শান্তিপুরে অশান্তি! বিজেপি সাংসদকে তাড়া উত্তেজিত জনতার

0

নদিয়া: নিজের এলাকাতেই কার্যত তাড়া খেয়ে পালাতে হল রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে। শান্তিপুরের বেলগড়িয়ায় পঞ্চায়েতের অনাস্থা ভোট ঘিরে অশান্তির জেরেই এই ঘটনা ঘটল বুধবার।

এ দিন শান্তিপুর বেলগড়িয়া-২ গ্রাম পঞ্চায়েতের অনাস্থা ভোট চলছিল। বিজেপির অনাস্থা ভোটের আবেদন নিয়ে সকাল থেকেই উত্তেজনা ছিল এলাকায়। গন্ডগোল বাঁধতে পারে, এমন আশঙ্কায় ভোটকেন্দ্রের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করে প্রশাসন। এ দিন নির্ধারিত সময়ে ভোট শুরু হতেই ভোটকেন্দ্রের আশেপাশে প্রচুর মানুষ জড়ো হন।

তবে সাংসদ জগন্নাথ সরকার এলাকায় পৌঁছাতেই ছবিটা বদলে যায়। তাঁকে দেখেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সাংসদকে লক্ষ্য করে ‘দূর হটো…দূর হটো’ স্লোগান তোলেন তৃণমূলকর্মীরা। অভিযোগ, তিনি গাড়ি থেকে নেমে সোজা পঞ্চায়েত অফিস অর্থাৎ ভোটকেন্দ্রে চলে যান। তাতেই বাধা দেন তৃণমূলকর্মীরা।

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে পুলিশকর্মীদের মধ্যেও উদ্বেগ ধরা পড়ে। তবে সাংসদের নিরাপত্তারক্ষীরা তাঁকে কোনো রকমে আড়াল করেন। সেখান থেকে চলে যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রানাঘাটের এসডিপিও প্রবীর মণ্ডল।

তবে বিজেপির অভিযোগ, তাদের কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। শান্তিপুরের টাউন বিজেপি সভাপতি বিপ্লব কর অভিযোগ করেন, বন্দুকের বাঁট দিয়ে তাঁকে মারধর করা হয়, তাঁর মাথায় আঘাত লাগে। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

প্রচুর পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও সাংসদকে ঘিরে এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়ায় প্রশ্ন উঠছে। সাংসদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এ ধরনের ঘটনা ঘটিয়েছে। যা অত্যন্ত নিন্দনীয়। অন্য দিকে, তৃণমূলের পাল্টা দাবি, সুষ্ঠু ভাবেই ভোট চলছিল। বিজেপি সাংসদ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ঘটনাস্থলে এসে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছেন।

প্রসঙ্গত, বেলগড়িয়ে-২ গ্রাম পঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে গত নির্বাচনে ৬টি করে আসনে জয় পেয়েছিল বিজেপি এবং নির্দলরা। ৩টিতে জয়ী হয় তৃণমূল। পরে নির্দলরা তৃণমূলে যোগ দিলে তাদের সদস্য বেড়ে হয় ৯। তৃণমূল বোর্ড গঠন করলেও এ বারের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন তৃণমূলের উপপ্রধান। তখন বিজেপি এবং তৃণমূলের সদস্য দাঁড়ায় যথাক্রমে ৭ এবং ৮। এর পরই অনাস্থা আনে বিজেপি।

আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়ুন এখানে:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, অন্তঃসত্ত্বা নাবালিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিকের বন্ধু গ্রেফতার

সুন্দরবনের দ্বীপাঞ্চলের মানুষের জন্য ওয়াটার অ্যাম্বুলেন্স পরিষেবা

হাজিরার ৪৮ ঘণ্টার মধ্যেই ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি

অসুস্থ মুকুল রায়, আর্জি রাখতে পিএসি মামলায় ২ দিন বাড়তি সময় দিল হাইকোর্ট

শরিয়তি আইন প্রতিষ্ঠাই মূল লক্ষ্য, জানিয়ে দিল তালিবান

বিজ্ঞাপন