দক্ষিণ কলকাতার একটি পুজো মণ্ডপে বিচার চেয়ে স্লোগান দেওয়ার অভিযোগে বুধবার ন’জন আন্দোলনকারীকে আটক করেছে কলকাতা পুলিশ। আন্দোলনকারীদের লালবাজারে নিয়ে যাওয়ার সময়, ঘটনাস্থল থেকে অনশনকারী জুনিয়র ডাক্তাররা প্রতিবাদে লালবাজার অভিমুখে মিছিল করেন। তবে, আগেভাগেই লালবাজারের বেন্টিঙ্ক স্ট্রিটে ব্যারিকেড বসিয়ে রাস্তা অবরুদ্ধ করে পুলিশ। পুলিশের ব্যারিকেডের সামনে বসে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।
বুধবারের কর্মসূচি ‘অভয়া পরিক্রমা’র অংশ হিসেবে জুনিয়র ডাক্তাররা আরজি কর এবং জয়নগরের নির্যাতিতাদের প্রতীকী মূর্তি নিয়ে কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন করতে গিয়েছিলেন। ত্রিধারা মণ্ডপে পৌঁছে ‘বিচার চাই’ স্লোগান দেওয়ায় পুলিশ তাঁদের আটক করে। এ ঘটনার পর লালবাজারের উদ্দেশে ধর্মতলা থেকে মিছিল শুরু করেন আন্দোলনকারীরা।
এরই মধ্যে ধর্মতলার অনশন মঞ্চ থেকে মিছিলের জন্য মিনিডোর নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু পুলিশ সেটি আটকে দেয়। চাঁদনি চকের কাছে মিনিডোর আটকে দেওয়া নিয়ে উত্তেজনা ছড়ায়। পুলিশের দাবি, অনুমতি না থাকায় মিনিডোর আটকানো হয়। কিন্তু জুনিয়র ডাক্তারদের বক্তব্য, এটি ছিল অবৈধ পদক্ষেপ। এরপর পুলিশের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তি হয়।
মিনিডোর আটকানো নিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউতে ব্যাপক যানজট তৈরি হয়। শ্যামবাজারমুখী রাস্তা এবং উল্টো দিকের রাস্তাতেও যান চলাচল ব্যাহত হয়। অবশেষে মানববন্ধনের মাধ্যমে মিনিডোর নিয়ে মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় সরকারবিরোধী স্লোগান ওঠে।
মিছিল ধর্মতলার দিকে এগোতে গিয়ে দেখা যায়, রাস্তায় বেশ কয়েকটি বাস এবং তেলের ট্যাঙ্কার দাঁড় করিয়ে অবরোধ তৈরি করা হয়েছে। গাড়ির চালকদের দাবি, পুলিশ তাঁদের গাড়ির চাবি নিয়ে নিয়েছে, যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। অবশেষে আন্দোলনকারীরাই যানবাহন সরিয়ে মিছিল এগিয়ে নিয়ে যান।