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিলেন? সৃজন বলেন, ‘‘বিজেপি করা যাবে না। ভারতবর্ষ একটা এত বড়ো দেশ। এখানে নানা মত, নানা পথ। ধর্মের রাজনীতি ভারতে প্রতিষ্ঠিত করা যাবে না। কারণ, দেশের সংবিধানই ধর্মনিরপেক্ষতার উপর দাঁড়িয়ে।’’
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
১০০ শতাংশ দর্শকের উপস্থিতিতে রাজ্যের স্টেডিয়ামগুলো খুল দেওয়ার নির্দেশ জারি করল নবান্ন
রাজ্য
West Bengal Corona Update: ভোটের আবহে ভয়াবহ আকার নিচ্ছে কোভিড পরিস্থিতি, নতুন সংক্রমণ ৫ হাজারের দিকে
বাড়ছে দৈনিক সংক্রমণ, কমছে সুস্থতা। দুইয়ে মিলে বেড়ে চলেছে সক্রিয় রোগীর সংখ্যা!

খবর অনলাইন ডেস্ক: বিধানসভা নির্বাচনের আবহে ফের নতুন করে ভয়াবহ আকার নিচ্ছে পশ্চিমবঙ্গের করোনা-পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় রাজ্যের কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা এ বার প্রায় পাঁচ হাজার ছুঁইছুঁই। জেলায় জেলায় যেমন ক্রমশ বাড়ছে সংক্রমণ, তেমনই কলকাতা এবং উত্তর ২৪ পরগনার দৈনিক আক্রান্তের সংখ্যা এখন আগের ঊর্ধ্বসীমাকেও টপকে যাচ্ছে।
রাজ্যের কোভিড-তথ্য
রাজ্য স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে কোভিডে (Covid 19) আক্রান্ত হয়েছেন ৪,৮১৭ জন। এর ফলে রাজ্যে মোট কোভিডরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬ লক্ষ ২৪ হাজার ২২৪।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,২৭৮ জন। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৮৪ হাজার ৭৪০ জন। গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ১০ হাজার ৪৩৪ জন।
রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ২৯ হাজার ৫০ জন। গত ২৪ ঘণ্টায় ২,৫১৯ জন সক্রিয় রোগী বেড়েছে রাজ্যে। রাজ্যে সুস্থতার হার বর্তমানে ৯৩.৬৭ শতাংশ।
দৈনিক সংক্রমণের হার
গত ২৪ ঘণ্টায় রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৪২ হাজার ২১৪টি। ফলে এ দিন সংক্রমণের হার ছিল ১১.৪১ শতাংশ। যা আগের দিনের তুলনায় সামান্য কম। তবে গত বছর জুলাইয়ে একটা সময়ে রাজ্যে সংক্রমণের হার ১৭ শতাংশে উঠে গিয়েছিল। এ বার করোনার ঢেউ সেই রেকর্ডকে ভেঙে দেয় কি না, সেটাই দেখার।
রাজ্যের সামগ্রিক সংক্রমণের হার বর্তমানে রয়েছে ৬.৫১ শতাংশ। শনিবার পর্যন্ত মোট ৯৫ লক্ষ ৮৯ হাজার ৩৭৮টি নমুনা পরীক্ষা হয়েছে।
কলকাতা ও উত্তর ২৪ পরগণার পরিস্থিতি
কলকাতা এবং উত্তর ২৪ পরগণায় দৈনিক সংক্রমণ রেকর্ড করেই চলেছে। গত ২৪ ঘণ্টায় এই দুই জেলায় নতুন রোগী বেড়েছে। কলকাতায় নতুন করে আক্রান্ত ১,২৭১ জন এবং উত্তর ২৪ পরগণায় ১,১৩৪ জন। এই দুই জেলায় সুস্থ হয়েছেন যথাক্রমে ৬৬৬ এবং ৫৯১ জন।
কলকাতায় এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৭৪২, উত্তর ২৪ পরগণায় মোট আক্রান্ত ১ লক্ষ ৩৪ হাজার ৭১০। কলকাতায় বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৮,৪০৬ জন এবং উত্তর ২৪ পরগণায় ৬,৫৪৬। দুই জেলায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৩,১৬৮ এবং ২,৫৬০ জনের।
