বাংলা, বেঙ্গল, বঙ্গাল- ফের রাজ্যের নাম বদলের প্রস্তাব পাস বিধানসভায়

0

পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করার প্রস্তাব ভোটাভুটিতে পাশ হয়ে গেল রাজ্য বিধানসভায়। রাজ্যের নাম বাংলায় হবে বাংলা, ইংরাজিতে বেঙ্গল এবং হিন্দিতে বঙ্গাল। তবে এর আগে ১৯৯৯ সালে তৎকালীন বাম সরকার এবং ২০১১ সালে তৃণমূল সরকার নাম বদলের প্রস্তাব বিধানসভায় পাস করিয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার কোনবারই তা সংসদে পাস করায়নি। এবার আর তা হবে না বলে এদিন বিধানসভায় আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

এদিন বিধানসভায় নাম বদল নিয়ে গণভোটের প্রস্তাব দিয়েছিল কংগ্রেস। বামেদের দাবি ছিল এ নিয়ে কমিশন গঠন হোক এবং বাংলা ও ইংরাজি দুই ভাষাতেই রাজ্যের নাম হোক বাংলা। কিন্তু কোনও দাবিই মানা হয়নি। মুখ্যমন্ত্রীর বক্তব্য পেশের সময় গোলমালের জেরে মমতা কংগ্রেসকে বামেদের ‘ফ্রন্টাল অর্গানাইজেশন’ বলে কটাক্ষ করেন। প্রতিবাদে সভা থেকে ওয়াকআউট করে কংগ্রেস, যদিও মানস ভুঁইয়া ওয়াক আউট করেননি। সভায় ছিলেন বাম বিধায়করাও।

শেষ পর্যন্ত বামেদের প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়, সরকার পক্ষের প্রস্তাব ১৮৯-৩১ ভোটে জয়ী হয়।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন