বহরমপুর: থানার ভিতরে বিস্ফোরণ! ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুরে। জানা গিয়েছে, ওই বিস্ফোরণের জেরে ঘটনাস্থলে উপস্থিত ৩ পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন।
ঘটনায় প্রকাশ, সোমবার দুপুরে বিস্ফোরণ ঘটে বহরমপুর থানায়। দোতলায় একটি ঘরে বাজেয়াপ্ত করা মোবাইল-সহ অন্যান্য সামগ্রী রাখা থাকে। সেই ঘরের ভিতরেই আচমকা একটি জোরালো বিস্ফোরণ ঘটে। অন্য একটি সূত্রের মতে, থানার দোতলায় মালখানার বাইরে বিস্ফোরণটি ঘটে। মোবাইল টাওয়ারের ব্যাটারিতে হয় ওই বিস্ফোরণ। তবে আচমকা কেন মোবাইলে বিস্ফোরণ ঘটল তা স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, বিস্ফোরণের সময় ঘটনাস্থলে ছিলেন তিন পুলিশকর্মী। বিস্ফোরণের জেরে তাঁরা গুরুতর আহত হয়েছেন। যাঁদের মধ্যে রয়েছেন এক এসআই, এক সিভিক ভলান্টিয়ার এবং এক জন ভিলেজ পুলিশকর্মী।
ঘটনার পরই তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের ।বর্তমানে তাঁরা সকলেই গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি। আহত তিনজনের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বহরমপুর থানার দোতলায় মালখানা পরিষ্কারের কাজ চলছিল। সেই সময়ই আচমকা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরই মালখানায় আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের একটি ইঞ্জিন। তবে কোনো বিস্ফোরক না ব্যাটারি জাতীয় কোনও জিনিস থেকে এই বিস্ফোরণ ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়তে পারেন:
রাজ্যসভার একটি আসনের দর ১০০ কোটি! বড়োসড়ো চক্রের পর্দাফাঁস করল সিবিআই
‘ব্যক্তিগত নয়, আমার রাষ্ট্রপতি হওয়া ভারতের প্রতিটি দরিদ্র মানুষের প্রাপ্তি’, বললেন দ্রৌপদী মুর্মু
ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই এসএসকেএম থেকে ভুবনেশ্বরে পার্থ
ভারতের প্রথম প্রথম আদিবাসী এবং নবীনতম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, শপথগ্রহণ আজ
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।