জেলায় জেলায়
কলকাতা এবং উত্তর ২৪ পরগনা ছাড়া এ দিন আরও তিন জেলায় দৈনিক সংক্রমণ দু’শোর উপর। জেলাগুলির দক্ষিণ ২৪ পরগণা (২৯৮), মধ্যে রয়েছে হাওড়া (২৮৪) এবং বীরভূম (২৮৩)। নতুন করে একশোর বেশি সংক্রমিত হুগলি (১৬৮), পশ্চিম বর্ধমান (১৬৬), মালদহ (১৪৯), মুর্শিদাবাদ (১৪৮), পূর্ব বর্ধমান (১৪০), পুরুলিয়া (১২০), দার্জিলিং (১১৩), নদিয়া (১০৫), পূর্ব মেদিনীপুর (১০২)।
বাকি জেলাগুলির মধ্যে উত্তর দিনাজপুর (৭৮), পশ্চিম মেদিনীপুর (৭২), বাঁকুড়া (৬৭), জলপাইগুড়ি (৬৬) চিন্তায় রাখছে।
আরও পড়তে পারেন: Corona Update: সক্রিয় রোগীর বৃদ্ধিতে কিছুটা লাগাম, একদিনে সুস্থ হলেন ১ লক্ষের কাছাকাছি
রাজ্য
নির্বাচনে জেতার জন্য তৃণমূল, বামফ্রন্ট বহিরাগতদের উপর নির্ভরশীল: অমিত শাহ
২ মে সরকার তৈরির পরে সীমানার ও পার থেকে পাখিও এ পারে আসতে পারবে না, দাবি অমিত শাহের।

খবর অনলাইন ডেস্ক: ‘বহিরাগত’ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশাপাশি কংগ্রেস, বামফ্রন্টকেও এক হাত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার জলপাইগুড়ির নাগরাকাটার জনসভায় বক্তব্য রাখেন অমিত শাহ (Amit Shah)। বলেন, “নির্বাচন জেতার জন্য তৃণমূল, বামফ্রন্ট এবং কংগ্রেস বহিরাগতদের উপর নির্ভরশীল”।
অমিত শাহ বলেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহিরাগত বলে অভিহিত করেছেন। তবে মমতার দল-ই বেআইনি অনুপ্রবেশকারীদের ভোটের উপর নির্ভর করে।
তাঁর প্রশ্ন, “আমি কি বহিরাগত? আমি কি দেশের নাগরিক নই? দিদি, দেশের প্রধানমন্ত্রীকে বহিরাগত হিসাবে অভিহিত করছেন”।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্ঞান ‘খুব অল্প’। আমি দিদির কাছে জানতে চাই, কে বহিরাগত? কম্যুনিস্টদের আদর্শ চিন ও রাশিয়া থেকে আমদানি করেছে। কংগ্রেসের নেতৃত্বও বাইরে থেকে… ইতালি থেকে। এবং তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্কও অবৈধ অভিবাসীদের উপর নির্ভরশীল”।
তিনি জোরের সঙ্গে দাবি করেন, তিনি এ দেশেই জন্মেছেন। এ দেশেই তিনি ছাই হয়ে যাবেন। ফলে কী করে তাঁকে বহিরাগত বলছেন মমতা?
পঞ্চম দফার ভোটের আগে আরও এক বার অনুপ্রবেশ ইস্যুতে অমিত শাহ বলেন, “স্থানীয় মানুষ অনুপ্রবেশ থেকে মুক্তি চাইছে। অনুপ্রবেশকারীদের কংগ্রেস-বাম-তৃণমূল তাড়াতে পারবে না। এরাই কংগ্রেস-বাম-তৃণমূলের ভোটব্যাঙ্ক। স্থানীয় যুবকদের রোজগার ছিনিয়ে নিচ্ছে অনুপ্রবেশকারীরা। বাংলার গরিব মানুষের চালে ভাগ বসাচ্ছে তারা। ২ মে সরকার তৈরির পরে সীমানার ও পার থেকে পাখিও এ পারে আসতে পারবে না”।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে অমিত শাহের পদত্যাগের দাবি তুলেছেন মমতা। এ প্রসঙ্গে অমিত শাহ বলেন, “এই ভোট আমার পদত্যাগের জন্য নয়, আপনার”!
