Homeখবররাজ্যঅনশনের ৩৬ ঘণ্টা পার, এখনও রাজ্য সরকারের তরফে সাড়া নেই

অনশনের ৩৬ ঘণ্টা পার, এখনও রাজ্য সরকারের তরফে সাড়া নেই

প্রকাশিত

খবর অনলাইনডেস্ক: ১০ দফা দাবি নিয়ে শনিবার রাত সাড়ে ৮টা থেকে শুরু হওয়া জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো সাড়া নেই। এদিকে রবিবার অনশনে যোগ দিয়েছেন আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো।

শনিবার ধর্মতলায় আমরণ অনশনে বসেন কলকাতা মেডিক্যাল কলেজের অনুষ্টুপ মুখোপাধ্যায়, স্নিগ্ধা হাজরা, তনয়া পাঁজা, এসএসকেএমের অর্ণব মুখোপাধ্যায়, কেপিসি মেডিক্যাল কলেজের সায়ন্তনী ঘোষ হাজরা এবং এনআরএস মেডিক্যাল কলেজের পুলস্ত্য আচার্য। তখন আন্দোলনকারীদের তরফে বলা হয়, ‘‘শনিবার যাঁরা অনশনে বসলেন, তাঁদের মধ্যে আরজি করের কেউ নেই।’’ এরপর নাগরিক সমাজের একাংশের মনে প্রশ্ন দানা বাঁধতে শুরু করে যে আন্দোলনকারীদের মধ্যে কি মতপার্থক্য রয়েছে?

জুনিয়র ডাক্তারেরা বারবার এই চিন্তা খারিজ করেছেন। তাঁদের দাবি, কারা অনশনে বসবেন, আন্দোলনের পরবর্তী পদক্ষেপ কী হবে, সর্বসম্মত ভাবেই সে বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্যান জিবিতে সকলে মিলে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকলের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও রবিবার রাতেই আরজি করের প্রতিনিধিও যোগ দিয়েছেন আন্দোলনে।

এদিকে সরকারের তরফ থেকে এখনও সাড়া না মেলায় এই অনশন কত দিন চলবে সেই নিয়ে প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। আন্দোলনকারীদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে জনমানসে যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে, সেই নিয়ে সরকার কি কিছু ভাবছে না, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।

সাম্প্রতিকতম

লোকালে ১৬-২০ বগি! রেলমন্ত্রীর ঘোষণা, বাড়বে কামরা, কমবে বাদুড়ঝোলা ভিড়

১২ কোচের ট্রেনেও কমছে না ভিড়। এবার ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন আনছে রেলমন্ত্রক, জানালেন অশ্বিনী বৈষ্ণব। উপকৃত হবেন কলকাতা-সহ দেশের কোটি নিত্যযাত্রী।

সফরে আতঙ্ক! প্রযুক্তিগত ত্রুটি সামাল দিতে দেশজুড়ে ৬,৩৭৪ প্রযুক্তিবিদ নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত রেলের

আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর রেল সফরেও যান্ত্রিক বিভ্রাটের আশঙ্কা। আতঙ্ক দূর করতে ৬৩৭৪ প্রযুক্তিবিদ নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত নিল রেলবোর্ড। শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে RRB।

Samsung-এর Z-আকৃতির Tri-Fold স্মার্টফোন! খুললেই ট্যাবলেট

স্যামসাং নিয়ে আসছে প্রথম Triple-Fold স্মার্টফোন। Z-আকৃতির ডিজাইন, খুললেই বড় ট্যাবলেট স্ক্রিন! ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরে বাজারে আসতে পারে। দাম হতে পারে ২.৫–৩ লক্ষ টাকা।

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘায় হোটেল ভাড়া বাড়তি, মুখ্যমন্ত্রীর নির্দেশে লাগাম টানতে কড়া পদক্ষেপ

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় হোটেল ও পরিবহণ ভাড়ায় ব্যাপক বৃদ্ধি। পর্যটকদের অভিযোগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন, ডিসপ্লে বোর্ডে হোটেল ভাড়ার তালিকা বাধ্যতামূলক।

আরও পড়ুন

দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার ইঙ্গিত, কলকাতা সহ বহু জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করছে ঘূর্ণাবর্তের হাত ধরে। কলকাতা সহ উপকূল ও পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস। শুকনো নদীতে ফিরতে পারে জল।

দক্ষিণবঙ্গে বর্ষার আগমন আসন্ন, আজ থেকেই কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে বর্ষা আসছে আগামী ২৪-৪৮ ঘণ্টায়। ১৬ জুন থেকে শুরু ভারী বৃষ্টি, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ১৭ জুন অতি ভারী বৃষ্টির সতর্কতা।

খাদ্যশস্য ঠিকমতো মিলছে কি না জানতে রাজ্যে রেশন দোকানে সোশ্যাল অডিট, প্রথম ধাপে ৫৫৯৩ দোকানে সমীক্ষা

রেশন পরিষেবার মান যাচাইয়ে অভিনব উদ্যোগ রাজ্য সরকারের। প্রথম পর্যায়ে রাজ্যের ৫৫৯৩টি রেশন দোকানে চলবে সোশ্যাল অডিট, জানানো হবে গ্রাহক ও দোকান কর্মীদের মতামত।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে