Homeখবররাজ্যফের রাত দখল, রাতভর চলছে গান-পথনাটিকা-আঁকা, কোথাও বা শুধুই অবস্থান

ফের রাত দখল, রাতভর চলছে গান-পথনাটিকা-আঁকা, কোথাও বা শুধুই অবস্থান

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ১৪ আগস্টের পর ৮ আগস্ট। আবার রাত দখলের ডাক। এই ডাকে রাজ্যের বিভিন্ন জায়গায় পথে নেমেছেন লক্ষ লক্ষ মানুষ। কোথাও চলছে গান, কোথাও বাজছে বাজনা, আবার কোথাও হচ্ছে পথনাটিকা। রাস্তা জুড়ে আঁকা হচ্ছে ছবিও। কথাওম শুধু রাস্তা জুড়ে প্রতিবাদ। এভাবেই রাত দখলে সাড়া দিয়েছে সাধারণ মানুষ।  

সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা সংক্রান্ত মামলার শুনানি। তারই প্রেক্ষিতে কলকাতা-সহ সারা রাজ্য জুড়ে ‘রাত দখল’ কর্মসূচির ডাক দেওয়া হয়। এই প্রতিবাদ কর্মসূচিতে শামিল হন বহু মানুষ।

যাদবপুর থেকে সোদপুর, বেহালা থেকে সল্ট লেক, শ্যামবাজার থেকে সিঁথির মোড় – রাত ১১টার পর থেকে নতুন করে জমায়েত শুরু হয় সর্বত্র।

protest siliguri ani 09.08

শিলিগুড়িতে মানবন্ধন। ছবি: এএনআই।

তার আগে রবিবার রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল, ধর্না, অবস্থান চলে। সাধারণ মানুষ থেকে তারকারা, এমনকি কলকাতা শহরে হাতে টানা রিকশাওয়ালারাও পা মেলান প্রতিবাদে। রবিবার সারা দিন জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়। মেদিনীপুরের রাস্তায় নেমে পড়েন প্রতিবাদীরা। ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের এবং সন্দীপ ঘোষের কুশপুতুল পোড়ানো হয়। নৈহাটিতে আরজি কর কাণ্ডের প্রতিবাদে মিছিল বের হয়। শিলিগুড়িতে মানববন্ধন তৈরি করেন সাধারণ মানুষ।   

যাদবপুরে আর্টিস্ট ফোরামের উদ্যোগে এক কর্মসূচি নেওয়া হয়। সেই কর্মসূচির নাম ‘রাজপথই ক্যানভাস’। সেখানে নানা রঙে রঙিন হয়ে ওঠে রাস্তা। সেখানে শুধু ছবি আঁকাই নয়, লেখা হয় নানান স্লোগান। শুধু চিত্রকররাই নন, সাধারণ মানুষরাও রঙ-তুলি হাতে নেমে পড়েন রাস্তায়। আঁকার পাশাপাশি চলে সাংস্কৃতিক কর্মকাণ্ড। 

protest kamala girls 09.09

কমলা গার্লস প্রাক্তনীদের প্রতিবাদ মিছিল। ছবি: রাজীব বসু।

বিকেলে ধর্মতলায় জুনিয়র ডক্টর্স ফ্রন্টের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন নির্যাতিতার বাবা-মা। রাতে তাঁরা পৌঁছে যান যাদবপুরে। সেখানে চিত্রকরদের প্রতিবাদ মিছিলে যোগ দেন তাঁরা। রবিবার রাত ৯টা থেকে গড়িয়া মোড়, গাঙ্গুলিবাগান মোড়, বাঘাযতীন মোড়, সুকান্ত সেতু এবং ৪৫ বাইপাস কানেক্টরে লিখে এবং এঁকে প্রতিবাদ জানান শিল্পীরা। শামিল হন সাধারণ মানুষও।

সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত দীর্ঘ ১৫ কিলোমিটার পথ জুড়ে হাত হাত ধরে দাঁড়িয়ে পড়েন মানুষ। তৈরি হয় মানবশৃঙ্খল।

protest rickshaw 09.09

মিছিলে শামিল হাতে টানা রিকশাওয়ালারাও। ছবি: রাজীব বসু।

কলকাতায় এদিন হাতে টানা রিকশাওয়ালারাও আরজি কর কাণ্ডের প্রতিবাদে মিছিলে শামিল হন। এঁদেরই একজন অরবিন্দ যাদব। তিনি বলেন, “আরজি কর কলেজে যে ধর্ষণ-খুনের ঘটনা ঘটেছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। আমাদের সকলেরই মা-বোন আছে। তার ওপর আমরা দরিদ্র। আমরা এই ঘটনার বিচার চাই। তাই আমরা আজ পথে নেমেছি।”

protest kumartuli 09.09

কুমোরটুলির শিল্পীদের প্রতিবাদে শিল্পী সনাতন দিন্ডা। ছবি: রাজীব বসু।

কুমোরটুলির শিল্পীরাও আরজি কর কাণ্ডের প্রতিবাদে শামিল হন। তাঁরা এই কাণ্ডের নানা প্রতীকী ছবি আঁকেন, ভাস্কর্য তৈরি করেন। নিজেদের আঁকা ছবি, নিজেদের তৈরি ভাস্কর্য নিয়ে এদিন মিছিলও করেন। প্রতিবাদের পুরোভাগে ছিলেন শিল্পী সনাতন দিন্ডা। মিছিলকারীদের হাতে নানা শিল্পকর্ম ছাড়াও ছিল পোস্টার। তাতে লেখা – ‘কুমারটুলি দিচ্ছে হাঁক/ আমার দুর্গা বিচার পাক’।

