Homeখবররাজ্যআকাশবাণী-দূরদর্শনের প্রবাদপ্রতিম সংবাদপাঠক ছন্দা সেন প্রয়াত

আকাশবাণী-দূরদর্শনের প্রবাদপ্রতিম সংবাদপাঠক ছন্দা সেন প্রয়াত

প্রকাশিত

কলকাতা: প্রয়াত হলেন প্রবাদপ্রতিম সংবাদপাঠক ছন্দা সেন। বুধবার রাত আড়াইটে নাগাদ এসএসকেএম হাসপাতালে মারা গেলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। কলকাতার ভবানীপুরে পৈতৃক বাড়িতেই থাকতেন ছন্দাদেবী। তাঁর স্বামী ও একমাত্র কন্যা বর্তমান।

হৃদ্‌যন্ত্রের কিছু সমস্যায় ভুগছিলেন ছন্দা সেন। সমস্যা ছিল চোখেও। গত একবছরে বারবার অসুস্থ হয়েছেন। গত কয়েকদিন ধরেই তিনি চিকিৎসাধীন ছিলেন এসএসকেএম-এ। সেখানেই তিনি প্রয়াত হলেন। বৃহস্পতিবার সকালে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। কেওড়াতলায় শেষকৃত্যের আগে তাঁর দেহ আনা হবে আকাশবাণী ভবনে।

ছন্দা সেন পড়াশোনা করেছেন লেডি ব্রেবোর্ন কলেজে। পড়াশোনা শেষ করার পর ১৯৭৪ সালে সংবাদপাঠক হিসাবে তিনি আকাশবাণী কলকাতার সংবাদবিভাগে যোগ দেন। পরের বছর কলকাতা দূরদর্শন চালু হলে তাঁকে সংবাদপাঠক হিসাবে সেখানে নিয়ে আসা হয়। শুরু থেকেই তাঁর সংবাদপাঠে আকৃষ্ট হন শ্রোতা-দর্শকরা। মুগ্ধ করেছিল দর্শকদের। ২০০৬ সালে তিনি অবসর নেন।

এখন টিভিতে সংবাদপাঠের ধরনটাই অন্যরকম। উচ্চকিত, কর্ণবিদারী। কিন্তু তখন সংবাদপাঠ ছিল চাকচিক্যহীন। কিন্তু সংবাদপাঠ করতে গিয়ে যেখানে যে ভাবটি প্রকাশ করতে হয়, সেই ভাব প্রকাশ করতে কোনো ত্রুটি রাখতেন না তখনকার দিনের সংবাদপাঠকেরা। ছন্দা সেন ছিলেন এঁদেরই একজন। একেবারেই অন্য আঙ্গিকে সংবাদ পরিবেশন করতেন। সেই স্মৃতি আজও জাজ্বল্য প্রবীণদের মনে। এভাবেই সংবাদশ্রোতাদের মধ্যে বেঁচে থাকবেন ছন্দা সেন।

সাম্প্রতিকতম

মহানগরীতে ঠাকুর দেখা ২: রাজীব বসুর ক্যামেরায়

কলকাতা: দুর্গাসপ্তমী চলে গেল। এখন গুপ্তপ্রেস পঞ্জিকা মতে পুজোর আর মাত্র ২টি দিন বাকি...

ভাজাভুজি খাবার ভারতে কোন মহামারি ডেকে আনছে জানেন, কীভাবে সাবধান হবেন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) তথ্য অনুযায়ী ভারত ক্রমশ গোটা বিশ্বের মধ্যে ডায়াবেটিকদের রাজধানী হয়ে...

৩৮ বছর বয়সে রাফায়েল নাদালের টেনিস থেকে অবসর ঘোষণা, ফিরে দেখা তাঁর সেরা ৫ পারফরম্যান্স

৩৮ বছর বয়সে রাফায়েল নাদাল টেনিস থেকে অবসর ঘোষণা করেছেন। নভেম্বরের ডেভিস কাপ টুর্নামেন্ট, যা স্পেনের মালাগাতে অনুষ্ঠিত হবে, তার শেষ প্রতিযোগিতা হিসেবে নির্ধারিত হয়েছে।

ত্রিধারায় বিক্ষোভের ঘটনায় ৯ জনকে ৭ দিনের পুলিশি হেফাজতে পাঠাল আলিপুর আদালত

ত্রিধারা সম্মিলনীর পুজো মণ্ডপে বিক্ষোভের জেরে ৯ জনকে ৭ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আলিপুর আদালত। পুলিশ দাবি করেছে, ধৃতদের হোয়াটস্‌অ্যাপ চ্যাটে পূর্ব পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে।

আরও পড়ুন

মুখ্যসচিবের সঙ্গে বৈঠককে ‘নিষ্ফল’ আখ্যা জুনিয়র ডাক্তারদের, পন্থের দাবি, আলোচনা ‘ইতিবাচক’

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নন জুনিয়র ডাক্তাররা। তাঁরা বৈঠককে 'নিষ্ফল' দাবি করে আমরণ অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

দক্ষিণ কলকাতার পুজো মণ্ডপে ‘বিচার চাই’ স্লোগান, ন’জন আন্দোলনকারী আটক, লালবাজার অভিমুখে মিছিল

দক্ষিণ কলকাতার পুজো মণ্ডপে ‘বিচার চাই’ স্লোগান দেওয়ার অভিযোগে ন’জন আন্দোলনকারীকে আটক করেছে কলকাতা পুলিশ। এরপর আন্দোলনকারীরা লালবাজারের উদ্দেশে মিছিল শুরু করেন।

আরজি কর এবং কলকাতা মেডিক্যালের পর ন্যাশনাল মেডিক্যালের সিনিয়র ডাক্তারদের ‘গণইস্তফা’, একই পথে আরও হাসপাতাল

আরজি কর এবং কলকাতা মেডিক্যাল কলেজের পর এবার ন্যাশনাল মেডিক্যাল কলেজের ৩৪ জন সিনিয়র ডাক্তার ‘গণইস্তফা’ দিয়েছেন। আরও কয়েকটি হাসপাতাল থেকেও আসছে একই হুঁশিয়ারি।
রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত