কলকাতা: বাঙালির দুর্গোপুজোকে আর্ন্তজাতিক স্বীকৃতি দেওয়ার অনুষ্ঠানে ডাক পেলেন না খোদ পশ্চিমবঙ্গ সরকারই কেউ। যে রাজ্যের প্রধান উৎসব ব্রাত্য রাখা হল সেই রাজ্যকেই। এই নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।
ইউনেসকোর তরফ থেকে দুর্গাপুজোকে যে সম্মান জানানো হয়েছে তা উদ্যাপনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুক্রবার সন্ধ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে এই অনুষ্ঠান হওয়ার কথা। কিন্তু এই অনুষ্ঠানে রাজ্য সরকারের কোনো প্রতিনিধিই আমন্ত্রণপত্র পাননি। অনুষ্ঠানে বাংলার প্রতিনিধিত্ব করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশে বসবেন এক মাত্র রাজ্যপাল জগদীপ ধনখর।
এই ঘটনায় অবাক হয়েছেন বিভিন্ন পুজো কমিটির সদস্য এবং শিল্পীরা। যে রাজ্যের দৌলতে এই স্বীকৃতি, সেই রাজ্যের মানুষকে অপমান করা হচ্ছে বলেও অভিযোগ অনেকের। ২০২১ সালের ডিসেম্বর মাসে দুর্গাপূজোকে ইনট্যানজিবল হেরিটেজ-র সম্মান প্রদান করে ইউনেসকো। ওই বছরের সেপ্টেম্বর মাসেই দুর্গাপূজোর আন্তর্জাতিক আসনে বসাতে উদ্যোগী হয় রাজ্য সরকার।
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিভাগে আবেদন করেন খোদ মমতা। এই আবেদনকে খতিয়ে দেখে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা হেরিটেজ তকমা দেয় দুর্গাপুজোকে। স্বরাষ্ট্র মন্ত্রকের অনুষ্ঠানে কোনো পুজো কমিটির কর্মকর্তা আমন্ত্রণ না পাওয়াতেও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
আরও পড়তে পারেন:
সংক্রমণের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতা, গত ২৪ ঘণ্টায় তিন হাজার সুস্থ
পশ্চিমবঙ্গে বেড়েছে বামেদের প্রভাব? খোঁজ নেবেন অমিত শাহ
ইউক্রেনের মানুষদের দুর্দশা অবিলম্বে শেষ হোক, যৌথ বিবৃতি ভারত আর ফ্রান্সের