খবর অনলাইনডেস্ক: ১০ দফা দাবি নিয়ে শনিবার রাত সাড়ে ৮টা থেকে শুরু হওয়া জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো সাড়া নেই। এদিকে রবিবার অনশনে যোগ দিয়েছেন আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো।
শনিবার ধর্মতলায় আমরণ অনশনে বসেন কলকাতা মেডিক্যাল কলেজের অনুষ্টুপ মুখোপাধ্যায়, স্নিগ্ধা হাজরা, তনয়া পাঁজা, এসএসকেএমের অর্ণব মুখোপাধ্যায়, কেপিসি মেডিক্যাল কলেজের সায়ন্তনী ঘোষ হাজরা এবং এনআরএস মেডিক্যাল কলেজের পুলস্ত্য আচার্য। তখন আন্দোলনকারীদের তরফে বলা হয়, ‘‘শনিবার যাঁরা অনশনে বসলেন, তাঁদের মধ্যে আরজি করের কেউ নেই।’’ এরপর নাগরিক সমাজের একাংশের মনে প্রশ্ন দানা বাঁধতে শুরু করে যে আন্দোলনকারীদের মধ্যে কি মতপার্থক্য রয়েছে?
জুনিয়র ডাক্তারেরা বারবার এই চিন্তা খারিজ করেছেন। তাঁদের দাবি, কারা অনশনে বসবেন, আন্দোলনের পরবর্তী পদক্ষেপ কী হবে, সর্বসম্মত ভাবেই সে বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্যান জিবিতে সকলে মিলে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকলের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও রবিবার রাতেই আরজি করের প্রতিনিধিও যোগ দিয়েছেন আন্দোলনে।
এদিকে সরকারের তরফ থেকে এখনও সাড়া না মেলায় এই অনশন কত দিন চলবে সেই নিয়ে প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। আন্দোলনকারীদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে জনমানসে যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে, সেই নিয়ে সরকার কি কিছু ভাবছে না, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।