মর্মান্তিক দুর্ঘটনা মায়াপুরে, মাঝ নদীতে নৌকা উলটে নিখোঁজ মা ও শিশুকন্যা

0

মায়াপুর: শনিবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনা প্রাচীন মায়াপুর শ্রীচৈতন্য কলোনি এলাকা সংলগ্ন ভাগীরথী নদীতে। মায়াপুরে বেড়াতে যাওয়ার পথে মাঝ নদীতে উলটে যায় নৌকা। বিয়েবাড়িতে এসে মায়াপুরে ঘুরতে যাওয়ার পথে নৌকা উল্টে গিয়ে নিখোঁজ মা এবং তাঁর দেড় বছরের শিশুকন্যা।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমলকৃষ্ণ সাহা। পুরসভা এবং থানার সঙ্গে তল্লাশি অভিযানে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে খবর, নিখোঁজ গৃহবধূর নাম পূজা মুহুরি। বছর চব্বিশের পূজার দেড় বছরের মেয়েও এই দুর্ঘটনার কবলে পড়ে নিখোঁজ। তাঁরা উত্তর ২৪ পরগনার শ্যামনগরের বাসিন্দা।

ঘটনায় প্রকাশ, মায়াপুর শ্রীচৈতন্য কলোনি এলাকায় এক বিয়েবাড়িতে স্বামীর সঙ্গে মেয়েক নিয়ে এসেছিলেন পূজা। শনিবার দুপুরে বিয়েবাড়ির ফাঁকে তাঁরা জলপথে মায়াপুর বেড়াতে যাচ্ছিলেন। বেলা ১২টা নাগাদ সামনের ঘাট থেকে মায়াপুরের উদ্দেশে রওনা দেয় নৌকাটি। নৌকায় ছিলেন জনা দশেক আত্মীয়। আচমকা তাঁদের নৌকাটি উলটে যায়।

নৌকাডুবির খবর পেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন স্থানীয়রা। ঘাটে স্নান করতে আসা কিছু লোক সবাইকে উদ্ধার করলেও শিশুটি এবং তার মাকে উদ্ধার করা যায়নি। অনেক খোঁজাখুঁজির পরেও মা-মেয়ের হদিশ মেলেনি বলে জানা যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ মা-মেয়ের সন্ধানে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। অন্য দিকে, কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকলেও ভরদুপুরে কী ভাবে নৌকাটি উলটে গেল, সে সবও খতিয়ে দেখা হচ্ছে।

পূজার স্বামী জানান, অনেক চেষ্টা করেও স্ত্রী, সন্তানের হদিশ পাননি। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। বিয়েবাড়িতেও বিষাদের সুর। শ্যামনগরে খবর পৌঁছেলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

আরও পড়তে পারেন: 

কংগ্রেস যোগ দেওয়া নিয়ে জলঘোলা! মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, ‘প্রশান্ত কিশোর এখনও আমাদের সঙ্গেই আছেন’

মোদীর উপস্থিতিতেই বিচারব্যবস্থায় সরকারি হস্তক্ষেপ নিয়ে সরব প্রধান বিচারপতি, ‘লক্ষ্মণরেখা’ মেনে চলার পরামর্শ

সরকারি চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা, গ্রেফতার তৃণমূল বিধায়কের আপ্তসহায়ক

ওবিসি সংরক্ষণে বড়োসড়ো রদবদলের সুপারিশ, বাস্তবায়নে রাজনৈতিক আলোচনা শুরু কেন্দ্রের

বিজ্ঞাপন