আরও পড়তে পারেন: Bengal Polls 2021: এ বার অনুব্রত মণ্ডলকে শোকজ নোটিশ নির্বাচন কমিশনের
রাজ্য
Bengal Polls 2021: এ বার অনুব্রত মণ্ডলকে শোকজ নোটিশ নির্বাচন কমিশনের
কী বলেছিলেন নিত্যনতুন সংলাপের প্রবক্তা অনুব্রত মণ্ডল?

খবর অনলাইন ডেস্ক: এ বার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)-কে শোকজ করল নির্বাচন কমিশন (EC)। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাঁকে নোটিশ পাঠানো হয়েছে বলে কমিশন সূত্রে খবর।
অভিযোগ, গেরুয়া শিবিরের উপর চাপ বাড়াতে অনুব্রতবাবু স্লোগান হেঁকেছিলেন, “ভয়ঙ্কর খেলা হবে, বিজেপিকে ঠেঙিয়ে পগার পার”। এ ধরনের মন্তব্যকে ‘প্ররোচনামূলক’ বলে দাবি নির্বাচন কমিশনের অ্যাপে অভিযোগ জমা পড়ে। অনুব্রতর কাছে নিজের মন্তব্যের ব্য়াখ্যা চেয়ে কারণ দর্শাতে বলেছে কমিশন।
জানা গিয়েছে, নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল বিজেপি। সেই অভিযোগের ভিত্তিতেই অনুব্রতর বিরুদ্ধে এই পদক্ষেপ। মঙ্গলবার রাত ১১টার মধ্যে জবাব তলব করা হয়েছে। জবাব না মিললে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারে নির্বাচন কমিশন।
অনুব্রত অবশ্য কমিশনের জবাব তলব প্রসঙ্গে বলেছেন, “পগারপার শব্দের মানেই জানে না কমিশন”। সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি আরও বলেন, “খেলা হবে বলে কী ভুল বলেছি। ক্রিকেট ব্যাট দিচ্ছি, ফুটবল দিচ্ছি, এগুলোও তো খেলা। এখনও বলছি খেলা হবে। নরেন্দ্র মোদী, নাড্ডাসাহেবরাও তো বলছেন খেলা হবে”।
এ দিনই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) সতর্ক করে দিয়েছে নির্বাচন কমিশন। গত ২৯ মার্চ একটি ‘বিতর্কিত’ মন্তব্য করেছিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। তবে শুভেন্দুর মন্তব্যকে ‘বিদ্বেষমূলক’ হিসেবে অভিহিত করে সতর্ক করে দেওয়া হয়েছে তাঁকে। একই সঙ্গে শীতলকুচি নিয়ে মন্তব্যের জেরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)-কে নোটিশ দিয়েছে কমিশন। বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha)-র প্রচারেও ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারির পর অনুব্রত কমিশনের উদ্দেশে তোপ দেগে বলেছিলেন, “অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে গিয়েছে কমিশন। দিলীপ ঘোষ, রাহুল সিনহাকে দেখতেই পাচ্ছে না”।
আরও পড়তে পারেন: Bengal Polls 2021: শীতলকুচি নিয়ে মন্তব্যের জেরে এ বার দিলীপ ঘোষকে নোটিশ নির্বাচন কমিশনের
-
ক্রিকেট23 hours ago
IPL 2021: কাজে এল না সঞ্জু স্যামসনের মহাকাব্যিক শতরান, পঞ্জাবের কাছে হারল রাজস্থান
-
প্রবন্ধ1 day ago
First Man In Space: ইউরি গাগারিনের মহাকাশ বিজয়ের ৬০ বছর আজ, জেনে নিন কিছু আকর্ষণীয় তথ্য
-
দেশ2 days ago
Kumbh Mela 2021: করোনাবিধিকে শিকেয় তুলে এক লক্ষ মানুষের সমাগম, আজ কুম্ভের প্রথম শাহি স্নান হরিদ্বারে
-
ক্রিকেট2 days ago
IPL 2021: সাড়ে ৭টায় খেলা শুরু হওয়া নিয়ে তীব্র অসন্তুষ্ট মহেন্দ্র সিংহ ধোনি