Homeরাজ্যমুর্শিদাবাদ'বোমা বাঁধতে গিয়ে' মুর্শিদাবাদে ভয়াবহ বিস্ফোরণ, ৩ জনের মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

‘বোমা বাঁধতে গিয়ে’ মুর্শিদাবাদে ভয়াবহ বিস্ফোরণ, ৩ জনের মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

প্রকাশিত

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়েরতলা গ্রামে রবিবার রাতের বোমা বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। তীব্র শব্দে কেঁপে ওঠে গ্রাম, ধ্বংসস্তূপে পরিণত হয় একটি পাকা বাড়ি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

রাত ১০টা নাগাদ বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে খয়েরতলা গ্রাম। স্থানীয়দের কথায়, বিস্ফোরণের ধাক্কায় বাড়ির ছাদ হুড়মুড় করে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের মধ্যে পাওয়া যায় তিন জনের ছিন্নভিন্ন দেহ। মৃতেরা হলেন মামুন মোল্লা, সাগিরুল সরকার এবং মস্তাকিন শেখ। তাঁরা ওই গ্রামেরই বাসিন্দা।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মৃতেরা বাড়ির ভিতরে হাতবোমা বাঁধার কাজ করছিলেন। অসাবধানতায় বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থলে প্রচুর স্প্লিন্টার ও বোমা তৈরির উপাদান পাওয়া গিয়েছে। পুলিশ এবং বম্ব স্কোয়াড এলাকা চিরুনি তল্লাশি চালাচ্ছে। আরও কোথাও সক্রিয় বোমা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে মৃতদের পরিবারের দাবি ভিন্ন। তাঁদের অভিযোগ, বোমা মেরে তিন জনকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযোগও তদন্তের আওতায় রাখা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে উপস্থিত ডোমকল মহকুমা পুলিশ আধিকারিক রসপ্রীত সিংহ জানিয়েছেন, ‘‘তিন জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণের কারণ এবং এর সঙ্গে কারা যুক্ত, তা নিয়ে তদন্ত চলছে।’’

গ্রামের মানুষজনের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, বোমার উপকরণ মজুত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মুর্শিদাবাদে বারবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায় এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

সাম্প্রতিকতম

২০২৫ সালের কীর্তি চক্র এবং শৌর্য চক্র পুরস্কারপ্রাপক কারা? জানুন তাঁদের লড়াইয়ের গল্প

৭৬তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে বীরত্ব প্রদর্শনের জন্য মেজর মনজিৎ এবং নাইক দিলওয়ার খানকে কীর্তি চক্র প্রদান করেছেন।

যুদ্ধবিরতির কয়েক দিনের মধ্যেই কি গাজার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে হামাস?

১৫ মাসের যুদ্ধেও হামাস ধ্বংস হয়নি। গাজায় ধ্বংসযজ্ঞের মধ্যেই পুনর্গঠন ও শক্তি অর্জনের পথে হামাস।

পদ্ম সম্মান ২০২৫: বাংলার ৯ জন পেলেন রাষ্ট্রীয় পুরস্কার

পদ্ম সম্মান ২০২৫-এর তালিকায় বাংলার জয়জয়কার। গায়ক অরিজিৎ সিং থেকে নৃত্যশিল্পী মমতা শঙ্করসহ ৯ জন পেলেন এই সম্মান।

ভারত-ইংল্যান্ড টি২০: হাড্ডাহাড্ডি লড়াইয়ে দলকে জয়ে পৌঁছে দিলেন তিলক বর্মা

ইংল্যান্ড: ১৬৫-৯ (জোস বাটলার ৪৫, ব্রাইডন কার্স ৩১, অক্ষর পটেল ২-৩২, বরুণ চক্রবর্তী ২-৩৮) ভারত:...

আরও পড়ুন

ঘূর্ণিঝড় দানার সতর্কতার মধ্যেই মুর্শিদাবাদে নৌকাডুবি, ৩ জন নিখোঁজ

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ঘূর্ণিঝড় দানার সতর্কতার মধ্যেই ছয়টি ডিঙি নৌকা ডুবে যায়। সাতজন নিখোঁজ থাকলেও চারজন সাঁতরে ফিরে এসেছেন। এখনও তিনজনের খোঁজ মেলেনি।

অবশেষে নশিপুর রেলসেতু দিয়ে চলল ট্রেন, কী সুবিধা হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের?

খবর অনলাইনডেস্ক: বহু দিনের প্রতীক্ষার অবসান। অবশেষে মুর্শিদাবাদের নশিপুর রেলব্রিজ দিয়ে শুরু হল ট্রেন...

ভোট না দিয়ে ফেরত যাবেন না! পরিযায়ী শ্রমিকদের ‘সতর্কবার্তা’ মমতার

মুর্শিদাবাদের জনসভায় তিনি বলেন, 'আমি সমস্ত পরিযায়ী শ্রমিকদের অনুরোধ করতে চাই যারা এখানে ঈদ উদযাপন করতে এসেছেন, দয়া করে ভোট না দিয়ে ফিরে যাবেন না।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে