এ বার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু মুর্শিদাবাদের কংগ্রেস নেতার

0
মহম্মদ জহর
মহম্মদ জহর। সংগৃহীত ছবি

বহরমপুর: ফের ডেঙ্গিতে মৃ্ত্যু রাজ্যে। এ বার ডেঙ্গি (dengue) আক্রান্ত হয়ে মৃত্যু হল এক কংগ্রেস নেতার। জানা গিয়েছে, ডেঙ্গি আক্রান্ত হয়ে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মহম্মদ জহরের (Mohammed Jahar) মত্যু হয়েছে সোমবার। তিনি কলকাতার একটি সরকারি হাসপাতালে চিকিসাধীন ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

কয়েক দিন আগে জ্বর হয়েছিল মহম্মদ জহরের। বিভিন্ন চিকিৎসককে দেখানোর পর তাঁর ডেঙ্গি ধরা পড়ে। এর পর তাঁরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষ রক্ষা আর হয়নি। চিকিৎসকরা জানান, এ দিন সকাল ৭টা নাগাদ শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

এক কংগ্রেস নেতা বলেন,”বহরমপুরে ডেঙ্গু-আক্রান্ত রোগীদের জন্য নিরলস ভাবে কাজ করছিলেন মহম্মদ জহর। তিনি ভেক্টর-বাহিত রোগে সংক্রামিত হয়েছিলেন। তাঁর অবস্থার অবনতি হয়েছিল এবং আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন”।

এ দিন জেলা কংগ্রেস কার্যালয়ে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুদিবস পালন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি জানান, ডেঙ্গির আক্রমণেই মহম্মদ জহরের অকাল মৃত্যু হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মহম্মদ জহর বহরমপুর পুরসভার বিদ্যুৎ দফতরের কর্মী ছিলেন। মাসদুয়েক আগে তিনি অবসর গ্রহণ করেন।

বিজ্ঞাপন