protest Tollywood 09.09 1

টলিউডের শিল্পীদের মিছিল। ছবি: রাজীব বসু।

টলিপাড়ার শিল্পী ও কলাকুশলীরাও রবিবার পথে নামেন। টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করেন তাঁরা। এ দিনের মিছিলে শামিল হন মানসী সিংহ, অপরাজিতা আঢ্য, সোহাগ সেন, রাহুল বন্দ্যোপাধ্যায়, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, বাদশা মৈত্রেরা। বাঙ্গুর হাসপাতালের সামনে গিয়ে কিছুক্ষণ থমকে যায় মিছিল। শিল্পীরা স্লোগান না দেওয়ার সিদ্ধান্ত নেন। কিছুক্ষণ পর মিছিল এগিয়ে চলে হাজরা পার্কের দিকে।

protest jodhpur park 09.09

যোধপুর পার্ক বয়েজ স্কুলের প্রাক্তনীদের প্রতিবাদ মিছিল। ছবি: রাজীব বসু।

এদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনীরাও আরজি কর কাণ্ডের প্রতিবাদে মিছিল বের করেন। কমলা গার্লস স্কুল, যোধপুর পার্ক বয়েজ স্কুল, যাদবপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীরা মিছিল বের করেন।

protest north 09.09

উত্তর কলকাতায় মিছিলে শামিল কলকাতার দুই প্রধানের সমর্থকেরা। ছবি: রাজীব বসু।

রবিবার সন্ধ্যায় উত্তর কলকাতায় হয় মহামিছিল। এই মিছিলে শামিল হন বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা, বিজ্ঞানকর্মীরা, রাজ্য শিক্ষা ও স্বাস্থ্য দফতরের কর্মীরা এবং ময়দানের দুই প্রধানের সদস্য ও সমর্থকরা। সন্ধ্যা ৬টায় মিছিল শুরু হল উত্তর কলকাতায় স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে এবং শেষ হয় শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে। মিছিলকারীদের কারও কারও হাতে ছিল মশাল।

আরও পড়ুন

অপরাজিতা বিলের সমালোচনায় সরব সমাজকর্মী ও আইনজীবীরা, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি

‘…দুর্নীতিগ্রস্তদের পেশিশক্তির আস্ফালন’! মমতাকে চিঠি লিখে সাংসদপদ ও রাজনীতি ছাড়লেন জহর সরকার

সাম্প্রতিকতম

সুভাষচন্দ্র বসু জন্মজয়ন্তী ২০২৫: ইতিহাস এবং তাৎপর্য

প্রতিবছর ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মজয়ন্তী উদযাপিত হয়। ২০২৫ সালে, এই দিনটি বৃহস্পতিবার...

বাঘাযতীনে হেলে পড়ল ফ্ল্যাটবাড়ি, কোনও বাসিন্দা না থাকায় এড়ানো গিয়েছে দুর্ঘটনা

দক্ষিণ কলকাতার বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে চারতলা ফ্ল্যাটবাড়ি হেলে পড়ার ঘটনায় আতঙ্ক। তবে বাসিন্দারা আগেই সরিয়ে নেওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। প্রশাসন তদন্তে নেমেছে।

মালদহে ফের তৃণমূল নেতার উপর হামলা, এক কর্মীর মৃত্যু, অঞ্চল সভাপতির অবস্থা আশঙ্কাজনক

মালদহের কালিয়াচকে তৃণমূল নেতার উপর গুলি চালানোর ঘটনা। এক কর্মীর মৃত্যু, অঞ্চল সভাপতির অবস্থা আশঙ্কাজনক। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ।

লস অ্যাঞ্জেলেস দাবানল: তীব্র হাওয়ার কারণে আরও ছড়াতে পারে আগুন, সতর্কতা আবহাওয়া দফতরের

লস অ্যাঞ্জেলেসের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৪। ৪০,০০০ একর এলাকা পুড়ে ছাই। ৭০ মাইল প্রতি ঘণ্টার ঝোড়ো হাওয়া পরিস্থিতি আরও খারাপ করার আশঙ্কা।

আরও পড়ুন

টানা ৪ দিন শিয়ালদহ-ডানকুনি শাখায় কোনও ট্রেন চলবে না

বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝে ৯৫ বছরের পুরনো সেতুর মেরামতির কারণে শিয়ালদহ-ডানকুনি শাখায় ট্রেন চলাচল চার দিনের জন্য বন্ধ থাকবে। বাতিল হচ্ছে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন।

আপতত নিষিদ্ধ রিঙ্গার স্যালাইন, তদন্তে ‘হিউম্যান এরর’ এর ইঙ্গিত

মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতির মৃত্যুর অভিযোগে রাজ্যের হাসপাতালে রিঙ্গার ল্যাকটেট স্যালাইন ব্যবহার নিষিদ্ধ। প্রাথমিক তদন্তে ‘হিউম্যান এরর’ এবং অন্যান্য ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া দায়ী বলে রিপোর্ট।

মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর পর সরকারের জরুরি সিদ্ধান্ত, ১০ তরল ওষুধ ‘নিষিদ্ধ’ সব সরকারি হাসপাতালে

মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর পর রাজ্য স্বাস্থ্য দপ্তরের জরুরি পদক্ষেপ, ১০টি তরল ওষুধ নিষিদ্ধ করা হলো। কী কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, জানুন বিস্তারিত।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে