ঘূর্ণিঝড় ‘মোন্থা’ কাটতে না কাটতেই ফের নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপটি ক্রমশ সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এর জেরে ফের উত্তাল হতে চলেছে বঙ্গোপসাগর, সঙ্গে দক্ষিণবঙ্গের আকাশে মেঘলা ভাব ও হালকা বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উঁচুতে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি পূর্ব বাংলাদেশ ও উত্তর-পূর্ব অসমে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। এর সঙ্গে যুক্ত হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে তৈরি হওয়া নতুন নিম্নচাপটি। মঙ্গলবার ভোর পর্যন্ত সেটি একই স্থানে ছিল। তবে বুধবারের মধ্যে এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে, অর্থাৎ বাংলাদেশ-মায়ানমার উপকূল অভিমুখে অগ্রসর হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এর প্রভাবে মঙ্গলবার ও বুধবার উত্তাল থাকবে সমুদ্র, ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তাই এই সময়ের মধ্যে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যেতে নির্দেশ জারি করেছে আবহাওয়া দফতর।
তবে নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার আশঙ্কা কম। আপাতত দক্ষিণবঙ্গে শুষ্ক ও মনোরম আবহাওয়া বজায় থাকবে। তবে শুক্রবারের দিকে দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী অন্যান্য জেলা, যেমন পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় আকাশ মেঘলা থাকবে, মাঝে মাঝে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় ভোর ও রাতে কুয়াশার পরিমাণ বাড়বে, তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে।
কলকাতার আবহাওয়া
মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি কম। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। আবহাওয়াবিদদের পূর্বাভাস, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আগামী দু’দিনে পারদ ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।
আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের প্রথমার্ধে শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও সপ্তাহের শেষ দিকে ফের ফিরতে পারে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি—যা এবার শীতের আগমনী সুরে সামান্য বিরতি আনবে।


