মুর্শিদাবাদ: বৃহস্পতিবার গোটা দেশের নজর মাত্র একটা কেন্দ্রের দিকে থাকলেও ভোটগ্রহণ চলছে আরও দুই কেন্দ্রে। দুটোই মুর্শিদাবাদের কেন্দ্র, যথাক্রমে জঙ্গিপুর এবং সমশেরগঞ্জ।
গত বিধানসভা নির্বাচনের সময় কোভিডের আক্রান্ত হয়ে এই দুই আসনের প্রার্থীদের মৃত্যু হওয়ার ফলে এখানে ভোট স্থগিত রেখেছিল নির্বাচন কমিশন। বকেয়া সেই ভোটই এ বার হচ্ছে। দুটি কেন্দ্রই কড়া নিরাপয়ত্তায় মুড়ে ফেলা হয়েছে।
মুর্শিদাবাদের এই দুই বিধানসভা কেন্দ্রে মোতায়েন করেছে মোট ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে জঙ্গিপুরে ১৮ কোম্পানি এবং সমশেরগঞ্জে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।
সমশেরগঞ্জে লড়াই চতুর্মুখী। এখানে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। বিজেপির হয়ে লড়ছেন মিলন ঘোষ। কংগ্রেস প্রার্থী জইদুর রহমান। সিপিএম প্রার্থীর নাম মোদাসসর হোসেন। অন্যদিকে, ত্রিমুখী লড়াই জঙ্গিপুরে। এখানে লড়াইয়ে আছেন তৃণমূলের জাকির হোসেন, বিজেপির সুজিত দাস এবং আরএসপি প্রার্থী হিসেবে আছেন জানে আলম মিয়া।
৩ অক্টোবর, ভবানীপুরের সঙ্গেই এই দুই কেন্দ্রের ভোটের ফলপ্রকাশ হবে।
আরও কিছু কিছু উল্লেখযোগ্য খবর পড়তে পারেন:
নিম্নচাপের চূড়ান্ত দাপট পশ্চিমাঞ্চলে, রেকর্ড বৃষ্টিতে বানভাসি বাঁকুড়া
রাষ্ট্রায়ত্ত ইসিজিসি-র শেয়ার বিক্রির অনুমোদন দিল কেন্দ্র, তৈরি হবে ৫৯ লক্ষ চাকরি!
পঞ্জাব কংগ্রেসের সংকটে লাভ আইএসআই এবং পাকিস্তানের, বললেন কপিল সিবল
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।